আবাসন সংবাদ

স্ট্যান্ডার্ড সিরামিকের আয় কমেছে ৪৮%

Published

on

পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চলতি ২০২৩-২৪ হিসাব বছরের তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) আয় কমেছে ৪৮ শতাংশ। একই সময়ে কোম্পানিটির কর-পরবর্তী লোকসান বেড়েছে ১৪১ শতাংশ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, চলতি হিসাব বছরের তিন প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছে ৯ কোটি ৬৮ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৮ কোটি ৭৩ লাখ টাকা। আলোচ্য তিন প্রান্তিকে কোম্পানিটির নিট লোকসান হয়েছে ৯ কোটি ৮৯ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ কোটি ১১ লাখ টাকা।

চলতি হিসাব বছরের তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৫ টাকা ৩১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬ টাকা ৩৬ টাকা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৩০ টাকা ১৩ পয়সায়।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৯ টাকা ৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৯৯ পয়সা। সে হিসাবে কোম্পানিটির লোকসান বেড়েছে ৬ দশমিক ৩৬ গুণ। সমাপ্ত ২০২৩ হিসাব বছরে স্ট্যান্ডার্ড সিরামিকসের শেয়ারপ্রতি নিট দায় হয়েছে ১৪ টাকা ৮২ পয়সা। আলোচ্য হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটির পর্ষদ।

সর্বাধিক পঠিত

Exit mobile version