জার্মানিভিত্তিক বহুজাতিক সিমেন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠান হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড সম্প্রতি নাম পরিবর্তন করেছে।
প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী তাদের রিব্র্যান্ডিং কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশে এখন থেকে নতুন নাম ‘হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি’ হিসেবে পণ্য বাজারজাত করবে।
প্রতিষ্ঠানটির এমডি জোসে মার্সেলিনো উগার্তে বলেছেন, ‘নাম পরিবর্তিত হলেও পণ্যের গুণ-মানের ধারাবাহিকতা রক্ষায় আমরা সব সময়ের মতোই সচেষ্ট। শুধু সিমেন্টই নয়, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের মাধ্যমে আমরা ক্রেতাদের সঙ্গে নিয়ে গড়ে তুলতে চাই সমৃদ্ধ আগামী।’