আবাসন সংবাদ

বাংলাদেশ ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি ওনার্স অ্যাসোসিয়েশনের সভা

Published

on

বাংলাদেশ ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি ওনার্স অ্যাসোসিয়েশনের (বিডকোয়া) সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি কনফারেন্স হলে এ সভার আয়োজন করা হয়।

বিডকোয়া’র আহ্বায়ক মোহাম্মদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার ফরহাদুল ইসলামের সঞ্চালনায় সভায় সিনিয়র সহ-সভাপতি এস এম রেজাউল হক, সহ-সভাপতি মোহাম্মদ শাহরিয়ার খান, যুগ্ম-সম্পাদক সাবিত হোসেন ও মোহাম্মদ রফিকুল ইসলাম (ইমন), সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান সজিবসহ এসোসিয়েশনের ইসি মেম্বার ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি ওনার্স এসোসিয়েশনের সাধারণ সভা

সভায় অ্যাসোসিয়েশনের সংঘস্মারক ও সংঘবিধি অনুমোদনের জন্য উপস্থাপন করেন প্রণয়ন কমিটির আহবায়ক সাইদুল ইসলাম।

পরে সদস্যদের আলোচনা-পর্যালোচনা ভিত্তিতে সংঘ স্মারক ও সংঘবিধি অনুমোদিত হয়।

Advertisement

সর্বাধিক পঠিত

Exit mobile version