আবাসন সংবাদ

গুলশানে ক্যানভা রিয়েল এস্টেট একক আবাসন মেলা চলছে

Published

on

“স্বপ্নের ঠিকানা হোক আমাদের সাথে” এই স্লোগানকে সামনে রেখে রাজধানীতে দুই দিনের ‘‘একক আবাসন মেলা’’র আয়োজন করেছে ক্যানভা রিয়েল এস্টেট লিমিটেড।

শুক্রবার (১০ মে) সকাল ১০ টায় রাজধানীর গুলশান-১ কোম্পানিটির কর্পোরেট অফিসে এ মেলার উদ্বোধন করেন কোম্পানির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুম বিল্লাহ শামীম মহোদয়। এ সময় আরও উপস্থিত ছিলেন অন্যান্য পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ছবি: সংগৃহীত

মেলার বিশেষ আকর্ষণ সম্পর্কে আয়োজকরা জানিয়েছেন, ক্যানভা রিয়েল এস্টেট কোম্পানির “অক্টাগন নীড়” ও “ক্যানভা ইস্টল্যান্ড” প্রকল্পে প্লট বুকিং দিলেই থাকছে আকর্ষণীয় পুরস্কার এবং বিশেষ মূল্য ছাড়। সেসাথে থাকছে স্বল্প ও দীর্ঘমেয়াদী কিস্তি সুবিধা। আর এককালীন মূল্য পরিশোধে প্লট বরাদ্ধও চলছে।

তাই, আগ্রহীরা চাইলে মেলায় অংশগ্রহণ করে ক্যানভা রিয়েল এস্টেট কোম্পানির স্টল পরিদর্শন করে প্রকল্পগুলো সমন্ধে বিস্তারিত জেনে ভবিষ্যতের বিনিয়োগ নিশ্চিত করতে পারবেন।

ছবি: সংগৃহীত

মেলার যেকোনো বিষয়ে জানা যাবে 01558-85555 ও 01556-655555 এই মোবাইল নম্বরে। ওয়েবসাইটেও বিস্তারিত দেখা যাবে এই ঠিকানায়।  ফেসবুকে বিস্তারিত দেখতে ভিজিট করুন।

সর্বাধিক পঠিত

Exit mobile version