আবাসন সংবাদ

রাজউকের নতুন ড্যাপ নীতিমালা রিয়েল এস্টেট খাতকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে

Published

on

বাংলাদেশের অর্থনীতিতে রিয়েল এস্টেট খাতের অবদান শীর্ষক গবেষণার প্রথম পর্বের সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রিহ্যাব সচিবালয়ে রিয়েল এস্টেট রিসার্চ কমিটির উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

রিয়েল এস্টেট রিসার্চ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও রিহ্যাবের পরিচালক ড. মো. হারুন অর রশিদের সভাপতিত্বে সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিহ্যাব প্রেসিডেন্ট মো: ওয়াহিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুপারভাইজার প্রফেসর ড. আবুল কালাম আজাদ, সুপারভাইজার ড. আমান উদ্দিন মুজাহিদ, সুপার ভাইজার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মাদ মাহবুব কায়সার প্রমুখ।

অনুষ্ঠানে রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) আব্দুর রাজ্জাক, প্রেস এ্যান্ড মিডিয়া কমিটির চেয়ারম্যান মুহাম্মদ লাবিব বিল্লাহ্ সহ রিসার্চ স্ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সেমিনারে কার্যাদেশ প্রাপ্ত ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রিসার্চ এর প্রস্তুতকৃত তথ্য উপাত্তের উপর আলোচনা ও রিসার্চ সুপারভাইজারদের মন্তব্য ও পরামর্শ গ্রহণ করা হয়।

Advertisement

এ খাতটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এটি নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা হয়ে থাকে। দ্রুত নগরায়ণ, মধ্যবিত্ত শ্রেণির বিকাশ এবং প্রবাসীদের রেমিট্যান্সের মতো কারণে আবাসন খাতের চাহিদা বাড়ছে, যা জিডিপিতে বড় অবদান রাখে এবং কর্মসংস্থান সৃষ্টি করে। তবে, নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধি, অর্থনৈতিক চাপ এবং রাজউকের নতুন ড্যাপ নীতিমালা এই খাতকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 3 =
Powered by MathCaptcha

সর্বাধিক পঠিত

Exit mobile version