Connect with us
<

আবাসন সংবাদ

আন্দোলনে শহীদদের স্মরণে প্রবাসী পল্লীতে প্রথমআলো বন্ধুসভার বৃক্ষরোপণ

রাজধানীর পূর্বাচলের জনপ্রিয় হাউজিং প্রবাসী পল্লীতে প্রথমআলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বীর শহীদদের প্রাণ ও প্রকৃতির মধ্যে বাঁচিয়ে রাখার তাগিদ থেকেই এ বছর বন্ধুসভার নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি শহীদদের স্মরণে উৎসর্গ করা হয়।

‘আমার মাটি, আমার দায়; গাছ রোপণে বাঁচা যায়’ প্রতিপাদ্যে গত ৮ জুন থেকে তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হলেও জুলাই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আগস্টে নতুন বাংলাদেশে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স ৭০ হাজার গাছের চারা নিয়ে এই কর্মসূচির সঙ্গে যুক্ত হয়। তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, জুলাই-আগস্টে অকুতোভয় যেসব ছাত্র-জনতা দেশের মানুষের অধিকার আদায়ের জন্য, মুক্তির জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, তাঁদের স্মরণে এবারের কর্মসূচি উৎসর্গ করা হবে।

এবারের বৃক্ষরোপণ কর্মসূচির অন্যতম লক্ষ্য ছিল গাছ রোপণের পাশাপাশি সেগুলোর যত্ন ও পরিচর্যা। সে লক্ষ্যে কর্মসূচির শুরুতেই ফেসবুক লাইভে এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেন কর্মসূচির সমন্বয়ক ও জাতীয় পর্ষদের নির্বাহী সভাপতি মৌসুমী মৌসহ সভাপতি জাফর সাদিক ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন মল্লিক এবং অন্য সমন্বয়কেরা। পরিবেশবান্ধব বৃক্ষ ও সেগুলোর উপকারিতা বর্ণনা এবং পরিবেশের জন্য ক্ষতিকর বৃক্ষ সম্পর্কে বন্ধুদের জানান সাংগঠনিক সম্পাদক।

এরপর সারা দেশের বন্ধুসভার চাহিদা অনুযায়ী জাতীয় পরিচালনা পর্ষদ থেকে ব্র্যাকের সৌজন্যে গাছের চারা পাঠানো হয়। এর মধ্যে ঠাকুরগাঁও বন্ধুসভা জিলা স্কুল বড় মাঠে গাছের চারা রোপণ করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিটি কর্মসূচি এখান থেকেই শুরু হয়েছিল এবং জুলাই আন্দোলনে এখানকার অনেক গাছ ভেঙে গিয়েছিল। নতুন বাংলাদেশে ‘সুন্দরভাবে বেঁচে থাকার জন্য’ গাছের চারা রোপণ করে ঝালকাঠি বন্ধুসভা। রায়গঞ্জ বন্ধুসভার উদ্যোগে ক্ষুদ্র জাতিসত্তার ‘মাহাতো’ সম্প্রদায়ের কুড়মালি পাঠশালার শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ এবং গাছের চারা রোপণ করা হয়। বৃষ্টি উপেক্ষা করে শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরের বাবুডাইং আলোর পাঠশালা প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। এ ছাড়া কুমিল্লা, সৈয়দপুর, গাইবান্ধাসহ বিভিন্ন বন্ধুসভা সপ্তাহব্যাপী কিংবা কয়েক দফায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে।

আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন—এই চার মাসজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। সারা দেশের ১০০টি বন্ধুসভা এ কর্মসূচিতে অংশগ্রহণ করে। বন্ধুরা নিজেদের অর্থের পাশাপাশি ব্র্যাক মাইক্রোফ্যাইন্যান্সের সহযোগিতায় সারা দেশে ১ লাখ ৫ হাজার ১৩৮টি গাছ রোপণ করেন। এর মধ্যে ব্র্যাক বিভিন্ন প্রজাতির প্রায় ৭০ হাজার গাছের চারা সরবরাহ করেছে। রোপণ করা গাছের মধ্যে ছিল জলপাই, পেয়ারা, পেঁপে, আম, জাম, কাঁঠাল, নারকেল, সুপারি, আমলকী, চালতা, কমলা, লেবু, তেঁতুল, লিচু, কৃষ্ণচূড়া, মহুয়া, কাঞ্চন ফুল, বকুল, পলাশ, দেবদারু, কদম, পেয়ারা, হরীতকী, বহেরা, অর্জুন, নিম, মেহগনি, কড়ইসহ বিভিন্ন প্রজাতির ৫৮ হাজার ৫৪৬টি ফলদ, ২২ হাজার ৮৮৫টি বনজ ও ২৩ হাজার ২০৭টি ঔষধি গাছের চারা।

Advertisement

বৃক্ষরোপণে বন্ধুদের উদ্যোগসহ সার্বিক বিষয়ে জাতীয় পর্ষদের সভাপতি জাফর সাদিক বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে নতুন বাংলাদেশের স্বপ্ন তরুণেরা দেখেছে, তার প্রতি আমাদের পূর্ণ সমর্থন থেকেই এবারের কর্মসূচি আমরা শহীদদের উদ্দেশে উৎসর্গ করছি। বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় রোপন করা প্রতিটি গাছের চারা সঠিক রক্ষণাবেক্ষণ করে বাঁচিয়ে রাখার মধ্য দিয়ে আমরা শহীদদের স্মরণ করতে চাই, মাতৃভূমির প্রতি দায় শোধ করতে চাই। আমাদের এই উদ্যোগে ব্র্যাকের সহযোগিতা কর্মসূচির কলেবর বৃদ্ধি করতে সহযোগিতা করেছে।’

প্রতিবারই বাস্তুসংস্থানের ভারসাম্য বজায় রাখতে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী গাছের চারা বাছাই করা হয়। এ বিষয়ে মৌসুমী মৌ বলেন, ‘সঠিক সময়ে গাছের চারা রোপণ এবং এর পরিচর্যাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল এ বছরের বৃক্ষরোপণ কর্মসূচিতে। আমাদের আহ্বানে সারা দেশের বন্ধুরা গাছ রোপণে যেভাবে এগিয়ে এসেছেন, তাতে বিগত বছরগুলোর চেয়ে বেশি গাছ রোপণ করা সম্ভব হয়েছে। এ জন্য বন্ধুদের ধন্যবাদ।’

সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মল্লিক বলেন, প্রাণিজগৎ ও উদ্ভিদজগৎ একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পরিবেশ দূষণমুক্ত ও প্রাকৃতিক ভারসাম্যের পৃথিবী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। বন্ধুরা সড়কের পাশে, পতিত জমিসহ তাঁদের শিক্ষাঙ্গনে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করার মধ্য দিয়ে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

প্রতিবছরের মতো এবারও নিজেরা বৃক্ষরোপণের পাশাপাশি কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার হিসেবে গাছ উপহার প্রদান, জনসাধারণকে উৎসাহী করতে ব্যতিক্রমী নানা কার্যক্রম পরিচালনা করে বন্ধুরা। এ ছাড়া কর্তৃপক্ষের অনুমতি নিয়ে রাস্তার আইল্যান্ড, এতিমখানা, মসজিদ ও মাদ্রাসার প্রাঙ্গণেও গাছ রোপণ করেন বন্ধুরা। এবারও নিজেদের অর্থায়নে এবং কার্যকরভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে, এমন ১০টি বন্ধুসভাকে সেরা হিসেবে বিশেষ সম্মাননা প্রদান করবে জাতীয় পর্ষদ।

Advertisement
Continue Reading
Advertisement

আবাসন সংবাদ

রিহ্যাবের আধুনিক ভবন নির্মাণে পরামর্শ সভা অনুষ্ঠিত

Published

on

By

আবাসন কনটেন্ট কাউন্সিলর

রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল অফিসে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সিডিএ কর্তৃক প্রস্তাবিত মাস্টারপ্ল্যান সম্পর্কে রিহ্যাবের পক্ষ থেকে প্রস্তাবনা প্রদান বিষয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সভায় অভিমত ব্যক্ত করা হয়, চট্টগ্রাম মহানগরীতে সকল প্রকার নাগরিক সুবিধা সম্বলিত সুপরিকল্পিত বিশ্বমানের আধুনিক ভবন নির্মাণে রিহ্যাব সদস্যবৃন্দ বদ্ধপরিকর। এ জন্য সিডিএসহ সরকারের সংশ্লিষ্ট সকল দপ্তরের সহযোগীতা কামনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসান, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য সৈয়দ ইরফানুল আলম, নূর উদ্দীন আহাম্মদ, শারিস্থ বিনতে নূর, মোঃ মাঈনুল হাসান, রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সিডিএ সংশ্লিষ্ট বিষয়ে উপদেষ্টা কমিটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার এস. এম আবু সুফিয়ান, উপদেষ্টা ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল সদস্যবৃন্দ এবং রিহ্যাব সদস্য প্রতিষ্ঠানসমূহের প্রকৌশলী ও স্থপতিবৃন্দ।

Continue Reading

অর্থ ও বাণিজ্য

ইস্টার্ন হাউজিংয়ের মুনাফা বেড়েছে ২১ কোটি টাকা

Published

on

By

আবাসন কনটেন্ট কাউন্সিলর

দেশের আবাসন খাতের কোম্পানি ইস্টার্ন হাউজিংয়ের মুনাফা সাড়ে ৩৭ শতাংশ বেড়েছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি গত জুনে সমাপ্ত ২০২৪–২৫ অর্থবছরে ৭৭ কোটি টাকা মুনাফা করেছে। তার আগের অর্থবছরে যার পরিমাণ ছিল ৫৬ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ইস্টার্ন হাউজিংয়ের মুনাফা ২১ কোটি টাকা বা সাড়ে ৩৭ শতাংশ বেড়েছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন হাউজিং গতকাল মঙ্গলবার তাদের পরিচালনা পর্ষদের সভায় গত অর্থবছরের আর্থিক বিবরণী চূড়ান্ত করার মাধ্যমে মুনাফার এই হিসাব দিয়েছে। একই সভা থেকে কোম্পানিটি গত অর্থবছরের জন্য শেয়ারধারীদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। তার আগের অর্থবছরে কোম্পানিটি ১৯ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। সেই হিসাবে গত অর্থবছরে ইস্টার্ন হাউজিংয়ের মুনাফা ও লভ্যাংশ উভয়ই বেড়েছে।

কোম্পানির পরিচালনা পর্ষদে চূড়ান্ত করা মুনাফা ও লভ্যাংশের তথ্য আজ বুধবার স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে বিনিয়োগকারীদের জানানো হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটের মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে, গত অর্থবছরের জন্য তারা শেয়ারধারীদের প্রতি শেয়ারের বিপরীতে আড়াই টাকা (২৫ শতাংশ) করে লভ্যাংশ দেবে। বর্তমানে শেয়ারধারীদের হাতে কোম্পানিটির যে শেয়ার রয়েছে তার বিপরীতে লভ্যাংশ বাবদ কোম্পানিটিকে ২৩ কোটি ৩৩ লাখ টাকা বিতরণ করতে হবে। আগের অর্থবছরে (২০২৩–২৪) কোম্পানিটি শেয়ারধারীদের ১৯ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। তাতে প্রতি শেয়ারের বিপরীতে একেকজন শেয়ারধারী ১ টাকা ৯০ পয়সা করে পেয়েছিলেন। ওই বছর ঘোষিত লভ্যাংশ বাবদ কোম্পানিটিকে বিতরণ করেছিল প্রায় ১৮ কোটি টাকা। সেই হিসাবে গত অর্থবছরের জন্য লভ্যাংশ বাবদ ৫ কোটি টাকার বেশি ব্যয় করবে কোম্পানিটি। লভ্যাংশ বাবদ বাড়তি এই ব্যয়ের জোগান আসছে বাড়তি মুনাফা থেকে। কারণ, এক বছরে কোম্পানিটির মুনাফা ২১ কোটি টাকা বেড়েছে।

এদিকে মুনাফা ও লভ্যাংশ বৃদ্ধির খবরে আজ শেয়ারবাজারে ইস্টার্ন হাউজিংয়ের শেয়ারের দামও ঊর্ধ্বমুখী ছিল লেনদেনের শুরু থেকে। প্রথম দেড় ঘণ্টার লেনদেনে কোম্পানিটির শেয়ারের দাম ২ টাকা বা সোয়া ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯০ টাকায়। এ সময় কোম্পানিটির ৮ লাখের বেশি শেয়ারের হাতবদল হয়, যার বাজারমূল্য ছিল প্রায় সাড়ে ৭ কোটি টাকা।

Continue Reading
Advertisement
Advertisement
আবাসন সংবাদ3 weeks ago

রিহ্যাবের আধুনিক ভবন নির্মাণে পরামর্শ সভা অনুষ্ঠিত

রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল অফিসে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সিডিএ কর্তৃক প্রস্তাবিত মাস্টারপ্ল্যান...

নির্বাচিত প্রতিবেদন4 weeks ago

আবাসন খাত আবার ঘুরে দাঁড়াবে

দেশের আবাসন খাতের অবস্থা বিভিন্ন কারণে কিছুটা নাজুক। এ খাতের স্বাভাবিক প্রবৃদ্ধির জন্য যে পরিবেশ দরকার, তা অনুপস্থিত। এর ওপর...

অর্থ ও বাণিজ্য4 weeks ago

ইস্টার্ন হাউজিংয়ের মুনাফা বেড়েছে ২১ কোটি টাকা

দেশের আবাসন খাতের কোম্পানি ইস্টার্ন হাউজিংয়ের মুনাফা সাড়ে ৩৭ শতাংশ বেড়েছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি গত জুনে সমাপ্ত ২০২৪–২৫ অর্থবছরে ৭৭...

আবাসন সংবাদ4 weeks ago

আবাসন পরিদপ্তরের সহকারী পরিচালক ও হিসাবরক্ষক সাময়িক বরখাস্ত

চাকুরির গ্রেড ও বেসিক বেতন বিবেচনায় না নিয়ে সরকারি বাসা বরাদ্দের সুপারিশ, ডি-১ ও ডি-২ শ্রেণির বাসা বরাদ্দের ক্ষেত্রে মোটা...

আইন-কানুন1 month ago

একই জমি দুইজনের কাছে বিক্রি: কে হবেন প্রকৃত মালিক?

একটি জমি যদি ভিন্ন সময়ে দুইজন ব্যক্তির কাছে বিক্রি করা হয়, তাহলে প্রকৃত মালিক কে হবেন? এ বিষয়ে ব্যারিস্টার তাসমিয়া...

Advertisement

সর্বাধিক পঠিত