অর্থ ও বাণিজ্য

ইসাবের সভাপতি জহির, মহাসচিব মাহমুদুর রশিদ

Published

on

ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব) ২০২১-২৩ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বাফেস্কো লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জহির উদ্দিন বাবর এবং গ্রাসহোপার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম মাহমুদুর রশীদ সভাপতি ও মহাসচিব নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের মাধ্যমে সম্প্রতি ২০২১-২৩ মেয়াদে নতুন নেতৃত্ব বেছে নেওয়া হয়েছে বলে সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়।

জ্যেষ্ঠ সহ সভাপতি নির্বাচিত হয়েছেন মর্গেন ইন্টারন্যাশনালের সিইও মো. নিয়াজ আলী চিশতী।

অন্যান্য সহ-সভাপতি হলেন- অলিম্পিয়া ফায়ার প্রোটেকশনের ব্যবস্থাপনা পরিচালক মো. ওয়াহিদ উদ্দিন, বেঙ্গল ইন্টারন্যাশনাল এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক এস এম শাহজাহান, আসগর ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. মতিন খান ও জেনেসিস টেকনোলজিস লিমিটেডের পরিচালক মোহাম্মদ মাহমুদ।

নতুন কমিটিতে জেডএম ইন্টারন্যাশনালের সিইও জাকির উদ্দিন আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক, ইন্টিগ্রেটেড সেফটি অ্যান্ড সিকিউরিটি সলিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহমুদ-ই-খোদা কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

Advertisement

এছাড়া সোশাইন মার্কেটিং কোম্পানির সিইও মো. কবির হোসেন সহকারী সম্পাদক, এন. ইসলাম ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত পরিচালকরা হলেন- সিম্যানটেক টেকনোলজি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আলম, গুরাবা ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহাবুর রহমান, লুমিনাস অ্যাসোসিয়েটসের স্বত্বাধিকারী মো. নূর-নবী এবং গুরাবা টেলিকম বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জি. মো. আল-এমরান হোসেন।

সর্বাধিক পঠিত

Exit mobile version