আবাসন সংবাদ

স্বপ্নবাজ ক্রেতাদের পদচারণায় মুখরিত মিরপুর আবাসন মেলা

Published

on

রাজধানীর আশপাশে জমি কিনে যারা ঢাকায় স্থায়ীভাবে বসবাস করার স্বপ্ন দেখছেন এমন স্বপ্নবাজ ও আগ্রহী ক্রেতাদের পদচারণায় মুখরিত মিরপুর আবাসন মেলা।

বুধবার (১৫ মে) সকালে রিয়েল এস্টেট কোম্পানি কেডি প্রপার্টিস লিমিটেডের উদ্যোগে রাজধানীর মিরপুর-১০ (মেট্রোরেল সংলগ্ন) এফ এস স্কয়ার শপিং মলের নীচ তলায় শুরু হয় তিন দিনের এই মিরপুর আবাসন মেলা।

মেলা চলবে শুক্রবার (১৭ মে) সন্ধ্যা পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীদের জন্য এই মেলা উন্মুক্ত।

ছবি: সংগৃহীত

আয়োজকরা জানিয়েছেন, বুধবার মেলা শুরুর পর থেকে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় জমি কিনে বাড়ি করার মতো আগ্রহী ক্রেতারা মেলায় আসছেন। তাদের পদচারণায় মুখরিত মিরপুর আবাসন মেলা প্রাঙ্গণ। ক্রেতারা তাদের পছন্দের প্লট বেছে নিতে কেডি প্রপার্টিস লিমিটেডের সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করছেন। দায়িত্বশীল ব্যক্তিরাও সেসব প্রশ্নের উত্তর দিচ্ছেন। এভাবে ক্রেতারা তাদের সব প্রশ্নের উত্তর জেনে পছন্দের প্লট বুকিং দিচ্ছেন। এই দুই দিনে ক্রেতাদের কাছ থেকে বেশ ভালই সাড়া পেয়েছি। আজ মেলার তৃৃতীয় দিন ও সাপ্তাহিক ছুটির দিন। আশা করছি এর থেকে বেশি ক্রেতারা আসবেন।

আয়োজকরা আরও জানিয়েছেন, রাজধানীর আশপাশে কোথাও জমি কিনে যারা ঢাকায় স্থায়ীভাবে বসবাস করার স্বপ্ন দেখছেন, এমন স্বপ্নবাজ ও আগ্রহী ক্রেতাদের সহজে জমির প্লট খুঁজে পাওয়ার সুযোগ করে দিতে রিয়েল এস্টেট কেডি প্রপার্টিস লিমিটেড এই আবাসন মেলার আয়োজন করেছে।

ছবি: সংগৃহীত

কেডি প্রপার্টিস লিমিটেডের এক কর্মকর্তা জানিয়েছেন, তথ্যপ্রযুক্তির এই যুগে আধুনিকভাবে জীবনযাপনের জন্য সব ধরনের নাগরিক সুযোগ-সুবিধাসহ শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির সৌন্দর্যের মাঝে স্নিগ্ধ ও নিরিবিলি, সবুজে ঘেরা ইছামতি নদীর কোল ঘেঁষে গড়ে তোলা হয়েছে দেশের স্বনামধন্য কোম্পানি কেডি প্রপার্টিস লিমিটেড-এর আবাসন প্রকল্প ‘বিক্রমপুর মডেল টাউন’। প্রকল্পটি মতিঝিল থেকে খুব কাছে। ঢাকা-মাওয়া হাইওয়ে সংলগ্ন রিভারভিউ স্মার্ট সিটিটিতে রয়েছে আধুনিক নাগরিক জীবনের সব ধরনের উপকরণ। চারদিকে রয়েছে মানুষের বসবাস। রয়েছে উন্নত ও অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা। প্রকল্পের উভয়দিকে রয়েছে সরকারি প্রশস্ত রাস্তা। আগ্রহী ক্রেতা জমি কিনে মূল্য পরিশোধের সাথে সাথে সাফ-কবলা দলিলসহ রেজিস্ট্রেশন করে দেওয়ার রয়েছে উন্নত ও মানসম্মত ব্যবস্থা।

>>আরও পড়ুন: তিন দিনের মিরপুর আবাসন মেলা শুরু

Advertisement

আয়োজকরা আরও জানিয়েছেন, এই প্রকল্পের কর্ণার প্লট মাসিক কাঠা প্রতি ৩ হাজার ৯৬০ টাকার কিস্তিতে কেনার সুযোগ রয়েছে। আবার এককালীন মূল্য পরিশোধ করেও ৯.৬০ লক্ষ টাকায় প্লট কেনার সুযোগ রয়েছে। প্রকল্পের ৩ কাঠার কর্ণার প্লটগুলোর জন্য এ সুবিধা দেওয়া হচ্ছে।

মেলার বিশেষ আকর্ষণ সম্পর্কে আয়োজকরা জানান, মেলা উপলক্ষে প্লট কেনায় থাকছে বিশেষ আকর্ষণীয় মূল্য ছাড়। প্লট বুকিং দিলেই মিলবে এসি, চার্জার ফ্যান, ডিসকাউন্ট কার্ড ফ্রি’র মতো আকর্ষণীয় পুরস্কার।

যারা ‘বিক্রমপুর মডেল টাউন’ প্রকল্পের জমি যারা কিনতে আগ্রহী ও মেলার বিষয় জানতে চান তাদেরকে 01407 052210 মোবাইল নম্বরে যোগাযোগ করতে হবে। আরও বিস্তারিত জানা যাবে ‘বিক্রমপুর মডেল টাউন’-এর অফিসিয়াল ফেসবুকের এই ঠিকানায়।  ওয়েবসাইটেও বিস্তারিত দেখা যাবে এই ঠিকানায়

সর্বাধিক পঠিত

Exit mobile version