অর্থ ও বাণিজ্য
পিছিয়ে যেতে পারে সৌদি আরবের বিশাল নির্মাণ প্রকল্প

‘তারা বলতেই থাকুক আর আমরা তাদের ভুল প্রমাণ করে যাই’-২০২৩ সালের জুলাইয়ে এক টিভি ডকুমেন্টারি প্রোগ্রামে এমন মন্তব্য করেছিলেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
দেশটির উচ্চাকাঙ্ক্ষী অবকাঠামো প্রকল্প ঘিরে সংশয় নিয়ে কথা বলতে গিয়ে তিনি এ প্রতিক্রিয়া জানিয়েছিলেন। তবে এক বছর যেতে না যেতেই দেশটির নির্মাণ খাতের গিগা প্রকল্প নিয়ে করা কিছু শঙ্কা সত্য হতে চলেছে। এমন খবর প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোয় বিশাল মরুভূমি উন্নয়ন প্রকল্প ‘নিওম’ পিছিয়ে দিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ। যদিও দেশটির উচ্চাভিলাষী লক্ষ্য ‘ভিশন ২০৩০’-এর কেন্দ্রবিন্দু মনে করা হতো।
মূলত জ্বালানি তেলনির্ভরতা থেকে সৌদি অর্থনীতিকে বের করে আনার প্রচেষ্টা করে যাচ্ছেন মোহাম্মদ বিন সালমান। ফলে বৈচিত্র্যকরণ কর্মসূচির আওতায় ‘নিওম সিটি’ ছিল তারই মস্তিষ্কপ্রসূত প্রকল্প।
নিওমের পাশাপাশি আরো ১৩টি বড় নির্মাণ প্রকল্প বা গিগা প্রজেক্ট হাতে নিয়েছে সৌদি সরকার। সংশ্লিষ্টদের দাবি অনুসারে, এসব প্রকল্পের আর্থিক মূল্য প্রায় ট্রিলিয়ন ডলার। এর মধ্যে রয়েছে রাজধানী রিয়াদের উপকণ্ঠে একটি বিনোদন শহর, লোহিত সাগরে একাধিক বিলাসবহুল দ্বীপ রিসোর্ট এবং অন্যান্য পর্যটন ও সাংস্কৃতিক কেন্দ্র।
এদিকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমায় নেতিবাচক প্রভাব পড়েছে দেশটির সরকারি রাজস্বে। ফলে বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি চলমান গিগা প্রকল্পগুলোর পুনর্মূল্যায়ন ও নতুন অর্থায়নের কৌশল খুঁজতে বাধ্য করছে রিয়াদকে।
সৌদি সরকারের সঙ্গে যুক্ত এমন নাম প্রকাশে অনিচ্ছুক একজন উপদেষ্টা বিবিসিকে জানান, প্রকল্পগুলো পর্যালোচনা করা হচ্ছে, শিগগিরই একটি সিদ্ধান্ত আসবে বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, ‘সিদ্ধান্তটি হতে যাচ্ছে একাধিক বিষয়ের ওপর ভিত্তি করে। এখানে কিছু পরিবর্তন আসতে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। এর মধ্যে কিছু প্রকল্প পরিকল্পনা অনুযায়ী এগোবে, আর কিছু বিলম্ব বা ছোট হতে পারে।’
২০১৭ সালে ঘোষিত নিওম হলো ৫০ হাজার কোটি ডলারের একটি ফ্ল্যাগশিপ পরিকল্পনা। যার ফ্যাগশিপ মাধ্যমে দেশটির উত্তর-পশ্চিমের একটি মরুভূমি অঞ্চলে ১০টি ভবিষ্যৎ শহর নির্মাণ করা হবে। এর মধ্যে সবচেয়ে উচ্চাভিলাষী পরিকল্পনাটি হচ্ছে ‘দ্য লাইন’। এটি একটি রৈখিক শহর হবে, যা দুটি সংলগ্ন, সমান্তরাল আকাশচুম্বী প্রাচীরের সমন্বয়ে ৫০০ মিটার উঁচু এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চেয়ে লম্বা।
এ প্রকল্পের মূল পরিকল্পনা ছিল শহরটিকে ১৭০ কিলোমিটার পর্যন্ত প্রসারিত করা। ৯০ লাখ বাসিন্দার আবাসস্থলে পরিণত হবে এ সিটি। তবে বিষয়টি সম্পর্কে অবহিত একাধিক ব্যক্তির মতে, প্রকল্পের ডেভেলপাররা এখন প্রথম মডিউলের কাজ করছে। এর অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে মাত্র ২ দশমিক ৪ কিলোমিটারের কাজ সম্পূর্ণ করার দিকে মনোনিবেশ করবে তারা। সূত্র: বিবিসি
অর্থ ও বাণিজ্য
ইস্টার্ন হাউজিংয়ের মুনাফা বেড়েছে ২১ কোটি টাকা

দেশের আবাসন খাতের কোম্পানি ইস্টার্ন হাউজিংয়ের মুনাফা সাড়ে ৩৭ শতাংশ বেড়েছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি গত জুনে সমাপ্ত ২০২৪–২৫ অর্থবছরে ৭৭ কোটি টাকা মুনাফা করেছে। তার আগের অর্থবছরে যার পরিমাণ ছিল ৫৬ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ইস্টার্ন হাউজিংয়ের মুনাফা ২১ কোটি টাকা বা সাড়ে ৩৭ শতাংশ বেড়েছে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন হাউজিং গতকাল মঙ্গলবার তাদের পরিচালনা পর্ষদের সভায় গত অর্থবছরের আর্থিক বিবরণী চূড়ান্ত করার মাধ্যমে মুনাফার এই হিসাব দিয়েছে। একই সভা থেকে কোম্পানিটি গত অর্থবছরের জন্য শেয়ারধারীদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। তার আগের অর্থবছরে কোম্পানিটি ১৯ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। সেই হিসাবে গত অর্থবছরে ইস্টার্ন হাউজিংয়ের মুনাফা ও লভ্যাংশ উভয়ই বেড়েছে।
কোম্পানির পরিচালনা পর্ষদে চূড়ান্ত করা মুনাফা ও লভ্যাংশের তথ্য আজ বুধবার স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে বিনিয়োগকারীদের জানানো হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটের মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে, গত অর্থবছরের জন্য তারা শেয়ারধারীদের প্রতি শেয়ারের বিপরীতে আড়াই টাকা (২৫ শতাংশ) করে লভ্যাংশ দেবে। বর্তমানে শেয়ারধারীদের হাতে কোম্পানিটির যে শেয়ার রয়েছে তার বিপরীতে লভ্যাংশ বাবদ কোম্পানিটিকে ২৩ কোটি ৩৩ লাখ টাকা বিতরণ করতে হবে। আগের অর্থবছরে (২০২৩–২৪) কোম্পানিটি শেয়ারধারীদের ১৯ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। তাতে প্রতি শেয়ারের বিপরীতে একেকজন শেয়ারধারী ১ টাকা ৯০ পয়সা করে পেয়েছিলেন। ওই বছর ঘোষিত লভ্যাংশ বাবদ কোম্পানিটিকে বিতরণ করেছিল প্রায় ১৮ কোটি টাকা। সেই হিসাবে গত অর্থবছরের জন্য লভ্যাংশ বাবদ ৫ কোটি টাকার বেশি ব্যয় করবে কোম্পানিটি। লভ্যাংশ বাবদ বাড়তি এই ব্যয়ের জোগান আসছে বাড়তি মুনাফা থেকে। কারণ, এক বছরে কোম্পানিটির মুনাফা ২১ কোটি টাকা বেড়েছে।
এদিকে মুনাফা ও লভ্যাংশ বৃদ্ধির খবরে আজ শেয়ারবাজারে ইস্টার্ন হাউজিংয়ের শেয়ারের দামও ঊর্ধ্বমুখী ছিল লেনদেনের শুরু থেকে। প্রথম দেড় ঘণ্টার লেনদেনে কোম্পানিটির শেয়ারের দাম ২ টাকা বা সোয়া ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯০ টাকায়। এ সময় কোম্পানিটির ৮ লাখের বেশি শেয়ারের হাতবদল হয়, যার বাজারমূল্য ছিল প্রায় সাড়ে ৭ কোটি টাকা।
অর্থ ও বাণিজ্য
কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক করল সরকার

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দেওয়া এক আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। কেউ এ-সংক্রান্ত নির্দেশিকার ব্যত্যয় ঘটালে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, কিছু কর্মকর্তা-কর্মচারী সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের ব্যক্তিগত অ্যাকাউন্টে ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯’ অনুযায়ী পরিহারযোগ্য বিভিন্ন বিষয়ে পোস্ট দিচ্ছেন। তাঁরা বিভিন্ন তথ্যাদি শেয়ার করছেন এবং ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকারকে বিব্রত করে স্ট্যাটাস দিচ্ছেন; যা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য চাকরিবিধির পরিপন্থী ও অগ্রহণযোগ্য আচরণ। প্রজাতন্ত্রের দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হিসেবে তাঁদের এ ধরনের কর্মকাণ্ড আচরণবিধি লঙ্ঘনের শামিল। অনেক ক্ষেত্রে তা জাতীয় নিরাপত্তার জন্যও হানিকর এবং বিধিমালা অনুযায়ী অসদাচরণের পর্যায়ের অপরাধ। এ ধরনের বিভিন্ন ব্যত্যয়গুলো নজরে আসায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগকে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে।
আদেশে জ্যেষ্ঠ সচিব, সচিব এবং বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের অধীন কর্মকর্তা-কর্মচারীদের ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯’-এর সুষ্ঠু ব্যবহারের বিষয়ে সতর্ক থাকার জন্য নির্দেশনা দিতে বলা হয়েছে। প্রতিটি ব্যত্যয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা’, ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা’ এবং ‘সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা’ অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
-
বিবিধ2 years ago
বাংলাদেশে প্রচলিত বাড়ি ভাড়ার চুক্তি, নিয়ম ও নীতিমালা
-
নির্বাচিত প্রতিবেদন1 year ago
রিয়েল এস্টেট ব্যবসা করবেন যেভাবে
-
আবাসন সংবাদ4 weeks ago
সীমান্ত রিয়েল এস্টেট এর অনুমোদনহীন সীমান্ত সিটি ও সীমান্ত কান্ট্রি প্রকল্প
-
আবাসন সংবাদ4 weeks ago
রাজউকের নির্দেশে নর্থ সাউথ গ্রীন সিটি বন্ধ
-
আবাসন সংবাদ1 month ago
মাত্র ২৪ ঘন্টায় খতিয়ানের ভূল সংশোধনের সরকারি নির্দেশনা
-
ফিচার4 weeks ago
প্রথম ফ্ল্যাট কিনে ঠকতে না চাইলে মেনে চলুন এই ১০ কৌশল
-
আইন-কানুন1 year ago
রিয়েল এস্টেট ডেভেলপারের সাথে জমি বা ফ্ল্যাট নিয়ে সমস্যা ও তার প্রতিকার (১ম পর্ব)
-
আবাসন সংবাদ1 month ago
প্রিমিয়াম হোল্ডিংয়ের বর্ষপূর্তিতে ৩ দিনব্যাপী একক আবাসন মেলা অনুষ্ঠিত