দেশের আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি নির্বাচিত হয়েছেন জাপান গার্ডেন সিটির ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুজ্জামান। জ্যেষ্ঠ সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ব্রিক ওয়ার্কস লিমিটেডের চেয়ারম্যান লিয়াকত আলী ভূঁইয়া।
এছাড়া প্রথম সহসভাপতি পদে হাভেলি প্রপার্টি ডেভেলপমেন্টের ব্যবস্থাপনা পরিচালক লায়ন এম এ আউয়াল, দ্বিতীয় সহসভাপতি পদে আক্তার প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আক্তার বিশ্বাস, তৃতীয় সহসভাপতি পদে বেসিক বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুল লতিফ এবং সহ সভাপতি (অর্থ) পদে নির্বাচিত হয়েছেন আরমা রিয়েল এস্টেটের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।
আর চট্টগ্রাম থেকে সহসভাপতি নির্বাচিত হয়েছেন আর এফ বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন নির্বাচিত হন।
রিহ্যাবের নীতিমালা অনুযায়ী, সংগঠনটির সদস্যদের সরাসরি ভোটে পরিচালনা পর্ষদের ২৯ জন সদস্য নির্বাচিত হয়ে থাকেন। আর তাদের ভোটে সাতজন ‘অফিস বেয়ারার’ নির্বাচিত হন। এই সাত পদের মধ্যে সহ-সভাপতি পদে প্রার্থী হতে পারেন কেবল চট্টগ্রাম থেকে নির্বাচিত তিনজন।
বৃহস্পতিবার রিহ্যাব কার্যালয়ে অফিস বেয়ারার পদের মধ্যে কেবল দ্বিতীয় সহসভাপতি ও তৃতীয় সহসভাপতি- এ দুটি পদে সরাসরি ভোট হয় বলে বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার রিহ্যাব সদস্যদের সরাসরি ভোটে ২৯ জন পরিচালক নির্বাচিত হন। ৪৭৬ জন ভোটারের মধ্যে সেদিন ভোট দেন ৪০৯ জন। নির্বাচনে ঢাকার ২৬টি পরিচালক পদের বিপরীতে ৮৬ জন এবং চট্টগ্রামের তিনটি পরিচালক পদের বিপরীতে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করেন।