আবাসন সংবাদ
তিন দিনের মিরপুর আবাসন মেলা শুরু

যাদুর নগরী ঢাকায় অনেকেই বাড়ি করার স্বপ্ন দেখেন। স্বপ্নবাজ ও আগ্রহী ক্রেতাদের সহজে জমির প্লট খুঁজে পাওয়ার সুযোগ করে দিতে রাজধানীতে শুরু হলো তিন দিনের মিরপুর আবাসন মেলা।
বুধবার (১৫ মে) সকালে রিয়েল এস্টেট কোম্পানি কেডি প্রপার্টিস লিমিটেডের উদ্যোগে রাজধানীর মিরপুর-১০ (মেট্রোরেল সংলগ্ন) এফ এস স্কয়ার শপিং মলের নীচ তলায় এই মিরপুর আবাসন মেলা শুরু হয়। মেলা চলবে শুক্রবার (১৭ মে) সন্ধ্যা পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীদের জন্য এই মেলা উন্মুক্ত থাকবে।
আয়োজকরা জানিয়েছেন, রাজধানীর আশপাশে কোথাও জমি কিনে যারা ঢাকায় স্থায়ীভাবে বসবাস করার স্বপ্ন দেখছেন, এমন স্বপ্নবাজ ও আগ্রহী ক্রেতাদের সহজে জমির প্লট খুঁজে পাওয়ার সুযোগ করে দিতে রিয়েল এস্টেট কেডি প্রপার্টিস লিমিটেড এই আবাসন মেলার আয়োজন করেছে।

ছবি: সংগৃহীত
আয়োজকরা আরও জানিয়েছেন, তথ্যপ্রযুক্তির এই যুগে আধুনিকভাবে জীবনযাপনের জন্য সব ধরনের নাগরিক সুযোগ-সুবিধাসহ শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির সৌন্দর্যের মাঝে স্নিগ্ধ ও নিরিবিলি, সবুজে ঘেরা ইছামতি নদীর কোল ঘেঁষে গড়ে তোলা হয়েছে দেশের স্বনামধন্য কোম্পানি কেডি প্রপার্টিস লিমিটেড-এর আবাসন প্রকল্প ‘বিক্রমপুর মডেল টাউন’। প্রকল্পটি মতিঝিল থেকে খুব কাছে। ঢাকা-মাওয়া হাইওয়ে সংলগ্ন রিভারভিউ স্মার্ট সিটিটিতে রয়েছে আধুনিক নাগরিক জীবনের সব ধরনের উপকরণ। চারদিকে রয়েছে মানুষের বসবাস। রয়েছে উন্নত ও অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা। প্রকল্পের উভয়দিকে রয়েছে সরকারি প্রশস্ত রাস্তা। আগ্রহী ক্রেতা জমি কিনে মূল্য পরিশোধের সাথে সাথে সাফ-কবলা দলিলসহ রেজিস্ট্রেশন করে দেওয়ার রয়েছে উন্নত ও মানসম্মত ব্যবস্থা।
>>আরও পড়ুন: রাজধানীর বারিধারায় একক আবাসন মেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার
আয়োজকরা আরও জানিয়েছেন, এই প্রকল্পের কর্ণার প্লট মাসিক কাঠা প্রতি ৩ হাজার ৯৬০ টাকার কিস্তিতে কেনার সুযোগ রয়েছে। আবার এককালীন মূল্য পরিশোধ করেও ৯.৬০ লক্ষ টাকায় প্লট কেনার সুযোগ রয়েছে। প্রকল্পের ৩ কাঠার কর্ণার প্লটগুলোর জন্য এ সুবিধা দেওয়া হচ্ছে।
মেলার বিশেষ আকর্ষণ সম্পর্কে আয়োজকরা জানান, মেলা উপলক্ষে প্লট কেনায় থাকছে বিশেষ আকর্ষণীয় মূল্য ছাড়। প্লট বুকিং দিলেই মিলবে এসি, চার্জার ফ্যান, ডিসকাউন্ট কার্ড ফ্রি’র মতো আকর্ষণীয় পুরস্কার।

ছবি: সংগৃহীত
“বিক্রমপুর মডেল টাউন” প্রকল্প থেকে কেনো প্লট কিনবেন ক্রেতারা, জবাবে আয়োজকরা জানান, স্বপ্নের পদ্মাসেতুকে কেন্দ্র করে ঢাকা মাওয়া রোড ফুটে উঠছে সরকারের বহুমুখী উন্নয়নের চিত্র। ইতিমধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগার স্থানান্তরিত হয়েছে কেরাণীগঞ্জ ঢাকা-মাওয়া রোডের পাশে। তার পাশেই গড়ে উঠবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েল দ্বিতীয় ক্যাম্পাস। যার জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। পদ্মাসেতু বাস্তবায়নের সাথে সাথেই দক্ষিণাঞ্চলকে ঘিরে সরকার সুদূর প্রসারী মহাপরিকল্পনা হাতে নিয়েছে। ইতিমধ্যে পায়রা সমুদ্র বন্দর উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। পদ্মার পাড়ে গড়ে উঠছে আন্তর্জাতিক ক্রীড়া কমপ্লেক্সসহ অলিম্পিক ভিলেজ। হংকং ও সিঙ্গাপুরের আদলে গড়ে উঠবে বঙ্গবন্ধু স্যাটেলাইট সিটি। মুন্সিগঞ্জে গড়ে উঠবে আধুনিক শিল্প পল্লী। উন্নত নাগরিক সুবিধা নিয়ে পবিবেশ ও গ্রাহক বান্ধব আবাসন হবে “বিক্রমপুর মডেল টাউন”।
>>আরও পড়ুন: গুলশানে ক্যানভা রিয়েল এস্টেট একক আবাসন মেলা চলছে
এক্সপ্রেস হাইওয়ে: ঢাকার যাত্রাবাড়ি থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৫৫ কি.মি. সড়ক রূপ নিচ্ছে হাইওয়েতে। যার মধ্যে ঢাকা-মাওয়া ৩০ কি.মি. আর জাজিরা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ২০ কি.মি. এটি হবে দেশের প্রথম এক্সপ্রেস হাহওয়ে যেখানে মূল সড়কে থাকবে ৪টি লেন। সঙ্গে সড়কের দুই পাশে থাকবে সাড়ে পাঁচ মিটার করে (একেক পাশে দুই লেন) দুটি সার্ভিস লেন। এটি নির্মান সম্পন্ন হওয়ার পর মাত্র ৪০ মিনিটেই পৌঁছে যাবে ঢাকা থেকে ফবিদপুরের ভাঙ্গায়। এটি নির্মানের পর এটাই হবে বাংলাদেশের দ্রুততম সড়কপথ। এখানে রয়েছে পরিবেশবান্ধব আবাসন, উন্নত সকল নাগরিক সুবিধা, ৪০০ ফুট প্রশস্ত ঢাকা-মাওয়া রোড।
যারা ‘বিক্রমপুর মডেল টাউন’ প্রকল্পের জমি যারা কিনতে আগ্রহী ও মেলার বিষয় জানতে চান তাদেরকে 01407 052210 মোবাইল নম্বরে যোগাযোগ করতে হবে। আরও বিস্তারিত জানা যাবে ‘বিক্রমপুর মডেল টাউন’-এর অফিসিয়াল ফেসবুকের এই ঠিকানায়। ওয়েবসাইটেও বিস্তারিত দেখা যাবে এই ঠিকানায়।
আবাসন সংবাদ
রিহ্যাবের আধুনিক ভবন নির্মাণে পরামর্শ সভা অনুষ্ঠিত

রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল অফিসে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সিডিএ কর্তৃক প্রস্তাবিত মাস্টারপ্ল্যান সম্পর্কে রিহ্যাবের পক্ষ থেকে প্রস্তাবনা প্রদান বিষয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সভায় অভিমত ব্যক্ত করা হয়, চট্টগ্রাম মহানগরীতে সকল প্রকার নাগরিক সুবিধা সম্বলিত সুপরিকল্পিত বিশ্বমানের আধুনিক ভবন নির্মাণে রিহ্যাব সদস্যবৃন্দ বদ্ধপরিকর। এ জন্য সিডিএসহ সরকারের সংশ্লিষ্ট সকল দপ্তরের সহযোগীতা কামনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসান, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য সৈয়দ ইরফানুল আলম, নূর উদ্দীন আহাম্মদ, শারিস্থ বিনতে নূর, মোঃ মাঈনুল হাসান, রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সিডিএ সংশ্লিষ্ট বিষয়ে উপদেষ্টা কমিটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার এস. এম আবু সুফিয়ান, উপদেষ্টা ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল সদস্যবৃন্দ এবং রিহ্যাব সদস্য প্রতিষ্ঠানসমূহের প্রকৌশলী ও স্থপতিবৃন্দ।
অর্থ ও বাণিজ্য
ইস্টার্ন হাউজিংয়ের মুনাফা বেড়েছে ২১ কোটি টাকা

দেশের আবাসন খাতের কোম্পানি ইস্টার্ন হাউজিংয়ের মুনাফা সাড়ে ৩৭ শতাংশ বেড়েছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি গত জুনে সমাপ্ত ২০২৪–২৫ অর্থবছরে ৭৭ কোটি টাকা মুনাফা করেছে। তার আগের অর্থবছরে যার পরিমাণ ছিল ৫৬ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ইস্টার্ন হাউজিংয়ের মুনাফা ২১ কোটি টাকা বা সাড়ে ৩৭ শতাংশ বেড়েছে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন হাউজিং গতকাল মঙ্গলবার তাদের পরিচালনা পর্ষদের সভায় গত অর্থবছরের আর্থিক বিবরণী চূড়ান্ত করার মাধ্যমে মুনাফার এই হিসাব দিয়েছে। একই সভা থেকে কোম্পানিটি গত অর্থবছরের জন্য শেয়ারধারীদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। তার আগের অর্থবছরে কোম্পানিটি ১৯ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। সেই হিসাবে গত অর্থবছরে ইস্টার্ন হাউজিংয়ের মুনাফা ও লভ্যাংশ উভয়ই বেড়েছে।
কোম্পানির পরিচালনা পর্ষদে চূড়ান্ত করা মুনাফা ও লভ্যাংশের তথ্য আজ বুধবার স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে বিনিয়োগকারীদের জানানো হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটের মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে, গত অর্থবছরের জন্য তারা শেয়ারধারীদের প্রতি শেয়ারের বিপরীতে আড়াই টাকা (২৫ শতাংশ) করে লভ্যাংশ দেবে। বর্তমানে শেয়ারধারীদের হাতে কোম্পানিটির যে শেয়ার রয়েছে তার বিপরীতে লভ্যাংশ বাবদ কোম্পানিটিকে ২৩ কোটি ৩৩ লাখ টাকা বিতরণ করতে হবে। আগের অর্থবছরে (২০২৩–২৪) কোম্পানিটি শেয়ারধারীদের ১৯ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। তাতে প্রতি শেয়ারের বিপরীতে একেকজন শেয়ারধারী ১ টাকা ৯০ পয়সা করে পেয়েছিলেন। ওই বছর ঘোষিত লভ্যাংশ বাবদ কোম্পানিটিকে বিতরণ করেছিল প্রায় ১৮ কোটি টাকা। সেই হিসাবে গত অর্থবছরের জন্য লভ্যাংশ বাবদ ৫ কোটি টাকার বেশি ব্যয় করবে কোম্পানিটি। লভ্যাংশ বাবদ বাড়তি এই ব্যয়ের জোগান আসছে বাড়তি মুনাফা থেকে। কারণ, এক বছরে কোম্পানিটির মুনাফা ২১ কোটি টাকা বেড়েছে।
এদিকে মুনাফা ও লভ্যাংশ বৃদ্ধির খবরে আজ শেয়ারবাজারে ইস্টার্ন হাউজিংয়ের শেয়ারের দামও ঊর্ধ্বমুখী ছিল লেনদেনের শুরু থেকে। প্রথম দেড় ঘণ্টার লেনদেনে কোম্পানিটির শেয়ারের দাম ২ টাকা বা সোয়া ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯০ টাকায়। এ সময় কোম্পানিটির ৮ লাখের বেশি শেয়ারের হাতবদল হয়, যার বাজারমূল্য ছিল প্রায় সাড়ে ৭ কোটি টাকা।
-
বিবিধ2 years ago
বাংলাদেশে প্রচলিত বাড়ি ভাড়ার চুক্তি, নিয়ম ও নীতিমালা
-
নির্বাচিত প্রতিবেদন1 year ago
রিয়েল এস্টেট ব্যবসা করবেন যেভাবে
-
আবাসন সংবাদ4 weeks ago
সীমান্ত রিয়েল এস্টেট এর অনুমোদনহীন সীমান্ত সিটি ও সীমান্ত কান্ট্রি প্রকল্প
-
আবাসন সংবাদ4 weeks ago
রাজউকের নির্দেশে নর্থ সাউথ গ্রীন সিটি বন্ধ
-
আবাসন সংবাদ1 month ago
মাত্র ২৪ ঘন্টায় খতিয়ানের ভূল সংশোধনের সরকারি নির্দেশনা
-
ফিচার4 weeks ago
প্রথম ফ্ল্যাট কিনে ঠকতে না চাইলে মেনে চলুন এই ১০ কৌশল
-
আইন-কানুন1 year ago
রিয়েল এস্টেট ডেভেলপারের সাথে জমি বা ফ্ল্যাট নিয়ে সমস্যা ও তার প্রতিকার (১ম পর্ব)
-
আবাসন সংবাদ1 month ago
প্রিমিয়াম হোল্ডিংয়ের বর্ষপূর্তিতে ৩ দিনব্যাপী একক আবাসন মেলা অনুষ্ঠিত