যারা ঢাকায় স্থায়ীভাবে বসবাস করার স্বপ্ন দেখছেন, এমন স্বপ্নবাজ ও আগ্রহী ক্রেতাদের সহজে জমির প্লট খুঁজে পাওয়ার সুযোগ এবং পূর্বাচল এলাকার রিয়েল এস্টেট কোম্পানির জমি/প্লট মালিকদের সাথে ভবিষ্যতের সম্ভাব্য ক্রেতাদের দেখা করার সুযোগ করে দিতে রাজধানীর পূর্বাচল ক্লাবে শুরু হলো ‘পূর্বাচল বিল্ডার্স অ্যান্ড হাউজিং এক্সপো ২০২৪’।
শুক্রবার (২৪ মে) সকাল ১০টায় পাসওয়ার্ড কমিউনিকেশনের আয়োজনে পূর্বাচল ক্লাব লিমিটেডের মিলনায়তনে দুই দিনের এই মেলা শুরু হয়। চলবে ২৫ মে, শনিবার রাত ৮টা পর্যন্ত।
মেলার আয়োজন সম্পর্কে পাসওয়ার্ড কমিউনিকেশনের ফাউন্ডার অ্যান্ড সিইও শেখ মেহেদী হাসান আবাসনকে বলেন, রাজধানীতে যেসব কোম্পানি রিয়েল এস্টেট বা আবাসনশিল্পের সঙ্গে প্রত্যক্ষ/পরোক্ষভাবে জড়িত সেসব কোম্পানি মেলায় স্পন্সরশিপ, পার্টনারশিপ এবং স্টলের মাধ্যমে ইভেন্টে অংশগ্রহণ করবে। পূর্বাচল এলাকার বর্তমান রিয়েল এস্টেট কোম্পানির জমি/প্লট মালিকদের সাথে ভবিষ্যতের সম্ভাব্য ক্রেতাদের দেখা করার সুযোগ করে দিতে পূর্বাচল ক্লাবে আয়োজন করা হয়েছে ‘পূর্বাচল বিল্ডার্স অ্যান্ড হাউজিং এক্সপো ২০২৪’। যারা ঢাকায় প্লট কিনে বাড়ি করার পরিকল্পনা করছেন এমন আগ্রহী ও স্বপ্নবাজ ক্রেতাদের জন্য মেলায় থাকছে সুলভ মূল্যে প্লট বুকিং দেওয়ার সুযোগ। সেসাথে অংশগ্রহণকারী বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানির পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় ছাড় ও অফার।
>> আরও পড়ুন: পূর্বাচল বিল্ডার্স অ্যান্ড হাউজিং এক্সপোতে এসেন্ড গ্রুপের চার প্রকল্পে বিশেষ ছাড়
আবাসন খাত সংশ্লিষ্টরা পূর্বাচলের জমি কেনার বিষয়ে বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে আধুনিকভাবে জীবনযাপনের জন্য পূর্বাচলে রয়েছে সব ধরনের নাগরিক সুযোগ-সুবিধা। রয়েছে উন্নত ও অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা। সব প্রকল্পের উভয়দিকে রয়েছে সরকারি প্রশস্ত রাস্তা। এখানে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় স্যাটেলাইট মেগা সিটি, দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম দৃষ্টিনন্দন সড়ক ‘পূর্বাচল ৩০০ ফুট এক্সপ্রেসওয়ে’ , ১৪টি লেনবিশিষ্ট দেশের সবচেয়ে চওড়া ও দ্রুতগতির সড়কটি দিয়ে দিন-রাত শাঁ শাঁ করে ছুটে চলছে যানবাহন। সড়কের দুই পাশের পাড় বাঁধানো খালে টলমল করছে স্বচ্ছ পানি। ৩০০ ফুট এক্সপ্রেসওয়েটি চালু হওয়ার ফলে শুধু নতুন শহর পূর্বাচলের সঙ্গেই নয়, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, সিলেট, চট্টগ্রাম, কিশোরগঞ্জসহ দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ অনেকটাই সহজ হয়ে গেছে। এছাড়াও রয়েছে সর্বোচ্চ টাওয়ার ১১১ তলা বঙ্গবন্ধু ট্রাই টাওয়ার, বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম, সর্বাধুনিক মেট্রোরেল যোগাযোগ ব্যবস্থা, স্থায়ী আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ, আন্তর্জাতিক মানের গলফ সেন্টার, ইকো-পার্ক ও ডিপ্লোমেটিক জোন। তাই আগ্রহী ক্রেতারা ‘পূর্বাচল বিল্ডার্স অ্যান্ড হাউজিং এক্সপো ২০২৪’ থেকে নিশ্চিন্তে জমি বা প্লট বুকিং দিতে পারেন।
>> আরও পড়ুন: তিন প্রকল্প নিয়ে পূর্বাচল বিল্ডার্স অ্যান্ড হাউজিং এক্সপোতে ইউরো-বাংলা বিল্ডার্স অ্যান্ড টেকনোলজি
মেলায় বিল্ডার্স অ্যান্ড হাউজিং কোম্পানি, রিয়েল এস্টেট কোম্পানি, বিল্ডার্স মেটারিয়াল কোম্পানি, কনসালটেন্ট ফার্মসহ রিয়েল এস্টেট বিজনেস রিলেটেড বিভিন্ন কোম্পানি অংশগ্রহণ করছে।
মেলায় প্রধান স্পন্সর হিসেবে থাকছে একেএস রিফাইন্ড স্টিল। এছাড়াও আয়োজনের বিল্ডিং পার্টনার এফডিএল, হাউজিং পার্টনার পূর্বাচল ইস্ট ওড সিটি, এডুকেশন পার্টনার স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, রেজিট্রেশন পার্টনার প্রোপার্টি পাসওয়ার্ড, ট্রাভেল পার্টনার বাহাজা, রিফ্রেশমেন্ট পার্টনার লাসপেরিউস, মিডিয়া পার্টনার এনটিএন বাংলা ও রেডিও ফুর্তি ৮৮ এফএম।
মেলা সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত। বিনা মূল্যে মেলায় প্রবেশ করা যাবে। সবার জন্য মেলা উন্মুক্ত।