অর্থ ও বাণিজ্য

ইসাব -এর নবনির্বাচিত পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ

Published

on

অগ্নি নির্বাপণ উপকরণ ব্যবসায়ীদের সংগঠন ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ইসাবের নবনির্বাচিত পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণ করেছে। সম্প্রতি রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন পর্ষদ দায়িত্ব বুঝে নেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করেছে ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব) এর নবনির্বাচিত পরিচালনা পর্ষদের পর্ষদ। সম্প্রতি রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে ইসাবের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোঃ নিয়াজ আলী চিশতি এবং মহাসচিব হিসেবে দায়িত্ব নেন জাকির উদ্দিন আহমেদ।

ইসাব জানিয়েছে, সংগঠনের বিদায়ী সভাপতি জহির উদ্দিন বাবর ও মহাসচিব এম মাহমুদুর রশিদ নতুন পরিচালনা পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

ইসাবের নতুন সভাপতি নিয়াজ আলী চিশতি বিদায়ী পরিচালনা পর্ষদে জ্যেষ্ঠ সহ-সভাপতির দায়িত্ব সামলিয়েছেন। বর্তমানে তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

নতুন পর্ষদে জ্যেষ্ঠ সহ-সভাপতির দায়িত্বে আছেন এস এম শাহজাহান সাজু। চার সহ-সভাপতির মধ্যে আছেন মতিন খান, মোহাম্মদ ফয়সাল মাহমুদ, মো. মঞ্জুর আলম ও এম মাহমুদুর রশিদ।

Advertisement

এছাড়া যুগ্ম মহাসচিব হিসেবে মাহমুদ-ই-খোদা, সহকারী মহাসচিব হিসেবে মাহাবুর রহমান, কোষাধ্যক্ষ হিসেবে নূর-নবী, প্রচার সম্পাদক হিসেবে নজরুল ইসলাম এবং পরিচালক হিসেবে ওয়াহিদ উদ্দিন, আল-এমরান হোসেন, অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আশেক কামাল ও রফিকুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেন।

অনুষ্ঠানে এফবিসিসিআই’র জ্যেষ্ঠ সহ-সভাপতি আমিন হেলালী বলেন, “বাংলাদেশের অর্থনীতি দ্রুত এগিয়ে যাচ্ছে। সেই সাথে অর্থনৈতিক কার্যক্রমও সম্প্রসারিত হচ্ছে। আমাদের এখন নিরাপদ, পরিবেশ বান্ধন এবং টেকসই শিল্পায়নের দিকে অগ্রসর হতে হবে।

“শিল্প প্রতিষ্ঠানসহ বাসা-বাড়িতেও বৈদ্যুতিক এবং অগ্নি নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে সম্পদ ও জানমালের সুরক্ষা দিতে হবে। শুধু রপ্তানি খাত নয়, অভ্যন্তরীণ বাজারের জন্যও আমাদের কমপ্লায়েন্স হওয়া জরুরি। এক্ষেত্রে ইসাবের ব্যাপকভাবে কাজ করার সুযোগ রয়েছে।”

সর্বাধিক পঠিত

Exit mobile version