আবাসন সংবাদ

ঢাকায় বাড়ি করতে চান, পূর্বাচলে প্রিমিয়াম টাউনে মিলছে সুলভ মূল্যের জমি

Published

on

সারা দেশ থেকে চাকরির সুবাদে ঢাকায় এসে দীর্ঘ দিন ধরে বসবাস করছেন অসংখ্য মানুষ। ভাড়াটিয়া হিসেবে অন্যের বাসায় থেকে বাড়ির মালিককে বছরের পর বছর লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন। এমন চাকরিজীবীরা যারা রাজধানীর আশপাশে কোথাও তিন বা পাঁচ কাঠা জমি কিনে ঢাকায় স্থায়ীভাবে বসবাস করার স্বপ্ন দেখছেন তাদের জন্য প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেড দিচ্ছে সুখবর।

প্রতিষ্ঠানটি ঢাকার পূর্বাঞ্চলে ‘প্রিমিয়াম টাউন’ প্রকল্পে সুলভ ‍মূল্যে প্লট কিনে বাড়ি করার সুযোগ করে দিচ্ছে। যারা ঢাকায় বাড়ি করার কথা ভাবছেন তারা ‘প্রিমিয়াম টাউন’তে প্লট কিনে হতে পারেন উন্নত আধুনিক শহরের অংশীদার।

প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রওশন আল মাহমুদ বলেন, আমাদের তিনটি প্রকল্প রয়েছে। একটা ‘পূর্বাচল প্রিমিয়াম টাউন’, ‘পূর্বাচল প্রিমিয়াম গার্ডেন’ ও ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে ‘প্রিমিয়াম ভ্যালি’। এই তিনটি প্রকল্পের মধ্যে ঢাকার মধ্যেই রয়েছে ‘প্রিমিয়াম টাউন’ প্রকল্পটি। এটি রাজউক প্রকল্পের পাশেই। পূর্বাচল সেক্টর সংলগ্ন প্রকল্প। ঠিক যেনো পূর্বাচল বর্ধিতাংশ।

>> আরও পড়ুন: প্রিমিয়াম ভ্যালিতে সুলভ মূল্যে জমি কেনার সুযোগ 

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বলেন, আপনারা জেনে খুশি হবেন যে, প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেডের প্রকল্পগুলো ১০০% প্রাকৃতিকভাবে বাড়ি করার উপযোগী। আর এশিয়ার অন্যতম বৃহত্তম পরিকল্পিত নগরী রাজউক পূর্বাচলের কাছে। ‘প্রিমিয়াম টাউন’ পূর্বাচল মেট্রোরেল, ইকো-পার্ক ও বাণিজ্য মেলার স্থায়ী ভেন্যুর পাশে। ১১১ তলা বঙ্গবন্ধু ট্রাই টাওয়ারে কাছে। প্রকল্পের চারদিকে সরকারি রাস্তা সম্বলিত একমাত্র প্রকল্প। ওই এলাকায় সকল সুযোগ-সুবিধাসহ নাগরিক বসবাস করছে। নিষ্কন্টক জমি, এককালীন স্বল্প দামে নিজ নামে জমির সাফ-কবলা দলিলসহ রেজিস্ট্রেশন করে দেওয়ার রয়েছে উন্নত ও মানসম্মত ব্যবস্থা। আরও রয়েছে সহজ শর্তে এককালীন ও স্বল্প মেয়াদী কিস্তি সুবিধা।

Advertisement

রওশন আল মাহমুদ আরও বলেন, এখানে সাশ্রয়ী মূল্যে বসবাসের উপযোগী বিক্রির জন্য প্রস্তুতকৃত প্লট পাওয়া যাচ্ছে ৩, ৫ ও ১০ কাঠা পরিমাণে। ‘প্রিমিয়াম টাউন’ প্রকল্পটিতে ১০% ডাউন পেমেন্ট দিয়ে সাশ্রয়ী মূল্যে বসবাসের উপযোগী জমি পাওয়া যাচ্ছে। এখানে কাঠা প্রতি মাসিক ৬০০০ টাকা দীর্ঘ মেয়াদী কিস্তিতেও জমি কেনার সুযোগ রয়েছে। বিক্রির জন্য প্রস্তুতকৃত প্লট পাওয়া যাচ্ছে ৩, ৫ ও ১০ কাঠা পরিমাণে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘প্রিমিয়াম টাউন’ প্রকল্পটিতে রয়েছে কোম্পানির নিজস্ব পরিবহন সেবায় সপ্তাহের যেকোনো দিন প্রকল্প পরিদর্শনের সুবিধা। অন্যান্য প্রকল্পের তুলনায় দামও হাতের নাগালে। দুই দশকে ঢাকায় জমির দাম বেড়েছে ২৭ গুণেরও বেশি। তাই যারা ঢাকায় জমি কিনে স্বপ্নের বাড়ি করার কথা ভাবছেন তারা আর দেরি না করে, যত দ্রুত সম্ভব পূর্বাচলে আমাদের প্লট বুকিং করতে পারেন।

যারা ‘প্রিমিয়াম টাউন’ প্রকল্পের জমি কিনতে আগ্রহী তাদেরকে 01321216225 ও 01321216226 মোবাইল নম্বরে যোগাযোগ করতে হবে। আরও বিস্তারিত জানা যাবে প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেডের অফিসিয়াল ফেসবুকের এই ঠিকানায়

সর্বাধিক পঠিত

Exit mobile version