রাজধানীর আশপাশে কোথাও তিন বা পাঁচ কাঠা জমি কিনে যারা ঢাকায় স্থায়ীভাবে বসবাস করার স্বপ্ন দেখছেন, এমন স্বপ্নবাজ ও আগ্রহী ক্রেতাদের সহজে জমির প্লট খুঁজে পাওয়ার সুযোগ করে দিতে রাজধানীতে শুরু হচ্ছে তিন দিনের আবাসন মেলা ‘পুরান ঢাকা আবাসন মেলা ২০২৪’ ।
মেলায় তিনটি আবাসন প্রকল্পের রেডি প্লট নিয়ে কো-স্পন্সর হিসেবে অংশগ্রহণ করছে রিয়েল এস্টেট কোম্পানি প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেড।।
রিয়েল এস্টেট কোম্পানিটি আগ্রহী ও স্বপ্নবাজ ক্রেতাদের ঢাকায় তিনটি প্রকল্পে সুলভ মূল্যে প্লট কিনে বাড়ি করার সুযোগ করে দিচ্ছে। যারা ঢাকায় বাড়ি করার কথা ভাবছেন তারা প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেডের প্লট কিনে হতে পারেন উন্নত আধুনিক শহরের অংশীদার।
মেলায় ক্রেতা-দর্শনার্থীদের জন্য তিনটি প্রকল্পে রয়েছে বিশেষ আকর্ষণীয় মূল্য ছাড়। মেলায় ৬ ও ৭ নম্বর স্টলে কোম্পানির প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
বৃহস্পতিবার (৬ জুন) বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনালের আয়োজনে ঢাকার ওয়ারীর গ্র্যান্ড তাজ বুফে কনভেনশন সেন্টার এ কে ফেমাস টাওয়ার (আড়ং বিল্ডিং), ৪১ র্যাঙ্কিন স্ট্রিটের মিলনায়তনে এই মেলা শুরু হলো। চলবে ৮ জুন, শনিবার রাত ৮টা পর্যন্ত।
‘পুরান ঢাকা আবাসন মেলা ২০২৪’ এ অংশগ্রহণ সম্পর্কে প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রওশন আল মাহমুদ বলেন, ঢাকায় আমাদের কোম্পানির তিনটি প্রকল্প রয়েছে। একটা ‘পূর্বাচল প্রিমিয়াম টাউন’, ‘পূর্বাচল প্রিমিয়াম গার্ডেন’ ও ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে ‘প্রিমিয়াম ভ্যালি’। প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেডের প্রকল্পগুলো ১০০% প্রাকৃতিকভাবে বাড়ি করার উপযোগী। আর এশিয়ার অন্যতম বৃহত্তম পরিকল্পিত নগরী রাজউক পূর্বাচলের কাছে।
>> আরও পড়ুন: পুরান ঢাকা আবাসন মেলা শুরু
কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক বলেন, এই তিনটি প্রকল্পের মধ্যে ঢাকার মধ্যেই রয়েছে ‘প্রিমিয়াম টাউন’ প্রকল্পটি। এটি রাজউক প্রকল্পের পাশেই। পূর্বাচল সেক্টর সংলগ্ন প্রকল্প। ঠিক যেনো পূর্বাচল বর্ধিতাংশ। এখানে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় স্যাটেলাইট মেগা সিটি, বাংলাদেশের সবচেয়ে বড় এক্সপ্রেসওয়ে রোড, সর্বোচ্চ টাওয়ার ১১১ তলা বঙ্গবন্ধু ট্রাই টাওয়ার, বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম, সর্বাধুনিক মেট্রোরেল যোগাযোগ ব্যবস্থা, স্থায়ী আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ, আন্তর্জাতিক মানের গলফ সেন্টার, ইকো-পার্ক ও ডিপ্লোমেটিক জোন। প্রকল্পের চারদিকে সরকারি রাস্তা সম্বলিত একমাত্র প্রকল্প। ওই এলাকায় সকল সুযোগ-সুবিধাসহ নাগরিক বসবাস করছে।
>> আরও পড়ুন: পুরান ঢাকা আবাসন মেলায় এসেন্ড গ্রুপের চার প্রকল্পে ৩০% মূল্য ছাড়
রওশন আল মাহমুদ আরও বলেন, ঢাকা-মাওয়া এক্সপ্রেস হাইওয়ে থেকে ২ মিনিটের দূরত্বে ‘প্রিমিয়াম ভ্যালি’ প্রকল্পের অবস্থান। এটি খুবই মানসম্মত একটি প্রকল্প। চমৎকার লোকেশন, মনোরম পরিবেশ। স্বপ্নের পদ্মা সেতু ২১টি জেলাকে যুক্ত করে নতুন যুগের সূচনা করেছে। অর্থনৈতিক ও বাণিজ্যিকভাবে এই অঞ্চলকে করেছে সমৃদ্ধশালী। এখানে সাশ্রয়ী মূল্যে বসবাসের উপযোগী বিক্রির জন্য প্রস্তুতকৃত প্লট পাওয়া যাচ্ছে ৩, ৫ ও ১০ কাঠা পরিমাণে।
‘প্রিমিয়াম টাউন’ প্রকল্পটিতে ১০% ডাউন পেমেন্ট দিয়ে সাশ্রয়ী মূল্যে বসবাসের উপযোগী জমি পাওয়া যাচ্ছে। এখানে কাঠা প্রতি মাসিক ৬০০০ টাকা দীর্ঘ মেয়াদী কিস্তিতেও জমি কেনার সুযোগ রয়েছে। বিক্রির জন্য প্রস্তুতকৃত প্লট পাওয়া যাচ্ছে ৩, ৫ ও ১০ কাঠা পরিমাণে। নিষ্কন্টক জমি, এককালীন স্বল্প দামে নিজ নামে জমির সাফ-কবলা দলিলসহ রেজিস্ট্রেশন করে দেওয়ার রয়েছে উন্নত ও মানসম্মত ব্যবস্থা।
‘প্রিমিয়াম টাউন’ প্রকল্পটিতে রয়েছে কোম্পানির নিজস্ব পরিবহন সেবায় সপ্তাহের যেকোনো দিন প্রকল্প পরিদর্শনের সুবিধা। অন্যান্য প্রকল্পের তুলনায় দামও হাতের নাগালে। দুই দশকে ঢাকায় জমির দাম বেড়েছে ২৭ গুণেরও বেশি। তাই যারা ঢাকায় জমি কিনে স্বপ্নের বাড়ি করার কথা ভাবছেন তারা আর দেরি না করে, যত দ্রুত সম্ভব ‘পূর্বাচল প্রিমিয়াম টাউন’, ‘পূর্বাচল প্রিমিয়াম গার্ডেন’ ও ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে ‘প্রিমিয়াম ভ্যালি’ প্রকল্পে প্লট বুকিং দিয়ে আপনি এবং আপনার ভবিষ্যৎ প্রজন্ম হতে পারেন উন্নত আধুনিক শহরের অংশীদার।
ঢাকা-মাওয়া এক্সপ্রেস হাইওয়ে থেকে ২ মিনিটের দূরত্বে প্রিমিয়াম ভ্যালি প্রকল্পের অবস্থান। তথ্যপ্রযুক্তির এই যুগে আধুনিকভাবে জীবনযাপনের জন্য রয়েছে সব ধরনের নাগরিক সুযোগ-সুবিধা। চারদিকে রয়েছে মানুষের বসবাস। রয়েছে উন্নত ও অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা। প্রকল্পের উভয়দিকে রয়েছে সরকারি প্রশস্ত রাস্তা। আরও রয়েছে ৪ লেন বিশিষ্ট ৩০০ ফুট ঢাকা মাওয়া রোড, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পস, প্রস্তাবিত মালিবাগ বিলামল ফ্লাইওভার, রাজউকের ঝিলমিল আবাসিক প্রকল্প, ৪০ কি. মি. এলিভেটেড এক্সপ্রেসওয়ে, অলিম্পিক সিটি, অত্যাধুনিক রেলওয়ে জাংশন, ডিওএইচএস, ঢাকা-কুয়ালালামপুর আন্তর্জাতিক হাসপাতাল, বঙ্গবন্ধু কনভেনশন হল ২ সহ আরও অনেক সুযোগ-সুবিধা রয়েছে।
‘প্রিমিয়াম ভ্যালি’তে সাশ্রয়ী মূল্যে বসবাসের উপযোগী জমি, কাঠা প্রতি মাসিক কিস্তি ৫০০০ টাকায় (সেক্টর ৩) পাওয়া যাচ্ছে। বিক্রির জন্য প্রস্তুতকৃত প্লট পাওয়া যাচ্ছে ৩, ৫ ও ১০ কাঠা পরিমাণে। আগ্রহী ক্রেতা জমি কিনে মূল্য পরিশোধের সাথে সাথে সাফ-কবলা দলিলসহ রেজিস্ট্রেশন করে দেওয়ার রয়েছে উন্নত ও মানসম্মত ব্যবস্থা।
আয়োজকরা জানিয়েছে, তিন দিনব্যাপী ওয়ারী আবাসন মেলা ২০২৪-এ থাকছে ঢাকা , পূর্বাচল , কেরানীগঞ্জ , মাওয়া হাইওয়ে রোড এর বিভিন্ন আবাসন কোম্পানির প্লট, ফ্ল্যাট, কমার্শিয়াল স্পেস এবং কক্সবাজার, কুয়াকাটা, গাজীপুরসহ বিভিন্ন পর্যটন এরিয়াতে বিভিন্ন রিসোর্ট ও ৫ তারকা হোটেল-এর শেয়ার অথবা মালিকানার সুযোগ।
মেলায় ছাড় ও অফারের বিষয়ে আয়োজকরা আরও জানিয়েছে, মেলায় বিভিন্ন আবাসন প্রতিষ্ঠানের পক্ষ থেকে থাকছে ১০ থেকে ৩০% বিশেষ মূল্য ছাড় এবং বিভিন্ন ধরণের আকর্ষণীয় উপহার সামগ্রী।
মেলায় টাইটেল স্পন্সর ভাইয়া হাউজিং লিমিটেড, গোল্ড স্পন্সর-এইচ আর গ্রুপ, ওয়েল কেয়ার গ্রুপ, মারমেইড গ্রুপ, কো-স্পন্সর-প্রিমিয়াম হোল্ডিংস, শালবন ইকো রিসোর্টস এবং আই জি এল গ্রুপ, এম আই গ্রুপ সহ আরও অন্যান্য আবাসন প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।
প্রতিদিন মেলা সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত। বিনা মূল্যে মেলায় প্রবেশ করা যাবে। সবার জন্য মেলা উন্মুক্ত।
যারা ‘পূর্বাচল প্রিমিয়াম টাউন’, ‘পূর্বাচল প্রিমিয়াম গার্ডেন’ ও ‘প্রিমিয়াম ভ্যালি’ প্রকল্পের প্লট বুকিং দিতে চান তাদেরকে 013 2121 6244, 01321216225 ও 01321216226 মোবাইল নম্বরে যোগাযোগ করতে হবে। আরও বিস্তারিত জানা যাবে প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেডের ওয়েবসাইটে এই ঠিকানায়।