রাজধানীর রিয়েল এসস্টেট কোম্পানিগুলো তাদের প্রকল্পের রেডি প্লট ও ফ্র্যাটগুলোর সাথে আগ্রহী ও স্বপ্নবাজ ক্রেতাদের পরিচয় করিয়ে দিতে এবং আবাসন খাতের বিভিন্ন ব্যবসা নগরবাসীর সামনে তুলে ধরতে শুরু হলো ‘পুরান ঢাকা আবাসন মেলা ২০২৪’।
রাজধানীতে অবস্থানরত নগরবাসীকে রেডি প্লট ও ফ্র্যাট কেনার স্বপ্ন পূরণে সহায়তা করতে এবং আগ্রহী ক্রেতাদের সহজে জমির প্লট খুঁজে পাওয়ার সুযোগ করে দিতেই এই মেলার অয়োজন বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনাল।
বৃহস্পতিবার (৬ জুন) সকাল ১০টায় বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনালের আয়োজনে ঢাকার ওয়ারীর গ্র্যান্ড তাজ বুফে কনভেনশন সেন্টার এ কে ফেমাস টাওয়ার (আড়ং বিল্ডিং), ৪১ র্যাঙ্কিন স্ট্রিটের মিলনায়তনে এই মেলা শুরু হয়।
ফিতা কেটে মেলা উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ রায়হান কাওছার। এস সময় উপস্থিত ছিলেন বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনাল সিইও মো. ইসলাম শেখ এবং অংশগ্রহণকারী আবাসন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
ঢাকায় চাকরি করে টাকা জমিয়ে অনেকেই স্বপ্ন দেখছেন যাদুর নগরী ঢাকার আশপাশে কোথাও তিন বা পাঁচ কাঠা জমি কিনে ঢাকায় স্থায়ীভাবে বসবাস করার। কিন্তু তারা জানেন না কোথায় গেলে, কোন রিয়েল এস্টেট কোম্পানির কাছে গেলে মিলবে সঠিক ও কাঙ্ক্ষিত স্বপ্নের সেই প্লটের সন্ধান। ‘পুরান ঢাকা আবাসন মেলা ২০২৪’-এ মিলবে সঠিক রিয়েল এস্টেট কোম্পানির সন্ধান।
>>আরও পড়ুন: পুরান ঢাকা আবাসন মেলায় এসেন্ড গ্রুপের চার প্রকল্পে ৩০% মূল্য ছাড়
আয়োজকরা জানিয়েছে, তিন দিনব্যাপী ওয়ারী আবাসন মেলা ২০২৪-এ থাকছে ঢাকা , পূর্বাচল , কেরানীগঞ্জ , মাওয়া হাইওয়ে রোড এর বিভিন্ন আবাসন কোম্পানির প্লট, ফ্ল্যাট, কমার্শিয়াল স্পেস এবং কক্সবাজার, কুয়াকাটা, গাজীপুরসহ বিভিন্ন পর্যটন এরিয়াতে বিভিন্ন রিসোর্ট ও ৫ তারকা হোটেল-এর শেয়ার অথবা মালিকানার সুযোগ।
মেলায় ছাড় ও অফারের বিষয়ে আয়োজকরা আরও জানিয়েছে, মেলায় বিভিন্ন আবাসন প্রতিষ্ঠানের পক্ষ থেকে থাকছে ১০ থেকে ৩০% বিশেষ মূল্য ছাড় এবং বিভিন্ন ধরণের আকর্ষণীয় উপহার সামগ্রী।
মেলায় টাইটেল স্পন্সর ভাইয়া হাউজিং লিমিটেড, গোল্ড স্পন্সর-এইচ আর গ্রুপ, ওয়েল কেয়ার গ্রুপ, মারমেইড গ্রুপ, কো-স্পন্সর-প্রিমিয়াম হোল্ডিংস, শালবন ইকো রিসোর্টস এবং আই জি এল গ্রুপ, এম আই গ্রুপ সহ আরও অন্যান্য আবাসন প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।
মেলার যেকোনো বিষয়ে জানা যাবে ফেসবুকে এই ঠিকানায়। ওয়েব সাইটে দেখা যাবে এই ঠিকানায়।
প্রতিদিন মেলা সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত। বিনা মূল্যে মেলায় প্রবেশ করা যাবে। সবার জন্য মেলা উন্মুক্ত। মেলা চলবে ৮ জুন, শনিবার রাত ৮টা পর্যন্ত।