বাংলাদেশের আবাসন খাতে দ্রুত অগ্রগতি সত্ত্বেও ক্রেতাদের আস্থা অর্জন করা অনেক ডেভেলপার প্রতিষ্ঠানের জন্য এখনো বড় একটি চ্যালেঞ্জ। সময়মতো ফ্ল্যাট হস্তান্তর, মানসম্পন্ন নির্মাণ ও গ্রাহকের প্রতিশ্রুতি পূরণ—এসব ক্ষেত্রে ব্যর্থতার জন্য অনেক প্রতিষ্ঠান ভুক্তভোগীর তালিকায় যুক্ত হচ্ছে প্রতিনিয়ত।
তবে এসবের বিপরীতে দাঁড়িয়ে আছে ইনটেক প্রোপার্টিজ লিমিটেড । ব্যবসার শুরু থেকেই প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতি অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট হস্তান্তর করে আসছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল ইসলাম দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে এগিয়ে নিচ্ছেন ইনটেক প্রোপার্টিজকে, অবদান রাখছেন দেশের আবাসন খাতের সমৃদ্ধিতে। এম ফখরুল ইসলাম আবাসান খাতের চরম মন্দা অবস্থায়ও আস্থা ও নির্ভরতার সঙ্গে ব্যবসা পরিচালনা করে গেছেন। তরুণ উদ্যোক্তা হিসেবে তিনি আবাসনশিল্পে আস্থা ফিরিয়ে আনার পাশাপাশি ক্রেতাদের প্রতিশ্রুতি অনুযায়ী ফ্ল্যাট হস্তান্তরের দিকে বিশেষ নজর দিচ্ছেন। তাঁর প্রখর নেতৃত্ব ও দূরদর্শিতা ইনটেক প্রোপার্টিজকে দেশের অন্যতম শীর্ষ আবাসন প্রতিষ্ঠানে পরিণত করেছে।
২০১০ সালে প্রতিষ্ঠার পর থেকেই ধারাবাহিকভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি। বর্তমানে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ লোকেশনে সফলভাবে একাধিক আবাসিক প্রকল্প সম্পন্ন করেছে ইনটেক প্রোপার্টিজ। সময়মতো ফ্ল্যাট হস্তান্তরের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেয় প্রতিষ্ঠানটি, যা ক্রেতাদের আস্থা অর্জনে সহায়ক হয়েছে। দেশের এবং প্রবাসী ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে ইনটেক প্রোপার্টিজ তাদের প্রকল্পগুলো উন্নত লোকেশনে পরিচালনা করছে। নানা সময়ে বিভিন্ন অফারের পাশাপাশি কিস্তিতে ফ্ল্যাট কেনার সুবিধাও দিচ্ছে প্রতিষ্ঠানটি।
আবাসন খাতে আস্থার সংকটকালে ইনটেক প্রোপার্টিজ লিমিটেড নির্দিষ্ট সময়ে গুণগত মান বজায় রেখে ফ্ল্যাট হস্তান্তর করছে। রাজউকের বিধিমালা মেনে প্রকল্প তৈরি হওয়ায় ক্রেতারা নিরাপদে বিনিয়োগ করতে পারছেন, যা আস্থা পুনঃস্থাপন করছে।
ইনটেক প্রোপার্টিজ লিমিটেড রাজধানীর বসুন্ধরা, কুড়িল, মিরপুর ও কল্যাণপুরের মতো এলাকায় উন্নত অবকাঠামো এবং নাগরিক সুবিধাসংবলিত প্রকল্প পরিচালনা করছে। ইনটেক কৃষ্ণচূড়ার নীড় (বসুন্ধরা), ইনটেক মারিয়াম ভিলা (কুড়িল), ইনটেক স্বপ্নবিলাস (মিরপুর) এবং ইনটেক স্বপ্নচূড়া (দারুস সালাম) প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য প্রকল্প, যা ক্রেতাদের জন্য সব আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে নির্মিত।