আবাসন সংবাদ

বৈরী আবহাওয়ার কারণে বসুন্ধরা আবাসিক এলাকায় জেমস প্রপার্টি ফেয়ার স্থগিত

Published

on

বৈরী আবহাওয়ার কারণে জেমস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান রিয়েল এস্টেট কোম্পানি জেমস কনট্রাকশনস লিমিটেডের উদ্যোগে আয়োজিত রাজধানীর বসুন্ধরার আবাসিক এলাকায় অনুষ্ঠেয় ‘জেমস প্রপার্টি ফেয়ার-২০২৪’ স্থগিত করা হয়েছে।

সোমবার সকালে কোম্পানির পক্ষ থেকে এক ঘোষণায় এই তথ্য জানানো হয়।

মেলা স্থগিত প্রসঙ্গে জেমস কনট্রাকশনস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এম কে আনোয়ার জানিয়েছেন, চলমান অতিবৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে আগামী ৪-৬ জুলাই ‘জেমস আরিয়ানা লফট্স’-এ অনুষ্ঠেয় ‘জেমস প্রপার্টি ফেয়ার ২০২৪’ আপাতত স্থগিত করা হলো। ফেয়ারের পরবর্তী তারিখ জানিয়ে দেওয়া হবে।

>>আরও পড়ুন: বসুন্ধরা আবাসিক এলাকায় জেমস প্রপার্টি ফেয়ারে সুলভ মূল্যে অ্যাপার্টমেন্ট ও ফ্ল্যাট কেনার সুযোগ

এর আগে কোম্পানিটি স্বপ্নবাজ ও আগ্রহী ক্রেতাদের সহজে স্বপ্নের অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট খুঁজে পাওয়ার সুযোগ করে দিতে রাজধানীর আবাসিক এলকা বসুন্ধরাতে ৩ দিনের ‘জেমস প্রপার্টি ফেয়ার-২০২৪’ আয়োজনের ঘোষণা দেয়।

Advertisement

ওই ঘোষণা বলা হয়েছিল বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ১০টায় জেমস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান রিয়েল এস্টেট কোম্পানি জেমস কনট্রাকশনস লিমিটেডের উদ্যোগে রাজধানীর বসুন্ধরার আবাসিক এলাকায় ব্লক আইয়ের ১৫এ নম্বর রোডের ৯৮৩ নম্বর প্লটের আরিয়ানা লফটসে এই একক আবাসন মেলা শুরু হবে। চলবে শনিবার (৬ জুলাই) পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে মেলা চলবে রাত ৭টা পর্যন্ত।

সর্বাধিক পঠিত

Exit mobile version