আবাসন সংবাদ

স্বপ্নধরার ‘প্লট ফার্মিং’ পেল ম্যাড স্টারস-এর গ্র্যান্ড প্রিক্স

Published

on

বাংলাদেশের রিয়েল এস্টেট খাতে নতুন ইতিহাস গড়লো স্বপ্নধরা আবাসন প্রকল্প। দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ম্যাড স্টারস অ্যাওয়ার্ডস ২০২৫ এ স্বপ্নধরার উদ্ভাবনী উদ্যোগ ‘প্লট ফার্মিং’ অর্জন করেছে সর্বোচ্চ সম্মাননা গ্র্যান্ড প্রিক্স। ভিন্ন ধারার কাজের মাধ্যমে দেশের আবাসন প্রকল্পের টেকসই ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কাজ করছে স্বপ্নধরা।

ম্যাডস্টার প্রতিযোগিতায় ৬৩টি দেশ থেকে জমা পড়েছিল ২০,০০০-এরও বেশি কাজ। ‘প্লট ফার্মিং’ ক্যাম্পেইনটি এসডিজি (সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস): সাসটেইনেবল সিটিজ এবং নো পোভার্টি ক্যাটেগরিতে গ্র‍্যান্ড প্রিক্স ও গোল্ড বিজয়ী হয়। এই অর্জন নিঃসন্দেহে বাংলাদেশের গর্ব।

‘প্লট ফার্মিং’ প্রকল্পে অব্যবহৃত হাউজিং প্লটকে রূপান্তর করা হয়েছে আবাদি জমিতে। এই উদ্যোগের ফলে ভূমিহীন কৃষকরা পেয়েছে চাষ করার সুযোগ, হচ্ছেন লাভবান, জমির মালিকরা পেয়েছেন বাড়তি আয়, আর শহরবাসী পেয়েছে নিজের আশপাশের জমিতেই উৎপাদিত তাজা শাকসবজি। শতাব্দীপ্রাচীন ‘বর্গাচাষ’ প্রথাকে আধুনিক রূপ দিয়ে রিয়েল এস্টেট ও কৃষির মধ্যে মেলবন্ধন তৈরি করেছে এই প্রজেক্ট।

অব্যবহৃত জমিকে আবাদি জমিতে রূপান্তরিত করে স্বপ্নধরা প্রমাণ করেছে, শহরায়ণ ও কৃষি একসাথে এগোতে পারে। প্রকল্পটির আইডিয়া ও বাস্তবায়নে সহযোগিতা করেছে বাংলাদেশের বিজ্ঞাপন সংস্থা পপ ফাইভ। এই সম্মাননা শুধু স্বপ্নধরা বা পপ ফাইভ-এর নয়, বরং বাংলাদেশের রিয়েল এস্টেট ও বিজ্ঞাপন শিল্পের জন্যও এক বড় অর্জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 1 =
Powered by MathCaptcha

সর্বাধিক পঠিত

Exit mobile version