নির্বাচিত প্রতিবেদন
আপনি কী স্মার্ট অফিসের জন্য ওয়ানস্টপ সল্যুশন খুঁজছেন, জানুন বিস্তারিত
ঘর সাজানো নিয়ে আমরা সাধারণত অনেক বেশি চিন্তাভাবনা করে থাকি। কিন্তু একবার কি ভেবে দেখেছেন, দিনের এমনকি সপ্তাহের বেশিরভাগ সময় আসলে আমাদের কোথায় কাটানো হয়?
টিপটপ লিভিং রুম, বেডরুমের পছন্দের কর্নার, কিংবা সাজানো-গোছানো সেই ঘরে নয়, বরং কাজের নির্দিষ্ট গন্ডি কিংবা নিজের জন্য বরাদ্দ নির্দিষ্ট একটি ডেস্কেই মূলত আমাদের বেশিরভাগ সময় কাটে। আমাদের প্রতিদিনের জীবনের বড় একটি অংশই কাটে এই কর্মক্ষেত্রে।
আর তাই যে জায়গায় দিনের বেশিরভাগ সময় কাজের মধ্যে ব্যস্ত থাকতে হয়, সেখানে আরাম এবং মানসিক প্রশান্তি নিয়ে যেন কাজ করা যায়, তার উপর গুরুত্বও যে দেয়া উচিত শতভাগ। এক্ষেত্রে হাতিল-এর তালিকায় অফিস ডেস্ক সেট এর কী কী কালেকশন রয়েছে চলুন দেখে নেয়া যাক।
সপ্তাহের ৫ থেকে ৬ দিন যেখানে অনায়াসেই কেটে যায়, সেখানে কাজ করার ক্ষেত্রে স্পেস এবং কমফোর্ট থাকা বেশ জরুরি। কেননা, কাজের জায়গা যদি গোছানো না হয়, এমনকি কাজ করার মতো যদি যথাযথ জায়গা না থাকে, সেখানে প্রোডাক্টিভিটি তো দূরের কথা, কাজ করার আগ্রহও থাকবে না। আর তাই, স্মার্ট অফিসের কমপ্যাক্ট সল্যুশন নিয়ে হাতিল-এর তালিকায় আছে ওয়ার্কস্টেশন সেট এর বেশ কিছু অপশন। অফিসের এমপ্লয়ি সংখ্যা, অফিস স্পেসের আকৃতি এবং ধরন অনুযায়ী এই ওয়ার্কস্টেশন সেটের মধ্য থেকে আপনিও বেছে নিতে পারেন আপনার পছন্দমতো যেকোনোটি।
ধরুন, আপনি ওপেন স্পেস থিমে অফিস ডেকোরেশনের কথা ভাবছেন, সেক্ষেত্রে হাতিল-এর Fleming ওয়ার্কস্টেশন সেটটি বিবেচনায় রাখতে পারেন। কেননা, স্কয়ার আকৃতি কিংবা এল আকৃতির ওয়ার্কস্টেশন ডিজাইনের ক্ষেত্রে এই ডিজাইনের কয়েকটি টেবিল সেট খুব সহজেই পাশাপাশি বসাতে পারবেন। কাজের ক্ষেত্রে প্রাইভেসি থাকাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ।
আপনি যদি ঢালাও ভাবে এক কাতারে কয়েকটি টেবিল বসিয়ে দেন এবং মনে করেন এমপ্লয়িরা এভাবেই কাজ করতে পারবে, তবে আপনার এ ধারনা কিন্তু ভুল। কাজ করার ক্ষেত্রে যথাযথ ডেস্ক, ডেস্ক অর্গানাইজার বা ড্রয়ার, এমনকি কমফোর্টেবল চেয়ার রাখা আবশ্যক। এতে করে প্রত্যেক এমপ্লয়ির জন্য যথাযথ স্পেস নির্ধারণ করার সাথে কাজের প্রোডাক্টিভিটিও বাড়ানো সম্ভব হবে।
তবে আপনার অফিসের রুম যদি ক্লোজড ধাঁচের হয়ে থাকে, সেক্ষেত্রে Douglass স্টাইলের ওয়ার্কস্টেশন দিয়ে অফিস সাজাতে পারেন। ফ্যাশানেবল এবং ট্রেন্ডি স্টাইলের এই ডেস্কে দুইপাশে দুই জনের বসার জায়গা থাকবে। যার মাঝে গ্লাসের পার্টিশান দেয়া থাকবে। এছাড়া অন্যান্য ডেস্কের মতো ডিভাইস চার্জে দেয়ার জন্য পোর্টের ব্যবস্থাও থাকবে। ফলে আধুনিক সময়ের স্মার্ট অফিসের কমপ্যাক্ট সল্যুশন হিসেবে Douglass ডিজাইনের ওয়ার্ক স্টেশনকে এক কথায় পারফেক্ট বলা যায়।
ওয়ার্কস্টেশনে টেবিল রাখার সল্যুশন তো পাওয়া গেল, তবে অগোছালো অফিস রুম দেখতে কিন্তু কারো ভালো লাগে না। সেক্ষেত্রে প্রয়োজনীয় ফোল্ডার, ডকুমেন্টস ইত্যাদি রাখার জন্য শেলফ কেনার প্ল্যানেও হাতিল-এ আছে দারুণ সব অপশন।
মাল্টিপারপাস শেলফে আপনি বিভিন্ন আকৃতির অর্গানাইজার ব্যবহার করে অফিসের প্রয়োজনীয় যেকোনো জিনিস গুছিয়ে রাখতে পারবেন। এতে করে অফিসের ডেস্ক যেমন এলোমেলো লাগবে না, তেমনি প্রয়োজনের সময় যেকোনো কিছু খুঁজে পাওয়া যাবে খুব সহজে।
তবে আজকাল অনেকেই হোম অফিস অর্থাৎ, বাসায় বসেও অফিসের কাজ করে থাকেন। যদিও বাসায় বসে কাজ করা হচ্ছে, তবে সেটআপটি যদি আরামদায়ক এবং যথাযথ না হয়, সেক্ষেত্রে কাজ করা যে ভীষণ মুশকিল হয়ে যায়। আর তাই, অফিসে বসে হোক কিংবা হোম অফিস থিমে ওয়ার্কস্টেশন সেট হিসেবে Novella অপশনটি রাখতে পারেন পছন্দের তালিকায়।
এটি শেলফ, ড্রয়ার এবং টেবিলের সমন্বয়ে এক কমপ্লিট সল্যুশন। ডেস্কটপ কিংবা ল্যাপটপ, যেকোনোটি রাখার পাশাপাশি টেবিল ল্যাম্প রাখার জন্য বেশ ভাল স্পেস রয়েছে Novella-তে। এছাড়া অ্যাটাচড শেলফ থাকার কারণে এখানে আপনি প্ল্যান্টস, বেতের অর্গানাইজার বক্স সহ দরকারি যেকোনো কিছু সাজিয়ে রাখতে পারবেন।
আর তাই, মিনিমাল ও স্টাইলিশ প্যাটার্নে ছোট কিংবা বড় যেকোনো ধরনের অফিস স্পেস সাজাতে আপনার জন্য ওয়ানস্টপ সল্যুশন হতে পারে হাতিল-এর ওয়ার্কস্টেশন সেট। যেখানে অল্প জায়গার মধ্যেও আপনি প্রয়োজন মতো সাজিয়ে তুলতে পারবেন ওয়ার্কস্টেশন ইন্টেরিয়র।
অর্থ ও বাণিজ্য
প্রিমিয়াম হোল্ডিং এর ৩ দিন ব্যাপী পিঠা উৎসব ও একক আবাসন মেলা
দেশের অন্যতম সেরা আবাসন কোম্পানী প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড প্রতি বছরের মতো এবারো বাংলা ও বাঙালীর ঐতিহ্য শীতকালকে উপলক্ষ করে ০৮-১০ জানুয়ারী ২০২৬ শুরু হয়েছে একক আবাসন মেলা এবং পিঠা উৎসব। রাজধানীর গুলশান -১ কর্পোরেট অফিসে ৮ জানুয়ারী সকালে পিঠা উৎসবের শুভসুচনা করেন কোম্পানির চেয়ারম্যান মোস্তাফিজুল হুদা। কেক কেটে একক আবাসন মেলার যাত্রা শুরু করেন কোম্পানির ব্যবস্হাপনা পরিচালক রওশন আল মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন, পরিচালক নাজনীন আখতার, উপদেষ্টা নূরুল ইসলাম, হেড অব বিজনেস রেজাউল করিম মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানেজার সোহাগ খান ও সায়মন আরাফাত, মার্কেটিং বিভাগের গ্রুপ লিডার শিমুল সরকার ও মহিন ইসলাম সহ কোম্পানির সকল স্তরের কর্মকর্তাবৃন্দ।
মধ্যবৃত্তের আবাসন চাহিদা মেটানোর প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড। ৪ টি চমৎকার আবাসন প্রকল্প প্রিমিয়াম টাউন,প্রিমিয়াম গার্ডেন, প্রিমিয়াম ভ্যালি ও প্রিমিয়াম রোজ ভ্যালি। আস্হা ও বিশ্বাসের সাথে এগিয়ে চলছে প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বলেন, সবাই দেয় আসা কিন্তু আমরা দেই নিশ্চয়তা । তিনি বলেন,প্রিমিয়াম যেটা বলে সেটাই করে, গত দুই বছরে গ্রাহকদের সবচেয়ে বেশি রেজিষ্ট্রেশন প্রদান করেছেন প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড , যা বিশ্বাস ও স্বচ্ছতার বড় নিদর্শন।
ইতিমধ্যে গ্রাহকদের প্রিয় হয়ে উঠেছে আমাদের প্রকল্পগুলো। প্রিমিয়াম টাউন থেকে ৫ কাঠার একটি প্লট নিয়েছেন অবসরপ্রাপ্ত ব্যাংক
কর্মকর্তা। সন্মানিত গ্রাহক বলেন এই প্রকল্প থেকে প্লট নেবার দুটো কারন চারপাশে সরকারি রাস্তা এবং ম্যানেজমেন্টের কমিটমেন্ট। শত শত গ্রাহকের আস্থা তৈরি করছে প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড। বিশেষ করে,প্রবাসীদের কাছেও আস্হা অর্জন করেছে শতভাগ।
একক আবাসন মেলা সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত।
মেলা চলবে আগামী ১০ জানুয়ারী পর্যন্ত।
আবাসন সংবাদ
রিহ্যাবের আধুনিক ভবন নির্মাণে পরামর্শ সভা অনুষ্ঠিত
রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল অফিসে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সিডিএ কর্তৃক প্রস্তাবিত মাস্টারপ্ল্যান সম্পর্কে রিহ্যাবের পক্ষ থেকে প্রস্তাবনা প্রদান বিষয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সভায় অভিমত ব্যক্ত করা হয়, চট্টগ্রাম মহানগরীতে সকল প্রকার নাগরিক সুবিধা সম্বলিত সুপরিকল্পিত বিশ্বমানের আধুনিক ভবন নির্মাণে রিহ্যাব সদস্যবৃন্দ বদ্ধপরিকর। এ জন্য সিডিএসহ সরকারের সংশ্লিষ্ট সকল দপ্তরের সহযোগীতা কামনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসান, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য সৈয়দ ইরফানুল আলম, নূর উদ্দীন আহাম্মদ, শারিস্থ বিনতে নূর, মোঃ মাঈনুল হাসান, রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সিডিএ সংশ্লিষ্ট বিষয়ে উপদেষ্টা কমিটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার এস. এম আবু সুফিয়ান, উপদেষ্টা ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল সদস্যবৃন্দ এবং রিহ্যাব সদস্য প্রতিষ্ঠানসমূহের প্রকৌশলী ও স্থপতিবৃন্দ।
-
বিবিধ2 years agoবাংলাদেশে প্রচলিত বাড়ি ভাড়ার চুক্তি, নিয়ম ও নীতিমালা
-
নির্বাচিত প্রতিবেদন2 years agoরিয়েল এস্টেট ব্যবসা করবেন যেভাবে
-
আবাসন সংবাদ4 months agoরাজউকের নির্দেশে নর্থ সাউথ গ্রীন সিটি বন্ধ
-
আইন-কানুন4 months agoদলিলে লেখা এসব শব্দের অর্থ জেনে রাখুন, নাহলে পড়তে পারেন আইনি জটিলতায়
-
আইন-কানুন2 years agoরিয়েল এস্টেট ডেভেলপারের সাথে জমি বা ফ্ল্যাট নিয়ে সমস্যা ও তার প্রতিকার (১ম পর্ব)
-
আবাসন সংবাদ4 months agoসীমান্ত রিয়েল এস্টেট এর অনুমোদনহীন সীমান্ত সিটি ও সীমান্ত কান্ট্রি প্রকল্প
-
বিবিধ2 years agoফ্ল্যাট বা অফিস ভাড়ার চুক্তিপত্র নমুনা
-
আবাসন ক্যারিয়ার2 years agoসিরামিক ইঞ্জিনিয়ার হতে চান, তাহলে জানতে হবে যে বিষয়গুলো
