আবাসন সংবাদ

বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাহাঙ্গীর আলম ও সুমন চৌধুরী

Published

on

বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএসএমএ) ১১তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ঢাকার সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়। সভায় অ্যাসোসিয়েশনের ২০২৩-২৪ ও ২০২৪-২৫ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রেসিডেন্ট পদে মোহাম্মদ জাহাঙ্গীর আলম (সিআইপি) ও সেক্রেটারি জেনারেল পদে সুমন চৌধুরী নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে মুহাম্মদ শহিদউল্লাহ; ভাইস প্রেসিডেন্ট পদে মো. আবদুস সালাম, মো. আবুল কালাম ও মারুফ মহসিন; জয়েন্ট সেক্রেটারি পদে আশরাফ সিদ্দিকী ও সৌমিত্র মুৎসুদ্দি; ফাইন্যান্স ডিরেক্টর পদে মো. সাইফুর রহমান খোকন; ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিরেক্টর পদে শাহরিয়ার জাহান; অর্গানাইজিং ডিরেক্টর পদে মোহাম্মদ সারোয়ার আলম ও পাবলিসিটি ডিরেক্টর পদে মো. কামরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

ডিরেক্টর পদে নির্বাচিত হয়েছেন শেখ মাসাদুল আলম মাসুদ, মোহাম্মদ ইসরাঈল, মো. শাহজাহান, মো. আতিকুর রহমান ও সায়ান সিরাজ।

স্টিল একটি ভারী শিল্প এবং এটি দেশের অন্যতম প্রধান শিল্প খাত হিসেবে বিবেচিত। আবাসন নির্মাণসহ সব অবকাঠামো উন্নয়নে স্টিল একটি মৌলিক ও গুরুত্বপূর্ণ উপাদান। স্টিলকে বলা হয় ভবন ও অবকাঠামোর মেরুদণ্ড। স্টিল উৎপাদনে বাংলাদেশ বর্তমানে স্বয়ংসম্পূর্ণ এবং এই স্টিল বিশ্বমানের।

দেশের প্রায় সব মেগা প্রজেক্টে বর্তমানে বাংলাদেশের স্টিলই ব্যবহৃত হচ্ছে। দেশের চাহিদা পূরণ করে বাংলাদেশ এখন বহির্বিশ্বেও স্টিল রপ্তানি শুরু করেছে। এই স্টিল শিল্পের শীর্ষ সংগঠন বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

Advertisement

উল্লেখ্য, বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের ২০২১-২২ এবং ২০২২-২৩ সালের দ্বিবার্ষিক মেয়াদে প্রেসিডেন্ট ছিলেন মানোয়ার হোসেন ও সেক্রেটারি জেনারেল ছিলেন মুহাম্মদ শহিদউল্লাহ।

সর্বাধিক পঠিত

Exit mobile version