আবাসন সংবাদ
রাজধানীর কালশীতে জমির শেয়ার কিনে ফ্ল্যাটের মালিক হওয়ার সুযোগ

ব্যস্ততম শহরে কর্মমুখী বহু মানুষ বছরের পর বছর লক্ষ লক্ষ টাকা ঘর ভাড়া দিয়ে চলেছে বাড়ির মালিকদের। জীবনের উপার্জনের প্রায় ষাট শতাংশ টাকা দিয়ে দিতে হয় বাড়ি ভাড়ায়। যারা যান্ত্রিক শহরে নিজের জীবনের কষ্টার্জিত টাকা দিয়ে এক খন্ড জমি বা একটা ফ্ল্যাট কেনার স্বপ্ন দেখছেন, তাদের জন্য রয়েছে দারুন সুযোগ।
রিয়েল এস্টেট কোম্পানি পারফেক্ট আশা বিল্ডার্স লিমিটেড দিচ্ছে মাত্র ১৮ লক্ষ টাকায় জমির শেয়ার কিনে এক বছরে ফ্ল্যাটের মালিক হওয়ার সুবর্ণ সুযোগ।
>>আরও পড়ুন: সানফাই ফার্নিচারে ১০% ছাড়
রাজধানীর মিরপুরের কালশী ফ্লাইওভারের কাছে গড়ে উঠেছে পারফেক্ট আশা বিল্ডার্স লিমিটেডের ওশান টাওয়ার প্রকল্পটি। যারা ঢাকায় ফ্ল্যাট কেনার কথা ভাবছেন বা স্বপ্ন দেখছেন তারা পারফেক্ট আশা বিল্ডার্স লিমিটেডের জমির শেয়ার কিনে হয়ে যেতে ফ্ল্যাটের মালিক।
>> আরও পড়ুন: প্রিমিয়াম ভ্যালিতে সুলভ মূল্যে জমি কেনার সুযোগ
পারফেক্ট আশা বিল্ডার্স লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ ২৩ বছর পর ঢাকায় ৫০০ ইউনিট নির্মাণ করেন পারফেক্ট আশা বিল্ডার্স লিমিটেড এবং সবগুলো প্রকল্পই চলমান। প্রকল্পগুলো হলো, চৈতালি টাওয়ার, ডিফেন্স টাওয়ার, স্বপ্ন কুটির, টাওয়ার ১৭, ওশান টাওয়ার। এই পাঁচটি প্রকল্পগুলো মধ্যে ওশান টাওয়ারের দেওয়া হচ্ছে জমির শেয়ার কিনে ফ্ল্যাটের মালিক হওয়ার সুবিধা।
>> আরও পড়ুন: রাজধানীর বারিধারায় একক আবাসন মেলা শুরু
>> আরও পড়ুন: পূর্বাচল বিল্ডার্স অ্যান্ড হাউজিং এক্সপোতে এসেন্ড গ্রুপের চার প্রকল্পে বিশেষ ছাড়
কোম্পানিটি জানিয়েছে, বাংলাদেশের অন্যতম বৃহত্তর ও পরিকল্পিত ব্যবস্থাপনায় পরিচালিত পারফেক্ট আশা বিল্ডার্স লিমিটেড। আপনারা জেনে খুশি হবেন যে, আমাদের কোম্পানির প্রকল্পগুলো ১০০ শতাংশ ক্লায়েন্ট সন্তুষ্টি দিয়ে থাকে। কোম্পানিটি গ্রাহকের চাহিদার কথা বিবেচনা করে সব সময় তিনটি বিষয়কে গুরুত্ব দিয়ে থাকে। আর সেগুলো হলো-কোয়ালিটি (গুণগত মান), কমিটমেন্ট (প্রতিশ্রুতি) ও সার্ভিস(সেবা)। দীর্ঘ দিন ধরে গ্রাহকের সন্তোষ্টি পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।
কোম্পানিটি আরও জানিয়েছে, বর্তমানে প্লটটিতে চতুর্থ তলার ছাদের কাজ চলমান। মাত্র ১ টি ফ্ল্যাটের জমির শেয়ার বিক্রয় করা হবে। শেয়ার ক্রয়ের পরে মাসিক কিস্তিতে টাকা পরিশোধের সুযোগ রয়েছে। ইসিবি চত্বর থেকে মাত্র ২.১ কি.মি, ডিওএইচএস রোডের কালশী ব্রীজ থেকে মাত্র ৯০০ মিটার দূরত্বে প্লটটি অবস্থিত।
>>আরও পড়ুন: তিন দিনের মিরপুর আবাসন মেলা শুরু
প্লটের সামনের রাস্তাটি ২০ ফিট। ১৫০ ফিট প্রধান সড়কের সাথে সংযোগকরী সড়কটি ৬০ ফিট। ২৭টি ইউনিট করে ২ বিল্ডিংয়ের ইউনিট সংখ্যা হবে ৫৪টি এবং প্রতিটি ইউনিটের জন্য একটি নিশ্চিত গ্যারেজ থাকবে। জমির পরিমাণ ১১.২৫ কাঠা বা প্রায় ১৮.৬ শতংশ।
বিল্ডিংটি ৯ তলার। এতে রয়েছে বেজমেন্ট, গ্রাউন্ড ফ্লোর। প্রত্যেকটি ইউনিট ১৩৫০ স্কায়ার ফিটের। সাথে কমন স্পেস আছে। সেসাথে আছে তিনটি বেড রুম, তিনটি বাথরুম, দুটি ব্যালকনি, একটি ড্রইং রুম, একটি ডাইনিং রুম, একটি পার্কিং, ছাদে কমিউনিটি হল, নামাযের জায়গা, ছাদ বাগান, নিজস্ব জেনারেটর, নিজস্ব সাবমারসিবল পানির পাম্প, সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা।
>> আরও পড়ুন: তিন প্রকল্প নিয়ে পূর্বাচল বিল্ডার্স অ্যান্ড হাউজিং এক্সপোতে ইউরো-বাংলা বিল্ডার্স অ্যান্ড টেকনোলজি
শিক্ষা প্রতিষ্ঠান প্লটটির ৩ কি.মি এর মধ্যে রয়েছে শাহীন স্কুল অ্যান্ড কলেজ, নির্ঝর স্কুল অ্যান্ড কলেজ, ক্যান্টনমেন্ট গর্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর ক্যান্টমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডিওএইচএস, হারমেন মেইনার স্কুল অ্যান্ড কলেজ, স্কলাসটিক স্কুল অ্যান্ড কলেজ।
স্বাথ্য সেবা প্লট থেকে ৩ কি.মি এর মধ্যে রয়েছে কিংস্টন হাসপাতাল, ইসলামী ব্যাংক হাসপাতাল, কুর্মিটোলা জেনারেলের হাসপাতাল, আলোক হাসপাতাল। এছাড়াও পপুলার ডায়াগনস্টিকসহ অনেক স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান রয়েছে।
>> আরও পড়ুন: বিপুল ক্রেতা-দর্শনার্থীদের অংশগ্রহণে শেষ হলো তিন দিনের কাতার ট্রেড ফেয়ার
>>আরও পড়ুন: মধ্যবিত্তদের আবাসন চাহিদা মেটাতে কাজ করছে প্রিমিয়ার হোল্ডিংস : রওশন আল মাহমুদ
>> আরও পড়ুন: ‘রিয়েল স্টার প্রোপার্টিজকে একটা ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে চাই’
প্লটটি থেকে শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরের দূরত্ব মাত্র ৯ কি.মি, মিরপুর স্টেডিয়াম থেকে ২.৮ কি.মি, মিরপুর ডিওএইচএস থেকে ৩ কি.মি, হোটেল রেডিসন থেকে ৩ কি.মি দূরত্বে এটি অবস্থিত।
কোম্পানিটি আরও জানায় পারফেক্ট আশা বিল্ডার্স লিমিটেডের ওশান টাওয়ার প্রজেক্টে জমির শেয়ারসহ ফ্ল্যাটের দাম অন্যান্য প্রজেক্টের তুলনায় দামও হাতের নাগালে। ২ দশকে ঢাকাই জমির দাম বেড়েছে ২৭ গুণেরও বেশি। তাই যারা ঢাকার কালশীতে ফ্ল্যাট কেনার স্বপ্ন দেখছেন আর দেরি না করে অতি দ্রুত বুকিং দিয়ে ফেলুন পারফেক্ট আশা বিল্ডার্স লিমিটেডে।
>>আরও পড়ুন: ঢাকায় বাড়ি করতে চান, পূর্বাচলে প্রিমিয়াম টাউনে মিলছে সুলভ মূল্যের জমি
>>আরও পড়ুন: প্রিমিয়াম ভ্যালিতে সুলভ মূল্যে জমি কেনার সুযোগ
>> আরও পড়ুন: কাতারে তিন দিনের ট্রেড ফেয়ার শুরু, প্রিমিয়াম হোল্ডিংসের প্রকল্পে বিশেষ ছাড়
যারা পারফেক্ট আশা বিল্ডার্স লিমিটেডের ওশান টাওয়ারে ফ্ল্যাট বুকিং দিতে চান তারা যোগাযোগ করতে পারেন ০১৭১২২৯৭০০৬ ও 01407028200 এই নম্বরে । আরো বিস্তারিত জানা যাবে পারফেক্ট আশা বিল্ডার্স লিমিটেডের অফিসিয়াল ফেসবুকের এই ঠিকানায়।
আবাসন সংবাদ
রিহ্যাবের আধুনিক ভবন নির্মাণে পরামর্শ সভা অনুষ্ঠিত

রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল অফিসে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সিডিএ কর্তৃক প্রস্তাবিত মাস্টারপ্ল্যান সম্পর্কে রিহ্যাবের পক্ষ থেকে প্রস্তাবনা প্রদান বিষয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সভায় অভিমত ব্যক্ত করা হয়, চট্টগ্রাম মহানগরীতে সকল প্রকার নাগরিক সুবিধা সম্বলিত সুপরিকল্পিত বিশ্বমানের আধুনিক ভবন নির্মাণে রিহ্যাব সদস্যবৃন্দ বদ্ধপরিকর। এ জন্য সিডিএসহ সরকারের সংশ্লিষ্ট সকল দপ্তরের সহযোগীতা কামনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসান, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য সৈয়দ ইরফানুল আলম, নূর উদ্দীন আহাম্মদ, শারিস্থ বিনতে নূর, মোঃ মাঈনুল হাসান, রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সিডিএ সংশ্লিষ্ট বিষয়ে উপদেষ্টা কমিটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার এস. এম আবু সুফিয়ান, উপদেষ্টা ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল সদস্যবৃন্দ এবং রিহ্যাব সদস্য প্রতিষ্ঠানসমূহের প্রকৌশলী ও স্থপতিবৃন্দ।
অর্থ ও বাণিজ্য
ইস্টার্ন হাউজিংয়ের মুনাফা বেড়েছে ২১ কোটি টাকা

দেশের আবাসন খাতের কোম্পানি ইস্টার্ন হাউজিংয়ের মুনাফা সাড়ে ৩৭ শতাংশ বেড়েছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি গত জুনে সমাপ্ত ২০২৪–২৫ অর্থবছরে ৭৭ কোটি টাকা মুনাফা করেছে। তার আগের অর্থবছরে যার পরিমাণ ছিল ৫৬ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ইস্টার্ন হাউজিংয়ের মুনাফা ২১ কোটি টাকা বা সাড়ে ৩৭ শতাংশ বেড়েছে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন হাউজিং গতকাল মঙ্গলবার তাদের পরিচালনা পর্ষদের সভায় গত অর্থবছরের আর্থিক বিবরণী চূড়ান্ত করার মাধ্যমে মুনাফার এই হিসাব দিয়েছে। একই সভা থেকে কোম্পানিটি গত অর্থবছরের জন্য শেয়ারধারীদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। তার আগের অর্থবছরে কোম্পানিটি ১৯ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। সেই হিসাবে গত অর্থবছরে ইস্টার্ন হাউজিংয়ের মুনাফা ও লভ্যাংশ উভয়ই বেড়েছে।
কোম্পানির পরিচালনা পর্ষদে চূড়ান্ত করা মুনাফা ও লভ্যাংশের তথ্য আজ বুধবার স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে বিনিয়োগকারীদের জানানো হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটের মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে, গত অর্থবছরের জন্য তারা শেয়ারধারীদের প্রতি শেয়ারের বিপরীতে আড়াই টাকা (২৫ শতাংশ) করে লভ্যাংশ দেবে। বর্তমানে শেয়ারধারীদের হাতে কোম্পানিটির যে শেয়ার রয়েছে তার বিপরীতে লভ্যাংশ বাবদ কোম্পানিটিকে ২৩ কোটি ৩৩ লাখ টাকা বিতরণ করতে হবে। আগের অর্থবছরে (২০২৩–২৪) কোম্পানিটি শেয়ারধারীদের ১৯ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। তাতে প্রতি শেয়ারের বিপরীতে একেকজন শেয়ারধারী ১ টাকা ৯০ পয়সা করে পেয়েছিলেন। ওই বছর ঘোষিত লভ্যাংশ বাবদ কোম্পানিটিকে বিতরণ করেছিল প্রায় ১৮ কোটি টাকা। সেই হিসাবে গত অর্থবছরের জন্য লভ্যাংশ বাবদ ৫ কোটি টাকার বেশি ব্যয় করবে কোম্পানিটি। লভ্যাংশ বাবদ বাড়তি এই ব্যয়ের জোগান আসছে বাড়তি মুনাফা থেকে। কারণ, এক বছরে কোম্পানিটির মুনাফা ২১ কোটি টাকা বেড়েছে।
এদিকে মুনাফা ও লভ্যাংশ বৃদ্ধির খবরে আজ শেয়ারবাজারে ইস্টার্ন হাউজিংয়ের শেয়ারের দামও ঊর্ধ্বমুখী ছিল লেনদেনের শুরু থেকে। প্রথম দেড় ঘণ্টার লেনদেনে কোম্পানিটির শেয়ারের দাম ২ টাকা বা সোয়া ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯০ টাকায়। এ সময় কোম্পানিটির ৮ লাখের বেশি শেয়ারের হাতবদল হয়, যার বাজারমূল্য ছিল প্রায় সাড়ে ৭ কোটি টাকা।
-
বিবিধ2 years ago
বাংলাদেশে প্রচলিত বাড়ি ভাড়ার চুক্তি, নিয়ম ও নীতিমালা
-
নির্বাচিত প্রতিবেদন1 year ago
রিয়েল এস্টেট ব্যবসা করবেন যেভাবে
-
আবাসন সংবাদ4 weeks ago
রাজউকের নির্দেশে নর্থ সাউথ গ্রীন সিটি বন্ধ
-
আবাসন সংবাদ4 weeks ago
সীমান্ত রিয়েল এস্টেট এর অনুমোদনহীন সীমান্ত সিটি ও সীমান্ত কান্ট্রি প্রকল্প
-
আবাসন সংবাদ1 month ago
মাত্র ২৪ ঘন্টায় খতিয়ানের ভূল সংশোধনের সরকারি নির্দেশনা
-
ফিচার4 weeks ago
প্রথম ফ্ল্যাট কিনে ঠকতে না চাইলে মেনে চলুন এই ১০ কৌশল
-
আইন-কানুন1 year ago
রিয়েল এস্টেট ডেভেলপারের সাথে জমি বা ফ্ল্যাট নিয়ে সমস্যা ও তার প্রতিকার (১ম পর্ব)
-
আবাসন সংবাদ4 weeks ago
আবাসন পরিদপ্তরের সহকারী পরিচালক ও হিসাবরক্ষক সাময়িক বরখাস্ত