Connect with us
<

অর্থ ও বাণিজ্য

সরবরাহ সংকটে দাম বাড়তে পারে দস্তার

সরবরাহ সংকটে দাম বাড়তে পারে দস্তার

দস্তার দাম চলতি বছরের শুরুর দিক থেকে এখন পর্যন্ত ১৪ শতাংশ বেড়েছে। আগামী বছরগুলোয় শিল্পোৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ ধাতবটির চাহিদা বাড়বে। পাশাপাশি এর সরবরাহ সংকট তৈরি হওয়ার পূর্বাভাসও দেয়া হয়েছে। এ অবস্থায় দস্তার দাম আরো বেড়ে যেতে পারে।

অস্ট্রেলিয়ার অফিস অব দ্য চিফ ইকোনমিস্ট (এওসিই) জানিয়েছে, বিশ্বজুড়ে শিল্পোৎপাদন বাড়ায় দস্তার চাহিদা বাড়ছে। ২০২৩ সালে ধাতব পণ্যটির দাম বড় পতনের মুখে পড়েছিল। তবে ২০২৪ সালে এর দাম টনপ্রতি প্রায় ২ হাজার ৭০০ ডলারে উন্নীত হওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে, যা ২০২৬ সালের মধ্যে প্রায় ২ হাজার ৮০০ ডলারে পৌঁছতে পারে।

তবে এ বছর দস্তার দাম টনপ্রতি ২ হাজার ৬০০ ডলারে পৌঁছার পূর্বাভাস দিয়েছে ফিচ সলিউশনসের অঙ্গ সংস্থা গবেষণাপ্রতিষ্ঠান বিএমআই। সংস্থাটির ভাষ্যমতে, বাজারের অন্য নিয়ামক শক্তিগুলো ধাতুটির দাম বাড়াতে ভূমিকা রেখেছে। প্রতিষ্ঠানটি আরো জানায়, চলতি বছরের এখন পর্যন্ত দস্তার গড় দাম ২ হাজার ৬৮১ ডলার রয়েছে। পূর্বাভাসের চেয়েও কম সরবরাহের কারণে দস্তার দাম ঊর্ধ্বমুখী।

২০২৩ সালে দস্তার দাম টনপ্রতি ৩ হাজার ৪০০ ডলারে পৌঁছেছিল। ওই বছর দস্তার বাজারে বেশ অস্থিরতা দেখা যায়। দস্তা পরিশোধন সক্ষমতা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছিল। এতে দস্তার শেয়ারদরও কমে যায়। তবে ক্রমান্বয়ে বাজার পরিস্থিতির উন্নতি হতে থাকে। চলতি বছরের মে মাসে দস্তার গড় উৎপাদন ২ লাখ ৫০ হাজার টনে দাঁড়ায়।

অর্থনীতিবিষয়ক গবেষণাপ্রতিষ্ঠান আইএনজি থিংক বলেছে, ১২ জুলাই পর্যন্ত সপ্তাহের ব্যবধানে দস্তার শেয়ারদর কমেছে দশমিক ৬ শতাংশ। বর্তমানে লন্ডন মেটাল এক্সচেঞ্জে তৃতীয় মাসে সরবরাহ চুক্তিতে প্রতি টন দস্তা ২ হাজার ৮৭০ ডলারে লেনদেন হয়েছে।

Advertisement

এর আগে এপ্রিলে বিশ্বব্যাংকের কমোডিটি আউটলুকে বলা হয়েছিল, ২০২৪ সালে দস্তার দাম ৬ শতাংশ কমতে পারে। এতে বলা হয়, চীনসহ প্রধান অর্থনীতির দেশগুলোর শিল্পোৎপাদন কমে যাওয়ায় ধাতবটির চাহিদা কমতে পারে। ফলে এর দাম কমে যেতে পারে। যদিও বাস্তবে এর বিপরীত চিত্র দেখা যাচ্ছে।

আইএনজি থিংক বলছে, চীনে পরিশোধিত দস্তা উৎপাদন জুনে আগের মাসের তুলনায় ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ৫ লাখ ৪৫ হাজার ৮০০ টনে উন্নীত হয়েছে। চলতি মাসে পরিশোধন কেন্দ্রগুলোয় নিয়মিত সংস্কার, রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলছে। এছাড়া কাঁচামাল ঘাটতির কারণে দেশটিতে উৎপাদন কমে ৫ লাখ ৭ হাজার টনে নেমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ফলে দাম আরো বেড়ে যেতে পারে। সূত্র: দ্য হিন্দু বিজনেস লাইন।

অর্থ ও বাণিজ্য

ইস্টার্ন হাউজিংয়ের মুনাফা বেড়েছে ২১ কোটি টাকা

Published

on

By

আবাসন কনটেন্ট কাউন্সিলর

দেশের আবাসন খাতের কোম্পানি ইস্টার্ন হাউজিংয়ের মুনাফা সাড়ে ৩৭ শতাংশ বেড়েছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি গত জুনে সমাপ্ত ২০২৪–২৫ অর্থবছরে ৭৭ কোটি টাকা মুনাফা করেছে। তার আগের অর্থবছরে যার পরিমাণ ছিল ৫৬ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ইস্টার্ন হাউজিংয়ের মুনাফা ২১ কোটি টাকা বা সাড়ে ৩৭ শতাংশ বেড়েছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন হাউজিং গতকাল মঙ্গলবার তাদের পরিচালনা পর্ষদের সভায় গত অর্থবছরের আর্থিক বিবরণী চূড়ান্ত করার মাধ্যমে মুনাফার এই হিসাব দিয়েছে। একই সভা থেকে কোম্পানিটি গত অর্থবছরের জন্য শেয়ারধারীদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। তার আগের অর্থবছরে কোম্পানিটি ১৯ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। সেই হিসাবে গত অর্থবছরে ইস্টার্ন হাউজিংয়ের মুনাফা ও লভ্যাংশ উভয়ই বেড়েছে।

কোম্পানির পরিচালনা পর্ষদে চূড়ান্ত করা মুনাফা ও লভ্যাংশের তথ্য আজ বুধবার স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে বিনিয়োগকারীদের জানানো হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটের মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে, গত অর্থবছরের জন্য তারা শেয়ারধারীদের প্রতি শেয়ারের বিপরীতে আড়াই টাকা (২৫ শতাংশ) করে লভ্যাংশ দেবে। বর্তমানে শেয়ারধারীদের হাতে কোম্পানিটির যে শেয়ার রয়েছে তার বিপরীতে লভ্যাংশ বাবদ কোম্পানিটিকে ২৩ কোটি ৩৩ লাখ টাকা বিতরণ করতে হবে। আগের অর্থবছরে (২০২৩–২৪) কোম্পানিটি শেয়ারধারীদের ১৯ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। তাতে প্রতি শেয়ারের বিপরীতে একেকজন শেয়ারধারী ১ টাকা ৯০ পয়সা করে পেয়েছিলেন। ওই বছর ঘোষিত লভ্যাংশ বাবদ কোম্পানিটিকে বিতরণ করেছিল প্রায় ১৮ কোটি টাকা। সেই হিসাবে গত অর্থবছরের জন্য লভ্যাংশ বাবদ ৫ কোটি টাকার বেশি ব্যয় করবে কোম্পানিটি। লভ্যাংশ বাবদ বাড়তি এই ব্যয়ের জোগান আসছে বাড়তি মুনাফা থেকে। কারণ, এক বছরে কোম্পানিটির মুনাফা ২১ কোটি টাকা বেড়েছে।

এদিকে মুনাফা ও লভ্যাংশ বৃদ্ধির খবরে আজ শেয়ারবাজারে ইস্টার্ন হাউজিংয়ের শেয়ারের দামও ঊর্ধ্বমুখী ছিল লেনদেনের শুরু থেকে। প্রথম দেড় ঘণ্টার লেনদেনে কোম্পানিটির শেয়ারের দাম ২ টাকা বা সোয়া ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯০ টাকায়। এ সময় কোম্পানিটির ৮ লাখের বেশি শেয়ারের হাতবদল হয়, যার বাজারমূল্য ছিল প্রায় সাড়ে ৭ কোটি টাকা।

Continue Reading

অর্থ ও বাণিজ্য

কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক করল সরকার

Published

on

By

আবাসন কনটেন্ট কাউন্সিলর

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দেওয়া এক আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। কেউ এ-সংক্রান্ত নির্দেশিকার ব্যত্যয় ঘটালে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, কিছু কর্মকর্তা-কর্মচারী সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের ব্যক্তিগত অ্যাকাউন্টে ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯’ অনুযায়ী পরিহারযোগ্য বিভিন্ন বিষয়ে পোস্ট দিচ্ছেন। তাঁরা বিভিন্ন তথ্যাদি শেয়ার করছেন এবং ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকারকে বিব্রত করে স্ট্যাটাস দিচ্ছেন; যা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য চাকরিবিধির পরিপন্থী ও অগ্রহণযোগ্য আচরণ। প্রজাতন্ত্রের দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হিসেবে তাঁদের এ ধরনের কর্মকাণ্ড আচরণবিধি লঙ্ঘনের শামিল। অনেক ক্ষেত্রে তা জাতীয় নিরাপত্তার জন্যও হানিকর এবং বিধিমালা অনুযায়ী অসদাচরণের পর্যায়ের অপরাধ। এ ধরনের বিভিন্ন ব্যত্যয়গুলো নজরে আসায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগকে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে।

আদেশে জ্যেষ্ঠ সচিব, সচিব এবং বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের অধীন কর্মকর্তা-কর্মচারীদের ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯’-এর সুষ্ঠু ব্যবহারের বিষয়ে সতর্ক থাকার জন্য নির্দেশনা দিতে বলা হয়েছে। প্রতিটি ব্যত্যয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা’, ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা’ এবং ‘সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা’ অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Continue Reading
Advertisement
Advertisement
আবাসন সংবাদ3 weeks ago

রিহ্যাবের আধুনিক ভবন নির্মাণে পরামর্শ সভা অনুষ্ঠিত

রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল অফিসে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সিডিএ কর্তৃক প্রস্তাবিত মাস্টারপ্ল্যান...

নির্বাচিত প্রতিবেদন4 weeks ago

আবাসন খাত আবার ঘুরে দাঁড়াবে

দেশের আবাসন খাতের অবস্থা বিভিন্ন কারণে কিছুটা নাজুক। এ খাতের স্বাভাবিক প্রবৃদ্ধির জন্য যে পরিবেশ দরকার, তা অনুপস্থিত। এর ওপর...

অর্থ ও বাণিজ্য4 weeks ago

ইস্টার্ন হাউজিংয়ের মুনাফা বেড়েছে ২১ কোটি টাকা

দেশের আবাসন খাতের কোম্পানি ইস্টার্ন হাউজিংয়ের মুনাফা সাড়ে ৩৭ শতাংশ বেড়েছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি গত জুনে সমাপ্ত ২০২৪–২৫ অর্থবছরে ৭৭...

আবাসন সংবাদ4 weeks ago

আবাসন পরিদপ্তরের সহকারী পরিচালক ও হিসাবরক্ষক সাময়িক বরখাস্ত

চাকুরির গ্রেড ও বেসিক বেতন বিবেচনায় না নিয়ে সরকারি বাসা বরাদ্দের সুপারিশ, ডি-১ ও ডি-২ শ্রেণির বাসা বরাদ্দের ক্ষেত্রে মোটা...

আইন-কানুন1 month ago

একই জমি দুইজনের কাছে বিক্রি: কে হবেন প্রকৃত মালিক?

একটি জমি যদি ভিন্ন সময়ে দুইজন ব্যক্তির কাছে বিক্রি করা হয়, তাহলে প্রকৃত মালিক কে হবেন? এ বিষয়ে ব্যারিস্টার তাসমিয়া...

Advertisement

সর্বাধিক পঠিত