অর্থ ও বাণিজ্য

বিশ্ববাজারে বেড়েছে তামার দাম

Published

on

বিশ্ববাজারে তামার দাম টানা তিন সপ্তাহ নিম্নমুখী থাকার পর গতকাল বেড়েছে। লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাসের সরবরাহ চুক্তিতে পণ্যটির দাম আগের দিনের তুলনায় দশমিক ১ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য দাঁড়িয়েছে ৯ হাজার ১২১ ডলারে। খবর বিজনেস রেকর্ডার।

সাংহাই ফিউচার এক্সচেঞ্জে (এসএইচএফএস) গতকাল তামার দাম বেড়েছে আগের দিনের তুলনায় দশমিক ৪ শতাংশ। প্রতি টনের মূল্য দাঁড়িয়েছে ৭৪ হাজার ৩৮০ ইউয়ানে (১০ হাজার ২৫৫ ডলার ৭৭ সেন্টে)।

এদিকে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) মিটিং ও মার্কিন অর্থনৈতিক তথ্য থেকে বৈশ্বিক অর্থনীতির বিষয়ে ইঙ্গিত খুঁজছেন তামার বিনিয়োগকারীরা।

গত সপ্তাহে শীর্ষ ব্যবহারকারী দেশ চীনে চাহিদা কমে যাওয়ায় এলএমই ও এসএইচএফএসে তামার দাম গত সাড়ে তিন মাসে সর্বনিম্নে নেমে গিয়েছিল। সে সময় এলএমইতে ধাতুটির দাম টনপ্রতি ৯ হাজার ১৬১ ডলার ও এসএইচএফএসে ৭৪ হাজার ৯৫০ ইউয়ান (১০ হাজার ৩০২ ডলার ৫৫ সেন্ট) স্থির হয়েছিল।

সর্বাধিক পঠিত

Exit mobile version