আবাসন সংবাদ

ইনস্টিটিউট অব প্ল্যানার্সের নেতৃত্বে আরিফুল-মোসলেহ উদ্দিন

Published

on

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-এর ১৭তম কার্যনির্বাহী পরিষদ (২০২৬–২০২৭) নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। গত শুক্রবার (২১ নভেম্বর) ঢাকার প্ল্যানার্স টাওয়ারে অবস্থিত বিআইপির কার্যালয়ে এ নির্বাচনের আয়োজন করা হয়।

এবারের নির্বাচনে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পরিকল্পনাবিদ ড. মু. মোসলেহ উদ্দীন হাসান। ভাইস প্রেসিডেন্ট–১ পদে নির্বাচিত হয়েছেন পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান এবং ভাইস প্রেসিডেন্ট–২ পদে নির্বাচিত হয়েছেন পরিকল্পনাবিদ ড. ফারহানা আহমেদ।

এ ছাড়া যুগ্ম সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন পরিকল্পনাবিদ কাজী সালমান হোসেন। ট্রেজারার হয়েছেন পরিকল্পনাবিদ আবু ছালেহ মো. শহীদুল্লাহ। বোর্ড মেম্বার (প্রফেশনাল অ্যাফেয়ার্স) হিসেবে নির্বাচিত হয়েছেন পরিকল্পনাবিদ মো. রিমন আহমেদ আসিফ। বোর্ড মেম্বার (একাডেমিক অ্যাফেয়ার্স) পদে নির্বাচিত হয়েছেন পরিকল্পনাবিদ শুভ কান্তি পোদ্দার। গবেষণা ও প্রকাশনা–বিষয়ক বোর্ড মেম্বার হয়েছেন পরিকল্পনাবিদ হোসনে আরা। ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল লিয়াঁজো পদে দায়িত্ব পেয়েছেন পরিকল্পনাবিদ তালহা তাসনিম এবং মেম্বারশিপ অ্যাফেয়ার্স–এর বোর্ড মেম্বার নির্বাচিত হয়েছেন পরিকল্পনাবিদ সাদী মোহাম্মদ হারুন।

নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার পরিকল্পনাবিদ ড. মহসিন উদ্দীন আহমেদ নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা প্রদান করায় সকল পরিকল্পনাবিদ সদস্যদের ধন্যবাদ জানান। তিনি বলেন, সদস্যদের অংশগ্রহণ নির্বাচনকে উৎসবমুখর করেছে।

বিআইপির নবনির্বাচিত প্রেসিডেন্ট পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের পরিকল্পনা পেশাকে আরও শক্তিশালী করা প্রয়োজন। তিনি জানান, নীতিনির্ধারণী পর্যায়ে পরিকল্পনাবিদদের মতামত পৌঁছে দিতে এবং পরিকল্পনা পেশার সম্প্রসারণে বিআইপি আগামী দিনে দৃঢ় ভূমিকা পালন করবে।

Advertisement

নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট–১ পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান বলেন, দেশের পরিকল্পিত ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নবগঠিত কার্যনির্বাহী পরিষদ পেশাগত দায়বদ্ধতা নিয়েই কাজ করবে।

বিআইপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ ড. মুঃ মোসলেহ উদ্দীন হাসান বলেন, দেশ নির্মাণে বিআইপি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তিনি জানান, নগর ও গ্রামীণ সব এলাকার পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিআইপি আরও সক্রিয় ভূমিকা পালন করবে।

নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনের সদস্যদের মধ্যে উৎসাহ–উদ্দীপনা ছিল লক্ষণীয়। নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন পরিকল্পনাবিদরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

71 + = 78
Powered by MathCaptcha

সর্বাধিক পঠিত

Exit mobile version