সাধ ও সাধ্যের মধ্যে মনের মতো ফ্ল্যাট বা প্লট খুঁজে নিতে ক্রেতাদের জন্য রাজধানীর বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব মেলা। আগারগাঁওয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহ্যাব আয়োজিত এ মেলা চলবে আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত।
সোমবার (২৩ ডিসেম্বর) আগারগাঁওয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ড. সিদ্দিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব সভাপতি মো. ওয়াহিদুজ্জামানসহ আয়োজক সংগঠনের সদস্যরা।
আয়োজকরা জানান, এবারের মেলায় বিভিন্ন আবাসন কোম্পানির পাশাপাশি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানও অংশ নিয়েছে। রিহ্যাব ফেয়ার ২০২৪-এ ২২০টি স্টল রয়েছে। এই ফেয়ারে ৫টি গোল্ড স্পন্সর, ১৮টি কো-স্পন্সর, ১৮টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ১০ অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানকে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া হয়েছে।
এবারের রিহ্যাব মেলায় গোল্ড স্পনসর হয়েছে ক্রিডেন্স হাউজিং, শেল্টেক্, ট্রপিক্যাল হোমস, র্যাংগস প্রপার্টিজ ও নাভানা রিয়েল এস্টেট। কো-স্পনসর হিসেবে রয়েছে ১৮টি আবাসন প্রতিষ্ঠান। সেগুলো হচ্ছে এবিসি রিয়েল এস্টেট, আনোয়ার ল্যান্ডমার্ক, এশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্ট, অ্যাশিউর ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইন, আটলান্টিক প্রপার্টিজ অ্যান্ড ডেভেলপমেন্ট, সিএ প্রপার্টি ডেভেলপমেন্ট, কম্প্রিহেনসিভ হোল্ডিংস, ইস্টার্ন হাউজিং, ইন্সপায়ার্ড ডেভেলপমেন্ট, অনওয়ার্ড ডেভেলপমেন্ট, প্লাটিনাম হোল্ডিংস, পূর্বাচল প্রবাসী পল্লী, র্যানকন রিয়েল এস্টেট, সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্ট, সেনাকল্যাণ কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, সুবর্ণ ভূমি হাউজিং, দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স এবং আরবান ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট।
সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। মেলায় প্রবেশে সিঙ্গেল এন্ট্রি টিকিটের প্রবেশ মূল্য ৫০ টাকা। আর মাল্টিপল এন্ট্রি টিকিটের মূল্য ধরা হয়েছে ১০০ টাকা। মাল্টিপল এন্ট্রি টিকিট দিয়ে একজন দর্শনার্থী মেলার সময় ৫ বার প্রবেশ করতে পারবেন। এন্ট্রি টিকিটের সম্পূর্ণ অর্থ দুস্থদের জন্য কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির কাজে ব্যয় করা হবে। টিকিটের রাফেল ড্রতেও থাকবে আকর্ষণীয় পুরস্কার।