Connect with us
<

ভিডিও

প্রিমিয়াম হোল্ডিংসের পিঠা উৎসব ও একক আবাসন মেলা অনুষ্ঠিত

প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেড এর আয়োজনে ৪ দিনব্যাপী পিঠা উৎসব ও একক আবাসন মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলা উপলক্ষ্যে প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেড এর গুলশানের নিজস্ব কার্যালয়ে নানা আয়োজন করা হয়।

রাজধানীর প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেডের পিঠা উৎসব ও একক আবাসন মেলা ২৫ জানুয়ারী হইতে ২৮ জানুয়ারী পর্যন্ত প্রিমিয়াম হোল্ডিংসের গুলশান ১ এর নিজস্ব কার্যালয়ে ৪ দিন ব্যাপাী এই পিঠা উৎসব ও একক আবাসন মেলার কেক কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন কোম্পানির চেয়ারম্যান মোস্তাফিজুল হুদা।

জমকালো এ আয়োজনে উপস্থিত ছিলেন প্রিমিয়াম হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক রওশন আল মাহমুদ। কোম্পানির পরিচালক নাজনিন আক্তারের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেডের উপদেষ্টা নুরুল ইসলাম, হেড অব বিজনেস রেজাউল করিম প্রমুখ।

গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ মেলায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রাহক, ক্রেতা ও শুভানুধ্যায়ীদের এক মিলনমেলায় পরিনত হয়। এ আবাসন মেলায় প্রায় শতাধিক প্লট বিক্রি হয়েছে বলে জানা গেছে। শনিবার মেলায় আগত ক্রেতা ও শুভানুধ্যায়ীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে লটারী বিজয়ী ২২জনকে পুরস্কার দেয়া হয়।

Advertisement

প্রিমিয়াম হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক রওশন আল মাহমুদ বলেন, প্রতিটি মানুষের স্বপ্নে মিশে আছে একটি নিজস্ব বাসস্থানের চিন্তা। এই কাঙ্খিত লক্ষ্যে সরকারের সহায়ক শক্তি হিসেবে বেসরকারি উদ্যোক্তাগন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা চেষ্টা করছি স্বল্প মূল্যে মানুষের স্বপ্নপূরনে সহায়তা করে। সততা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। প্রাণের এই মিলন মেলা আগামীতও অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন তরুন এ উদ্যোক্তা।

প্রসঙ্গত, প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেড ২০২১ সালের সেপ্টেম্বর এ যাত্রা শুরু করে। প্রায় তিন বছরের মধ্যেই ক্রেতাদের আস্থা অর্জনে সমর্থ হয়। বর্তমানে আবাসন এ কোম্পানিটির তিনটি প্রকল্প চালু আছে। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পরিকল্পিত নগরী রাজউক পূর্বাচল এর সন্নিকটে “প্রিমিয়াম টাউন” এ ১০০% প্রাকৃতিকভাবে বাড়ি করার উপযোগী জমি বিক্রি করছে প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেড। প্রতিষ্ঠানটির প্রকল্পগুলো হলো, পূর্বাচল প্রিমিয়াম টাউন, পূর্বাচল প্রিমিয়াম গার্ডেন ও মাওয়া রোডে প্রিমিয়াম ভ্যালী।

নির্বাচিত প্রতিবেদন

মধ্যবিত্তদের জন্য পরিকল্পিত ও নিরাপদ আবাসন গড়তে চাই : রওশন আল মাহমুদ

Published

on

By

আবাসন কনটেন্ট কাউন্সিলর

মধ্যবিত্তদের জন্য পরিকল্পিত ও নিরাপদ আবাসন গড়ে তুলতে চাই। সেই লক্ষ্যেই প্রিমিয়াম হোল্ডিংস লি. গড়তে কাজ করে যাচ্ছে জানালেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও তরুণ উদ্যোক্তা রওশন আল মাহমুদ।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে নিরাপদ ও সাশ্রয়ী আবাসন এবং পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। আমরা সেই প্রচেষ্টায় সহযোগী হিসেবে কাজ করতে চাই।

তিনি বলেন, মধ্যবিত্তদের অনেকেই স্বপ্ন দেখেন ঢাকায় একটা বাড়ি করার। অনেকের মনে ইচ্ছে থাকলেও কিন্তু সাধ্য থাকে না। আবার কেউ কেউ স্বপ্ন বাস্তবায়নে উদ্যোগও নেন। কিন্তু নানা কারণে সে স্বপ্ন পূরণ হয় না। যারা মন থেকে ঢাকায় দুই বা তিন কাঠা জমি কিনে বাড়ি করার পরিকল্পনা করছেন তাদের হৃদয়ে লালিত স্বপ্নকে বাস্তবায়নে কাজ করছে প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেড।

সম্প্রতি আবাসন-এর সঙ্গে একান্ত আলাপে কথাগুলো বলেছেন প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও তরুণ উদ্যোক্তা রওশন আল মাহমুদ। আলাপে উঠে এসেছে আবাসন খাতে যুক্ত হওয়াসহ প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেডের বিভিন্ন প্রকল্পগুলো সম্পর্কে নানা বিষয়। সাক্ষাৎকারটি নিয়েছেন ওয়াশিকুর রহমান।

Advertisement
Continue Reading

আবাসন সংবাদ

পূর্বাচল অপরকল্পিত শহর- গণপূর্ত মন্ত্রী

Published

on

By

আবাসন কনটেন্ট কাউন্সিলর

পূর্বাচল অপরকল্পিত শহর- গণপূর্ত মন্ত্রী। পূর্বাচলের ভবিষ্যৎ নিয়ে যা বললেন গণপূর্ত মন্ত্রী

Continue Reading
Advertisement
Advertisement
অর্থ ও বাণিজ্য2 weeks ago

দুবাইয়ের রিয়েল এস্টেট জগতে সফল বাংলাদেশি উদ্যোক্তা আকিব মুনির

দুবাই, সংযুক্ত আরব আমিরাত: এক দশকেরও কম সময়ে কঠোর পরিশ্রম, সততা এবং দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে...

আবাসন সংবাদ3 weeks ago

দ্বিগুণেরও বেশি উচ্চতার ভবন নির্মাণের সুযোগ দিয়ে ড্যাপ সংশোধন

দ্বিগুণেরও বেশি উচ্চতার ভবন নির্মাণের সুযোগ দিয়ে ড্যাপ সংশোধন, ঢাকার বাসযোগ্যতা নিয়ে শঙ্কা বিশেষজ্ঞদের। সংশোধিত ড্যাপে রাজধানীকে আগের ২৭৫টি জনঘনত্ব...

আবাসন সংবাদ4 weeks ago

ড্যাপ সংশোধনীতে ফ্লোর ইউনিটও বেড়েছে দ্বিগুণেরও বেশি: জেনে নিন কোন এলাকায় কত

ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) ২০২২–২০৩৫-এর চূড়ান্ত সংশোধনীতে ভবনের উচ্চতা বৃদ্ধির পাশাপাশি ফ্লোর ইউনিটের সংখ্যাও বেড়েছে, অনেক জায়গায় যা দ্বিগুণেরও বেশি। ...

আবাসন সংবাদ4 weeks ago

ড্যাপ সংশোধনীর প্রস্তাব নীতিগত অনুমোদন

ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার জন্য প্রণীত ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) সংশোধনীর প্রস্তাব নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। এই অনুমোদনের...

আবাসন সংবাদ2 months ago

রিহ্যাবের আধুনিক ভবন নির্মাণে পরামর্শ সভা অনুষ্ঠিত

রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল অফিসে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সিডিএ কর্তৃক প্রস্তাবিত মাস্টারপ্ল্যান...

Advertisement

সর্বাধিক পঠিত