শেল্টেকের পৃষ্ঠপোষকতায় সম্প্রতি ‘বারিধারা কমিউনিটি ওয়াকাথন সামার-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। প্রথমবারের মতো আয়োজিত এ পদযাত্রায় বারিধারা সোসাইটির চার শতাধিক বাসিন্দা এবং বিভিন্ন বিদেশী মিশনের কর্মকর্তারা অংশ নেন।
বারিধারা পার্কে ওয়াকাথনের উদ্বোধন করেন শেল্টেক গ্রুপ, এনভয় লিগ্যাসি, এনভয় টেক্সটাইলস ও গ্রীন টেক্সটাইলের এমডি তানভীর আহমেদ। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন শেল্টেক গ্রুপ ও এনভয় টেক্সটাইলসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ এবং বারিধারা সোসাইটির সভাপতি ফিরোজ এম হাসান। এছাড়া বিভিন্ন দূতাবাস ও বিদেশী সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা এ আয়োজনে অংশ নেন।