অর্থ ও বাণিজ্য

৬ কোটি ডলারের বাড়ি বিক্রি হচ্ছে হলিউড তারকা দম্পতির

Published

on

হলিউড তারকা দম্পতি বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ দর্শক ও ভক্তদের কাছে ‘বেনিফার’ নামে পরিচিতি। সম্প্রতি এ জুটির বিচ্ছেদের গুঞ্জন উঠেছে। সে গুঞ্জনের উত্তাপ বাড়িয়ে দিয়েছে তাদের ৬ কোটি ডলারের বাড়ি বিক্রির ঘোষণা।

দুই বছরেরও বেশি সময় ধরে নতুন বাড়ি খুঁজছিলেন বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ। এরপর গত বছর বেভারলি হিলসের ছয় একরের বাড়িটি কেনেন। তাদের বিলাসবহুল প্রাসাদটি পাহাড়ের ওপর হওয়ায় গোপনীয়তা সুরক্ষার জন্য ছিল শতভাগ ঠিকঠাক। ৮০টি গাড়ির জন্য পার্কিং সুবিধাসহ ১৭ বেডরুমের এ বাড়িতে রয়েছে ৩০টি বাথরুম।

এখান থেকে দেখা যায় লস অ্যাঞ্জেলেসের মনোরম প্রাকৃতিক দৃশ্য। বাড়িটি পুনর্নির্মাণ করেছিল ওয়ালিংফোর্ড এস্টেট। সেখানে রয়েছে বাস্কেটবল, পিকেলবল, পুল, জিম, বক্সিং রিং, স্পোর্টস বার, আউটডোর লাউঞ্জিং এরিয়াসহ ইনডোর স্পোর্টস কমপ্লেক্স। ম্যানশনটি ২০১৮ সালে বিক্রির জন্য সংশ্লিষ্ট সংস্থার কাছে তালিকাভুক্ত হয়। এক পর্যায়ে ১৩ কোটি ৫০ লাখ ডলার মূল্য চাওয়া হলেও বেনিফার দম্পতি এর অর্ধেক দামে কিনে নেন।

বর্তমানে বেন অ্যাফ্লেক এ বাড়িতে থাকেন না। তার ভাড়া বাড়িটি এখান থেকে কয়েক মাইল দূরেই অবস্থিত। জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের প্রথম পরিচয় ও সম্পর্ক দুই দশক আগে। ওই সময় বাগদানে গিয়েও সম্পর্ক বিয়েতে গড়ায়নি। এরপর একাধিক বিয়ে ও বিচ্ছেদের মাঝে গেছেন দুই তারকা।

দুই বছর আগে নাটকীয়ভাবে তাদের সম্পর্কের নতুন অধ্যায় শুরু হয়, তা পরিণয়ে রূপ নেয়। পেশাগত ক্ষেত্রে ‘দি অ্যাকাউন্ট্যান্ট টু’ সিনেমা নিয়ে ব্যস্ত বেন অ্যাফ্লেক। অন্যদিকে সম্প্রতি বাতিল হয়ে গেছে জেনিফার লোপেজের সিরিজ কনসার্ট। সূত্র: ফক্স বিজনেস

Advertisement

সর্বাধিক পঠিত

Exit mobile version