অর্থ ও বাণিজ্য

কুমিল্লা ও ফেনীতে আকিজ সিরামিকসের শোরুম উদ্বোধন

Published

on

দেশের শীর্ষস্থানীয় সিরামিক টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকসের আরও দুটি এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন হলো। সম্প্রতি কুমিল্লার নজরুল ইসলাম টাওয়ারে (জাঙ্গালিয়া) আকিজ সিরামিকসের বিজনেস অ্যাসোসিয়েট ‘মেসার্স হাজী স্টোর’ শোরুমটি উদ্বোধন করেন আকিজ বশির গ্রুপের অপারেশনস ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন আকিজ সিরামিকসের বিক্রয় মহাব্যবস্থাপক মোহাম্মদ আশরাফুল হক, আকিজ বশির গ্রুপের মার্কেটিং হেড মো. শাহরিয়ার জামান, হেড অব সেলস (রোসা) বিশ্বজিৎ পাল, মেসার্স হাজী স্টোরের স্বত্বাধিকারী মো. জসীম উদ্দীন আহম্মেদ প্রমুখ।

একই দিন ফেনীর শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক এলাকায় আকিজ সিরামিকসের বিজনেস অ্যাসোসিয়েট ‘দিদার টাইলস অ্যান্ড স্যানিটারি’ শোরুমটি উদ্বোধন করেন আকিজ বশির গ্রুপের অপারেশনস ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম। এ সময় আকিজ বশির গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন দিদার টাইলস অ্যান্ড স্যানিটারির স্বত্বাধিকারী মুহাম্মদ দিদারুল আলম ভূঁইয়াসহ গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, সারা বাংলাদেশে ১২০টির বেশি ‘স্টেট অব দ্য আর্ট’ লেভেলের নিজস্ব ও বিজনেস অ্যাসোসিয়েট শোরুম দিয়ে আকিজ সিরামিকস নিশ্চিত করেছে সর্বোচ্চ মানের গ্রাহকসেবা। ফলে দেশের শহর, উপশহর, থানা পর্যায়েসহ সব জায়গায় গ্রাহকদের হাতের নাগালে পাওয়া যাচ্ছে আকিজ সিরামিকসের টাইলস পণ্য। তারই ধারাবাহিকতায় কুমিল্লা ও ফেনীতে শোরুম উদ্বোধনের মাধ্যমে আকিজ সিরামিকস আরও এক ধাপ এগিয়ে গেল।

সর্বাধিক পঠিত

Exit mobile version