আবাসন সংবাদ

প্রিমিয়াম ভ্যালিতে সুলভ মূল্যে জমি কেনার সুযোগ

Published

on

ক্ষণস্থায়ী জীবনে মানুষ কতই না স্বপ্ন দেখে থাকেন। কিছু মানুষ স্বপ্ন দেখেন রাজধানীর আশপাশে কোথাও তিন বা চার কাঠা জমি কিনে ঢাকায় স্থায়ীভাবে বসবাস করতে। আজীবন ভাড়াটিয়া হিসেবে অন্যের বাসায় থেকে বাড়ির মালিককে বছরের পর বছর লক্ষ লক্ষ টাকা না দিয়ে সে টাকা দিয়ে পরিকল্পনা করে জমি কিনে স্বপ্নের একটা বাড়ি বানাতে।

যারা এমন স্বপ্ন দেখছেন, ভবিষ্যতে ঢাকায় তিন বা চার কাঠা জমি কিনে স্থায়ীভাবে বসবাস করার কথা ভাবছেন তাদের জন্য প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেড দিচ্ছে সুখবর। প্রতিষ্ঠানটি ঢাকার অদূরে স্বপ্নের পদ্মা সেতুর পাশে ‘প্রিমিয়াম ভ্যালি’ প্রকল্পে সুলভ ‍মূল্যে প্লট কিনে বাড়ি করার সুযোগ করে দিচ্ছে।

প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রওশন আল মাহমুদ বলেন, আমাদের তিনটি প্রকল্প রয়েছে। একটা ‘পূর্বাচল প্রিমিয়াম গার্ডেন’, ‘পূর্বাচল প্রিমিয়াম টাউন’ ও ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে ‘প্রিমিয়াম ভ্যালি’। ঢাকা-মাওয়া এক্সপ্রেস হাইওয়ে থেকে ২ মিনিটের দূরত্বে ‘প্রিমিয়াম ভ্যালি’ প্রকল্পের অবস্থান। এটি খুবই মানসম্মত একটি প্রকল্প। চমৎকার লোকেশন, মনোরম পরিবেশ। স্বপ্নের পদ্মা সেতু ২১টি জেলাকে যুক্ত করে নতুন যুগের সূচনা করেছে। অর্থনৈতিক ও বাণিজ্যিকভাবে এই অঞ্চলকে করেছে সমৃদ্ধশালী।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বলেন, যারা ভবিষ্যতে ঢাকায় জমি কিনে স্থায়ীভাবে বসবাস করার কথা ভাবছেন তারা ‘প্রিমিয়াম ভ্যালি’তে প্লট কিনে আপনি এবং আপনার ভবিষ্যৎ প্রজন্ম হতে পারেন উন্নত আধুনিক শহরের অংশীদার। যেখানে সর্বনিম্ন মূল্য পরিশোধের সাথে সাথেই গ্রাহকের প্লটটি রেজিস্ট্রি করে দেওয়া হয়।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘প্রিমিয়াম ভ্যালি’তে সাশ্রয়ী মূল্যে বসবাসের উপযোগী জমি, কাঠা প্রতি মাসিক কিস্তি ৫০০০ টাকায় (সেক্টর ৩) পাওয়া যাচ্ছে। বিক্রির জন্য প্রস্তুতকৃত প্লট পাওয়া যাচ্ছে ৩, ৫ ও ১০ কাঠা পরিমাণে।

Advertisement

প্রিমিয়াম ভ্যালিতে জমি কিনলে মিলেবে যেসব সুবিধা
ঢাকা-মাওয়া এক্সপ্রেস হাইওয়ে থেকে ২ মিনিটের দূরত্বে প্রিমিয়াম ভ্যালি প্রকল্পের অবস্থান। তথ্যপ্রযুক্তির এই যুগে আধুনিকভাবে জীবনযাপনের জন্য রয়েছে সব ধরনের নাগরিক ‍সুযোগ-সুবিধা। চারদিকে রয়েছে মানুষের বসবাস। রয়েছে উন্নত ও অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা। প্রকল্পের উভয়দিকে রয়েছে সরকারি প্রশস্ত রাস্তা। আগ্রহী ক্রেতা জমি কিনে মূল্য পরিশোধের সাথে সাথে সাফ-কবলা দলিলসহ রেজিস্ট্রেশন করে দেওয়ার রয়েছে উন্নত ও মানসম্মত ব্যবস্থা।

যারা প্রিমিয়াম ভ্যালি প্রকল্পের জমি কিনতে আগ্রহী তাদেরকে 01321216225 ও 01321216226 মোবাইল নম্বরে যোগাযোগ করতে হবে। আরও বিস্তারিত জানা যাবে প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেডের অফিসিয়াল ফেসবুকের এই ঠিকানায়

সর্বাধিক পঠিত

Exit mobile version