রাজধানীতে অবস্থানরত নগরবাসীকে রেডি প্লট ও ফ্র্যাট কেনার স্বপ্ন পূরণে সহায়তা করতে এবং আগ্রহী ক্রেতাদের সহজে জমির প্লট খুঁজে পাওয়ার সুযোগ করে দিতে শুরু হলো ‘পুরান ঢাকা আবাসন মেলা ২০২৪’।
মেলায় তিনটি আবাসন প্রকল্পের রেডি প্লট ও কক্সবাজারে হোটেলের শেয়ার নিয়ে টাইটেল স্পন্সর হিসেবে অংশগ্রহণ করছে ভাইয়া গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ভাইয়া হাউজিং লিমিটেড।
বৃহস্পতিবার (৬ জুন) বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনালের আয়োজনে ঢাকার ওয়ারীর গ্র্যান্ড তাজ বুফে কনভেনশন সেন্টার এ কে ফেমাস টাওয়ার (আড়ং বিল্ডিং), ৪১ র্যাঙ্কিন স্ট্রিটের মিলনায়তনে এই মেলা শুরু হয়।
ফিতা কেটে মেলা উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ রায়হান কাওছার। এস সময় উপস্থিত ছিলেন বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনাল সিইও মো. ইসলাম শেখ এবং অংশগ্রহণকারী আবাসন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
ভাইয়া গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন যাবৎ ভাইয়া গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ভাইয়া হাউজিং লিমিটেড সুনামের সাথে আবাসন খাতে ব্যাবসায়িক সেবা প্রদান করে আসছে। ভাইয়া হাউজিংয়ের তিনটি আবাসন প্রকল্প রয়েছে। এগুলো হলো, ‘পূর্বাচল টিউলিপ ভ্যালি’, ‘পূর্বাচল পাইন সিটি’ ও ‘বীরতারা সিটি’। রাজধানীতে বসবাসরত মানুষের ক্রয় ক্ষমতা, সাধ ও সাধ্যের কথা ভেবে এসব প্রকল্পে সুলভ মূল্যে স্বপ্নের প্লট পাওয়া যাচ্ছে।
কোম্পানিটি জানিয়েছে, ঢাকা পূর্বাচল ৩০০ ফিটের কাঞ্চন ব্রিজ পার হয়ে ভুলতা-গাউসিয়া ব্রিজ থেকে মাত্র ২ মিনিটের দুরত্বে ভাইয়া গ্রপের ‘টিউলিপ ভ্যালি’ অবস্থিত। রাজউক পূর্বাচল নিউ টাউনের পাশে ঢাকা সিলেট ২০০ ফিট মহাসড়ক সংলগ্ন এশিয়ার বৃহত্তম জাপান বাংলাদেশ ইকোনমিক জোনের (জাইকা) সাথেই গড়ে উঠেছে এই নান্দনিক ‘টিউলিপ ভ্যালি’ আবসন প্রকল্প। বিক্রির জন্য প্রস্তুতকৃত প্লট পাওয়া যাচ্ছে ৩, ৫ ও ১০ কাঠা পরিমাণে। আগ্রহী ক্রেতা জমি কিনে মূল্য পরিশোধের সাথে সাথে সাফ-কবলা দলিলসহ রেজিস্ট্রেশন করে দেওয়ার রয়েছে উন্নত ও মানসম্মত ব্যবস্থা।
>>আরও পড়ুন: তিন প্রকল্প নিয়ে পুরান ঢাকা আবাসন মেলায় প্রিমিয়াম হোল্ডিংস
তথ্যপ্রযুক্তির এই যুগে আধুনিকভাবে জীবনযাপনের জন্য সব ধরনের নাগরিক সুযোগ-সুবিধাসহ শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির সৌন্দর্যের মাঝে স্নিগ্ধ ও নিরিবিলি, পরিবেশে গড়ে তোলা হয়েছে দেশের স্বনামধন্য কোম্পানি ভাইয়া গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ভাইয়া হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্প ‘বীরতারা সিটি’। প্রকল্পটি ঢাকা-মাওয়া হাইওয়ে সংলগ্ন রিভারভিউ স্মার্ট সিটিটিতে রয়েছে আধুনিক নাগরিক জীবনের সব ধরনের উপকরণ। চারদিকে রয়েছে মানুষের বসবাস। রয়েছে উন্নত ও অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা। প্রকল্পের উভয়দিকে রয়েছে সরকারি প্রশস্ত রাস্তা। আগ্রহী ক্রেতা জমি কিনে মূল্য পরিশোধের সাথে সাথে সাফ-কবলা দলিলসহ রেজিস্ট্রেশন করে দেওয়ার রয়েছে উন্নত ও মানসম্মত ব্যবস্থা।
>>আরও পড়ুন: পুরান ঢাকা আবাসন মেলা শুরু
বীরতারা সিটি ও পাইন সিটি নামের পরিবেশবান্ধব ও মনোমুগ্ধকর দুটি আবাসনে মূল্য পরিশোধের সাথে সাথে রেজিস্ট্রেশন সুবিধা দিচ্ছে ভাইয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। সাথে সাথে কোম্পানিটি দিচ্ছে সুলভ মূল্যে কিস্তিতে প্লট ক্রয়ের সুযোগ। পরিবেশবান্ধব প্রকল্প দুটি দেশের আবাসন খাতে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, ভাইয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ১৯৭২ সাল থেকে বাংলাদেশের শিল্পোন্নয়নে অনবদ্য অবদান রেখে যাচ্ছে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে ভোগ্য পণ্য ব্যবসায় ভাইয়া গ্রুপ ছিল অগ্রদূত। তারই ধারাবাহিকতায় একের পর এক রপ্তানিমুখী শিল্প স্থাপন করে অসংখ্য বেকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে এই ব্যবসায়িক গ্রুপটি। দেশের স্বনাম ধন্য ভাইয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ কোম্পানিটির ১৭টি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এগুলোর মধ্যে আবাসনখাতে উল্লেখযোগ্য হলো, রিয়েল অ্যাস্টেট বিজনেসে ভাইয়া হাউজিং লিমিটেড, হোটেল, রিসোর্ট অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানী অন্যতম।
>>আরও পড়ুন: রাজধানীর মতিঝিলে কেডি প্রপার্টিসের ঈদ আবাসন মেলা শুরু ৮ জুন
ঢাকায় চাকরি করে টাকা জমিয়ে অনেকেই স্বপ্ন দেখছেন যাদুর নগরী ঢাকার আশপাশে কোথাও তিন বা পাঁচ কাঠা জমি কিনে ঢাকায় স্থায়ীভাবে বসবাস করার। কিন্তু তারা জানেন না কোথায় গেলে, কোন রিয়েল এস্টেট কোম্পানির কাছে গেলে মিলবে সঠিক ও কাঙ্ক্ষিত স্বপ্নের সেই প্লটের সন্ধান। ‘পুরান ঢাকা আবাসন মেলা ২০২৪’-এ মিলবে সঠিক রিয়েল এস্টেট কোম্পানির সন্ধান।
মেলায় রাজধানীর রিয়েল এসস্টেট কোম্পানিগুলো তাদের প্রকল্পের রেডি প্লট ও ফ্র্যাট এবং রিসোর্ট ও ৫ তারকা হোটেল-এর শেয়ারের সাথে আগ্রহী ও স্বপ্নবাজ ক্রেতাদের পরিচয় করিয়ে দিচ্ছে। সেসাথে আবাসন খাতের বিভিন্ন ব্যবসা নগরবাসীর সামনে তুলে ধরছে।
>>আরও পড়ুন: পুরান ঢাকা আবাসন মেলায় এসেন্ড গ্রুপের চার প্রকল্পে ৩০% মূল্য ছাড়
আয়োজকরা জানিয়েছে, তিন দিনব্যাপী ওয়ারী আবাসন মেলা ২০২৪-এ থাকছে ঢাকা , পূর্বাচল , কেরানীগঞ্জ , মাওয়া হাইওয়ে রোড এর বিভিন্ন আবাসন কোম্পানির প্লট, ফ্ল্যাট, কমার্শিয়াল স্পেস এবং কক্সবাজার, কুয়াকাটা, গাজীপুরসহ বিভিন্ন পর্যটন এরিয়াতে বিভিন্ন রিসোর্ট ও ৫ তারকা হোটেল-এর শেয়ার অথবা মালিকানার সুযোগ।
মেলায় ছাড় ও অফারের বিষয়ে আয়োজকরা আরও জানিয়েছে, মেলায় বিভিন্ন আবাসন প্রতিষ্ঠানের পক্ষ থেকে থাকছে ১০ থেকে ৩০% বিশেষ মূল্য ছাড় এবং বিভিন্ন ধরণের আকর্ষণীয় উপহার সামগ্রী।
মেলায় গোল্ড স্পন্সর-এইচ আর গ্রুপ, ওয়েল কেয়ার গ্রুপ, মারমেইড গ্রুপ, কো-স্পন্সর-প্রিমিয়াম হোল্ডিংস, শালবন ইকো রিসোর্টস এবং আই জি এল গ্রুপ, এম আই গ্রুপ সহ আরও অন্যান্য আবাসন প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।
মেলার ও প্রকল্পগুলোর যেকোনো বিষয়ে জানা যাবে এই 01404-441895, 01958524844 । ওয়েব সাইটে দেখা যাবে এই ঠিকানায়।
প্রতিদিন মেলা সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত। বিনা মূল্যে মেলায় প্রবেশ করা যাবে। সবার জন্য মেলা উন্মুক্ত। মেলা চলবে ৮ জুন, শনিবার রাত ৮টা পর্যন্ত।