টানা ১৭ বছর বেসরকারি ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান ছিলেন মো. নজরুল ইসলাম মজুমদার। এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ছিলেন তিনি।
সোমবার (৯ সেপ্টেম্বর) নজরুল ইসলাম মজুমদারের নেতৃত্বাধীন কমিটি ভেঙে দিয়ে নতুন অ্যাডহক কমিটি গঠিত হয়েছে।
নবগঠিত কমিটির চেয়ারম্যান হয়েছেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই সরকার। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান ও ব্যাংক এশিয়ার চেয়ারম্যান রোমো রউফ চৌধুরীকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে।
শেখ হাসিনা সরকারের পতনের পর আজ সোমবার বিএবির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান এবং বিএবি ও এফবিসিসিআইয়ের সাবেক চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে ওই সভায় নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন আয়োজনের মাধ্যমে পুর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রসঙ্গত, ২০০৮ সাল থেকে বিএবির চেয়ারম্যান পদে ছিলেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। সম্প্রতি এক্সিম ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন পর্ষদে নজরুল ইসলাম মজুমদারকে রাখা হয়নি। বিএবির ভাইস চেয়ারম্যান ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবদুস সামাদ লাবু ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বেসরকারি এ দুটি ব্যাংকের পর্ষদও ভেঙে দেয়া হয়েছে। এ কারণে বিএবি নেতৃত্বশূন্য হয়ে পড়েছিল। এ অবস্থায় সোমবার সংগঠনটির সাধারণ সভা ডেকে অ্যাডহক কমিটি গঠন করা হয়।