আবাসন সংবাদ

ইউরোপে ১ বছরে আবাসন খরচ বেড়েছে ৫৪ শতাংশ

Published

on

ইউরোপে এক বছরে আবাসন খরচ বেড়েছে ৫৪ শতাংশ পর্যন্ত। এমন পরিস্থিতিতে এক-তৃতীয়াংশের বেশি ইউরোপীয় তাদের আবাসন ব্যয় মেটাতে পারছেন না। আবাসন খরচ বাড়ার নেতিবাচক প্রভাব পড়েছে ইউরোপীয়দের জীবনযাত্রাতেও।

আরই/এমএএক্স ইউরোপের এক জরিপের বরাতে ইউরো নিউজ জানিয়েছে, করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ সাম্প্রতিক ঘটনাপ্রবাহে বিশ্বব্যাপী বেড়েছে মূল্যস্ফীতি। পাশাপাশি বেড়েছে জ্বালানির দাম। এর মধ্যেই ইউরোপে আবাসন খরচ বেড়েছে। এমনকি, বর্তমানে প্রতি ১০ জনের একজন ইউরোপিয়ান খাদ্য ও মৌলিক চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন।

ইউরোপীয়দের এক-তৃতীয়াংশের বেশি বা ৩৭ শতাংশ জানিয়েছেন, আবাসন ব্যয় জোগাড় করতে পারলেও বেশ কঠিন সময় পার করছেন তারা। আর প্রায় এক-পঞ্চমাংশ বা ১৯ শতাংশ মানুষ মনে করেন, খরচ মেটাতে রীতিমতো তাদের সংগ্রাম করতে হচ্ছে। ইউরোপীয়রা বলছেন, তাদের আয়ের ৩৮ শতাংশ অর্থ খরচ হয় আবাসনে। এরমধ্যে সর্বোচ্চ ৪৩ শতাংশ খরচ করতে হয় স্লোভেনিয়াবাসীকে। আর ৪২ শতাংশ নিয়ে দ্বিতীয় অবস্থানে পর্তুগাল।

জরিপে ৮০ শতাংশ অংশগ্রহণকারী জানিয়েছেন, ক্রমবর্ধমান আবাসন খরচ মেটাতে তারা খরচ কমাতে শুরু করেছেন। বিনোদন ও শৌখিন কেনাকাটা বাদ দিয়েছেন ৪০ শতাংশ মানুষ। এ ছাড়া, ১৬ শতাংশ পরিবার খাবারের খরচ কমিয়েছেন। সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রায় অর্ধেক বা ৪৮ শতাংশ ইউরোপীয়র ধারণা, আগামী ১ বছরে আবাসন ব্যয় আরো বাড়তে পারে। এমন পরিস্থিতিতে, জীবনযাপনে আরো পরিবর্তন আনার কথা ভাবছেন ইউরোপীয়রা।

সূত্র: রয়টার্স

Advertisement

সর্বাধিক পঠিত

Exit mobile version