দেশীয় ফার্নিচার শিল্পের সবচেয়ে বড় প্রদর্শনী ১৯তম জাতীয় ফার্নিচার মেলা শুরু হচ্ছে আজ। মঙ্গলবার (১৫ অক্টোবর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় মেলার উদ্বোধন করা হবে।
বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি (বিএফইএ) আয়োজিত এ মেলা চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বিনা টিকিটে মেলা পরিদর্শন করতে পারবেন ক্রেতারা। ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার গুলনকশা (হল ০১) এবং পুষ্পগুচ্ছ (হল ০২)-এ।
৩০টি দেশীয় ফার্নিচার ব্রান্ড কোম্পানির অংশগ্রহনে এবারের মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৫ দিন ব্যাপি এই মেলায় থাকছে আকর্ষণীয় সব অফার ও ডিসকাউন্ট। প্রতিবারের মত চিত্রাঙ্কনের বিশেষ আকর্ষণতো থাকছেই। এতে ফার্নিচারের পাশাপাশি ঘরের আনুষঙ্গিক জিনিসপত্রও বিক্রি হবে।
মেলা কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির ভাইস চেয়ারম্যান শেখ আব্দুল আউয়াল বলেন, আমাদের এক সময় বিদেশ থেকে ফার্নিচার আমদানি করতে হতো। কিন্তু বর্তমানে আমরা দেশের চাহিদা পূরণ করে বিদেশেও ফার্নিচার রপ্তানি করতে পারছি। এটি দেশের অর্থনীতিতে অবদান রাখছে। দেশের ফার্নিচার শিল্প নিয়ে আরও বেশি মিডিয়ায় প্রচারের আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি (বিএফইএ) আয়োজিত জাতীয় ফার্নিচার মেলার ১৯তম আসরে ফার্নিচারের পাশাপাশি থাকবে ঘরের আনুষঙ্গিক জিনিসপত্রও।
মেলায় হাতিল, আখতার, ওমেগা ফার্নিচার, নাভানা, রিগ্যাল, নাদিয়া, ব্রাদার্স ফার্নিচারসহ নামিদামি বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল থাকবে।