আবাসন সংবাদ

রিয়েল ক্যাপিটা গ্রুপের নতুন সেলস অফিস উদ্বোধন

Published

on

রিয়েল ক্যাপিটা গ্রুপ গুলশানে নতুন সেলস অফিস উদ্বোধন করেছে। বাংলাদেশে রিয়েল এস্টেট সেক্টরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রিয়েল ক্যাপিটা গ্রুপ ব্যবসায়িক সম্প্রসারণের অংশ হিসেবে রাজধানীর নতুন সেলস অফিস উদ্বোধন করে। উদ্বোধনের পরে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

গত ৩০ মার্চ নাফী টাওয়ার এর ১৯ তলায় (প্রাক্তন রবি টাওয়ার) ৫৩, গুলশান এভিনিউ, গুলশান, ঢাকায় নতুন সেলস অফিস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপের চেয়ারম্যান মানজুর আহমেদ সোহান, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আরিফুজ্জামানসহ গ্রুপের অন্যান্য সকল পরিচালকবৃন্দ ও উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্যম “আজ ও আগামীর পথে….” এই মূলমন্ত্র নিয়ে রিয়েল ক্যাপিটা গ্রুপ ২০১৭ সাল থেকে যাত্রা শুরু করে। নিরাপদ আবাসনের জন্য ইতিমধ্যে নির্ভরশীল হয়ে ওঠা এই প্রতিষ্ঠান গ্রাহককে সঠিক সময়ে নির্দিষ্ট আবাসন হস্তান্তর করার জন্য নিরলসভাবে কাজ করছে।

রিয়েল ক্যাপিটা আবাসন খাতের পাশাপাশি দেশে অন্যান্য ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ বাড়াচ্ছে। কর্মসংস্থানেও ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি।
সুনামের সঙ্গে ব্যবসা করার সঙ্গে সামাজিক কর্মকান্ড বিশেষ করে দু:স্থ এবং অসহায় মানুষকে সেবা ও সহায়তা দিচ্ছে রিয়েল ক্যাপিটা।

সর্বাধিক পঠিত

Exit mobile version