যাদুর নগরী রাজধানীর আশপাশে কোথাও তিন বা পাঁচ কাঠা জমি কিনে যারা ঢাকায় স্থায়ীভাবে বসবাস করার স্বপ্ন দেখছেন, এমন স্বপ্নবাজ ও আগ্রহী ক্রেতাদের সহজে জমির প্লট খুঁজে পাওয়ার সুযোগ করে দিতে রাজধানীতে শুরু হচ্ছে দুই দিনের আবাসন মেলা ‘পূর্বাচল বিল্ডার্স অ্যান্ড হাউজিং এক্সপো ২০২৪’।
মেলায় তিনটি আবাসন প্রকল্পের রেডি প্লট নিয়ে অংশগ্রহণ করছে রিয়েল এসস্টে কোম্পানি ইউরো-বাংলা বিল্ডার্স অ্যান্ড টেকনোলজি (প্রা.) লিমিটেড।
আগামী শুক্রবার (২৪ মে) পাসওয়ার্ড কমিউনিকেশনের আয়োজনে পূর্বাচল ক্লাব লিমিটেডের মিলনায়তনে এই মেলা শুরু হচ্ছে। চলবে ২৫ মে, শনিবার পর্যন্ত।
>>আরও পড়ুন: পূর্বাচল বিল্ডার্স অ্যান্ড হাউজিং এক্সপো ২০২৪ শুরু শুক্রবার
ইউরো-বাংলা বিল্ডার্স অ্যান্ড টেকনোলজি (প্রা.) লিমিটেড জানিয়েছেন, কোম্পানিটির ঢাকার কেরাণীগঞ্জে তিনটি প্রকল্প রয়েছে। প্রকল্পগুলো হলো ‘কালিন্দী মডেল টাউন’, ‘সোনার বাংলা গ্রীণসিটি’, ও ‘সোনার বাংলা আবাসিক প্রকল্প’। রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর থেকে মাত্র অল্প দূরে, খুব সহজেই চলে আসা যায় বসিলা ব্রিজ হয়ে প্রকল্পগুলোতে। ঢাকা-মাওয়া রোডের কাছে একক মালিকানার প্রজেক্ট এবং কোম্পানীর সম্পূর্ণ নিজস্ব সম্পত্তির উপর গড়ে উঠা প্রকল্প। বিদ্যুৎ,পানিসহ আধুনিক নাগরিক জীবনের সকল সুযোগ-সুবিধা বিদ্যমান। বালু ভরাটকৃত প্রাকৃতিকভাবে উঁচু, তাই সম্পূর্ণ বন্যামুক্ত প্রকল্প। প্রকল্পের পাশে ঢাকা-মাওয়া মহাসড়ক এবং সাভার বাইপাস রোড ও প্রকল্পের ভিতরে থাকছে ৬০’ থেকে সর্বনিম্ন ৩০’ প্রশস্ত রাস্তা।
>>আরও পড়ুন: কাতারের ট্রেড ফেয়ারে মিলবে প্রিমিয়াম হোল্ডিংসের তিন প্রকল্পের জমি
কোম্পানিটি জানিয়েছে, মেলা উপলক্ষে কোম্পানির পক্ষ থেকে প্লট কেনায় থাকছে বিশেষ আকর্ষণীয় মূল্য ছাড়। মেলায় প্লট বুকিং দিলেই মিলবে ল্যাপটপ, মোটরসাইকেলের মতো আকর্ষণীয় পুরস্কার। বুকিং দিলে প্লট হস্তান্তরের সুবর্ণ সুযোগ। অন্যদিকে, আগ্রহী ক্রেতা প্লটের এককালীন মূল্য পরিশোধের সাথে সাথেই পেয়ে যাবেন সাব-কবলা রেজিস্ট্রেশন। তাই, আগ্রহীরা চাইলে মেলায় অংশগ্রহণ করে ইউরো-বাংলা বিল্ডার্স অ্যান্ড টেকনোলজি (প্রা.) লিমিটেডের স্টল পরিদর্শন করে প্রকল্পগুলো সমন্ধে বিস্তারিত জেনে ভবিষ্যতের বিনিয়োগ নিশ্চিত করতে পারবেন।
মেলার যেকোনো বিষয়ে জানা যাবে 01600360660, 01896050686 ও 01979034444 এই মোবাইল নম্বরে। ফেসবুকেও বিস্তারিত দেখা যাবে এই ঠিকানায়।
>> আরও পড়ুন: রাজধানীর বারিধারায় একক আবাসন মেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার
মেলার আয়োজন সম্পর্কে পাসওয়ার্ড কমিউনিকেশনের ফাউন্ডার অ্যান্ড সিইও শেখ মেহেদী হাসান বলেন, রাজধানীতে যেসব কোম্পানি রিয়েল এস্টেট বা আবাসনশিল্পের সঙ্গে প্রত্যক্ষ/পরোক্ষভাবে জড়িত সেসব কোম্পানি মেলায় স্পন্সরশিপ, পার্টনারশিপ এবং স্টলের মাধ্যমে ইভেন্টে অংশগ্রহণ করবে। পূর্বাচল এলাকার বর্তমান রিয়েল এস্টেট কোম্পানির জমি/প্লট মালিকদের সাথে ভবিষ্যতের সম্ভাব্য ক্রেতাদের দেখা করার সুযোগ করে দিতে পূর্বাচল ক্লাবে আয়োজন করা হয়েছে ‘পূর্বাচল বিল্ডার্স অ্যান্ড হাউজিং এক্সপো ২০২৪’। যারা ঢাকায় প্লট কিনে বাড়ি করার পরিকল্পনা করছেন এমন আগ্রহী ও স্বপ্নবাজ ক্রেতাদের জন্য মেলায় থাকছে সুলভ মূল্যে প্লট বুকিং দেওয়ার সুযোগ। সেসাথে অংশগ্রহণকারী বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানির পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় ছাড় ও অফার।
মেলার আয়োজনের উদ্দেশ্য নিয়ে তিনি বলেন, যারা ঢাকায় স্থায়ীভাবে বসবাস করার স্বপ্ন দেখছেন, এমন স্বপ্নবাজ ও আগ্রহী ক্রেতাদের সহজে জমির প্লট খুঁজে পাওয়ার সুযোগ এবং পূর্বাচল এলাকার রিয়েল এস্টেট কোম্পানির জমি/প্লট মালিকদের সাথে ভবিষ্যতের সম্ভাব্য ক্রেতাদের দেখা করার সুযোগ করে দিতে পূর্বাচল ক্লাবে আয়োজন করা হয়েছে ‘পূর্বাচল বিল্ডার্স অ্যান্ড হাউজিং এক্সপো ২০২৪’।
মেলায় বিল্ডার্স অ্যান্ড হাউজিং কোম্পানি, রিয়েল এস্টেট কোম্পানি, বিল্ডার্স মেটারিয়াল কোম্পানি, কনসালটেন্ট ফার্মসহ রিয়েল এস্টেট বিজনেস রিলেটেড বিভিন্ন কোম্পানি অংশগ্রহণ করবে।
>>আরও পড়ুন: তিন দিনের মিরপুর আবাসন মেলা শুরু
মেলায় প্রধান স্পন্সর হিসেবে থাকছে একেএস রিফাইন্ড স্টিল। এছাড়াও আয়োজনের বিল্ডিং পার্টনার এফডিএল, হাউজিং পার্টনার পূর্বাচল ইস্ট ওড সিটি, এডুকেশন পার্টনার স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, রেজিট্রেশন পার্টনার প্রোপার্টি পাসওয়ার্ড, ট্রাভেল পার্টনার বাহাজা, রিফ্রেশমেন্ট পার্টনার লাসপেরিউস, মিডিয়া পার্টনার এনটিএন বাংলা ও রেডিও ফুর্তি ৮৮ এফএম।
>>আরও পড়ুন: গুলশানে ক্যানভা রিয়েল এস্টেট একক আবাসন মেলা চলছে
প্রতিদিন মেলা সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত। বিনা মূল্যে মেলায় প্রবেশ করা যাবে। সবার জন্য মেলা উন্মুক্ত।