অর্থ ও বাণিজ্য

মালদ্বীপের চারটি রিসোর্টই নিজস্ব টাইম জোন অনুসরণ করে

Published

on

মালদ্বীপের বিলাসবহুল রিসোর্টগুলোয় আয়েশি জীবনযাপনের সব উপকরণ মজুদ থাকে, এটা সবারই জানা। আর নীলাভ জলরাশি ও সমুদ্রের দৃশ্য যাদের টানে, তাদের তো বাহুল্যের দরকার পড়ে না! তবে কিছু ক্ষেত্রে সময়ের নতুন অভিজ্ঞতাও পান অতিথিরা। যাকে বলা হয় ‘আইল্যান্ড টাইম’। এটি রূপক অর্থে নয়, দেশটির কিছু রিসোর্টে অতিথিদের বিশ্রাম ও দ্বীপে কাটানো সময়ের নতুন মাত্রা দেয় এ আলাদা টাইম জোন।

দ্বীপরাষ্ট্রটির অনেক রিসোর্ট অফিশিয়াল টাইম জোনের থেকে অন্তত ১ ঘণ্টা এগিয়ে থাকে, যা গ্রিনিচ গড় সময়ের থেকে প্রায় ৫ ঘণ্টা এগিয়ে।

এ বিষয়ে জেডব্লিউ ম্যারিয়ট মালদ্বীপ রিসোর্ট অ্যান্ড স্পার জেনারেল ম্যানেজার মোহিত ডেম্বলা বলেন, ‘ইচ্ছাকৃত এ টাইম জোন একটি চিন্তাশীল সংযোজন, যা অতিথিদের অভিজ্ঞতার নতুন মাত্রা যোগ করেছে। এর মাধ্যমে আন্তর্জাতিক পর্যটকদের বিভিন্ন ধরনের চাহিদা পূরণ সহজ হয়।’

ম্যারিয়ট গ্রুপের অধীনে মালদ্বীপে চারটি রিসোর্ট রয়েছে। এগুলো হলো সেন্ট রেজিস মালদ্বীপ ভোমুলি রিসোর্ট, ওয়েস্টিন মালদ্বীপ মিরিয়ানধু রিসোর্ট অ্যান্ড রিটজ-কার্লটন মালদ্বীপ ও ফারি আইল্যান্ড। চারটি রিসোর্টই নিজস্ব টাইম জোন অনুসরণ করে।

সেন্ট রেজিস মালদ্বীপ ভোমুলি রিসোর্টের বিক্রয় ও বিপণন পরিচালক ঝিলাহ ভেগো বলেন, ‘‌মালদ্বীপের বেশির ভাগ রিসোর্ট যেহেতু ব্যক্তিগত দ্বীপে অবস্থিত এবং অধিকাংশই মূল ভূখণ্ড মালে থেকে কয়েক মাইল দূরে অবস্থিত। ফলে বেশির ভাগই তাদের নিজস্ব নিয়ম অনুসারে পরিচালিত হয়। এর মধ্যে একটি হলো স্বতন্ত্র ‘‌‘‌আইল্যান্ড টাইম’’। এতে ভ্রমণকারীরা দিনের আলোয় অতিরিক্ত পরিষেবা ঘণ্টার সুবিধা পেতে পারেন।’ সূত্র: সিএনএন।

Advertisement

সর্বাধিক পঠিত

Exit mobile version