চলতি বছরের প্রথমার্ধে দক্ষিণ কোরিয়া থেকে রফতানি করা গাড়ির গড় দাম নতুন রেকর্ড তৈরি করেছে। দেশটিতে নির্মিত প্রিমিয়াম মডেলগুলোর দামে সাম্প্রতিক সময়ে উল্লম্ফন দেখা যাচ্ছে। এর প্রভাব পড়েছে সামগ্রিক বিক্রিতে।
কোরিয়া অটোমোবাইল অ্যান্ড মোবিলিটি অ্যাসোসিয়েশনের দেয়া তথ্যানুসারে, চলতি বছরের জানুয়ারি-জুনের মধ্যে রফতানি করা গাড়ির গড় দাম ছিল ২৫ হাজার ২২৪ ডলার, যা ২০২৩ সালের একই সময়ের রেকর্ড ২৫ হাজার ৭৯ ডলার গড় দাম থেকে দশমিক ৫ শতাংশ বেশি।
বিশ্লেষকরা বলছেন, গ্রাহক চাহিদার পরিবর্তনের সঙ্গে বদলে গেছে দক্ষিণ কোরিয়ার গাড়ির বাজার। বর্তমানে পরিবেশবান্ধব মডেলের পাশাপাশি এসইউভি ও বাণিজ্যিক গাড়ির চাহিদা বাড়ছে। এ ধরনের গাড়ির দাম সাধারণত বেশি হয়। সে সুফল পাচ্ছে দক্ষিণ কোরিয়ার গাড়ি কোম্পানিগুলো।
সম্মিলিত হিসাবে, চলতি বছরের প্রথমার্ধে ৩ হাজার ৭০০ কোটি ডলারের গাড়ি রফতানি করেছে দক্ষিণ কোরিয়া, যা ২০২৩ সালের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৯ শতাংশ বেশি।
দক্ষিণ কোরিয়ার হাইব্রিড গাড়ির রফতানি গত বছরের প্রথমার্ধের তুলনায় ২০২৪ সালের একই সময়ে ১৯ দশমিক ৫ শতাংশ বেড়েছে। এছাড়া বাণিজ্যিক যানবাহনের রফতানি ৬ শতাংশ বেড়েছে বলে দক্ষিণ কোরিয়ার বাণিজ্য, শিল্প ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রকাশিত পৃথক এক প্রতিবেদনে জানা গেছে।
এ বিষয়ে দেশটির এক শিল্প পর্যবেক্ষক বলেন, ‘বাণিজ্যিক যানবাহনের রফতানি বৃদ্ধি কভিড-১৯ মহামারী দ্বারা সৃষ্ট অর্থনৈতিক মন্দা থেকে পুনরুদ্ধারের লক্ষণ। কেননা বিভিন্ন দেশে গণপরিবহনের ব্যবহার বেড়েছে। একই সঙ্গে বেশি দামের গাড়ির ক্ষেত্রে চীনা প্রতিযোগীদের তুলনায় উত্থান হয়েছে দক্ষিণ কোরিয়ার।’ সূত্র: কোরিয়া হেরাল্ড।