আবাসন সংবাদ

নিউ ইয়র্কে ইউএসবিসিসিআই-এর মেলায় সম্মানিত হলেন ১১ বাংলাদেশি আবাসন ব্যবসায়ী

Published

on

নিউ ইয়র্কে আবাসন মেলা করেছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি আবাসন ব্যবসায়ীদের সংগঠন ‘ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ (ইউএসবিসিসিআই)।

শনিবার নিউ ইয়র্কে লাগার্ডিয়া বিমানবন্দরের কাছে ম্যারিয়ট হোটেলে ‘মর্টগেজ ডিপোট টিম বেইলি প্রেজেন্টেড ইউএসবিসিসিআই রিয়েল  এস্টেট এক্সপো-২০২৪’ শিরোনামে এ মেলা অনুষ্ঠিত হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়, এ মেলায় ১১ বাংলাদেশি আবাসন ব্যবসায়ীকে সম্মাননা দেওয়া হয়।

আয়োজক সংস্থাটির পরিচালক শেখ ফরহাদের সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য দেন সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. লিটন আহমেদ।

তিনি বলেন, “এ ধরনের মেগা ইভেন্ট শুধু ব্যবসার সুবিধা বৃদ্ধিই করে না, বরং সামাজিক অর্থনৈতিক উন্নতির জন্যও অবদান রাখে। এটি ব্যবহার করে নেটওয়ার্ক তৈরি, জ্ঞান আদান-প্রদান এবং সফল ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা সম্ভব। এই ইভেন্ট রিয়েল এস্টেট শিল্পের উদ্ভাবন, সহযোগিতা এবং সাফল্যের এক নতুন মাপকাঠি হিসেবে বিবেচিত হয়।”

Advertisement

বিশেষ অতিথির বক্তব্য দেন কুইন্স চেম্বার অব কমার্সের সভাপতি ও প্রধান কার্যনির্বাহী টমাস জে গ্রেচ, নিউ ইয়র্ক সিটির মেয়র অফিসের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মো. মীর বাশার এবং নিউ ইয়র্ক সিটি ভবন বিভাগের সহকারী কমিশনার জেমেল ইসিডোর এসকিউ।

মেলায় আবাসন বিষয়ক মোট ছয়টি প্যানেল সেশন অনুষ্ঠিত হয়।

এগুলো হলো- ‘এআই ব্যবহারের ভবিষ্যতের প্রেক্ষিত’, ‘বাণিজ্যিক ল্যান্ডস্কেপ: প্রবণতা, সুযোগ এবং চ্যালেঞ্জ’, ‘ইসলামিক ফাইন্যান্সিং: বাড়ি ক্রেতাদের জন্য একটি নির্দেশিকা’, ‘এনআরএ কমিশন পরিবর্তন এবং বর্তমান বাজারের জন্য আইনি, কর এবং বীমা কৌশল’, ‘প্রথমবার বাড়ির ক্রেতা: আপনার প্রথম ক্রয় নেভিগেট করা’ এবং ‘কোনো নথি এবং কোনো ট্যাক্স রিটার্ন লোন ছাড়াই আবাসিক বিনিয়োগ’।

সর্বাধিক পঠিত

Exit mobile version