স্বপ্নবাজ ও আগ্রহী ক্রেতাদের সহজে জমির প্লট খুঁজে পাওয়ার সুযোগ করে দিতে রাজধানীর বারিধারা ডিওএইচএস-এ শুরু হলো একক আবাসন মেলা।
বৃহস্পতিবার (৯ মে) সকালে রিয়েল এস্টেট কোম্পানি এসেন্ড গ্রুপের উদ্যোগে রাজধানীর বারিধারা ডিওএইচএস-এর ১১ নম্বর রোডের ৫৩১ নম্বর বাড়ির দ্বিতীয় তলায় ৪ দিনের এই একক আবাসন মেলা শুরু হয়। মেলা চলবে রবিবার (১২ মে) পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীদের জন্য এই মেলা উন্মুক্ত থাকবে।
আয়োজকরা জানিয়েছেন, যাদুর নগরী রাজধানীর আশপাশে কোথাও তিন বা পাঁচ কাঠা জমি কিনে যারা ঢাকায় স্থায়ীভাবে বসবাস করার স্বপ্ন দেখছেন, এমন স্বপ্নবাজ ও আগ্রহী ক্রেতাদের সহজে জমির প্লট খুঁজে পাওয়ার সুযোগ করে দিতে এসেন্ড গ্রুপ এই আবাসন মেলার আয়োজন করেছে।
আয়োজকরা আরও জানিয়েছেন, এসেন্ড গ্রুপের চারটি প্রকল্প রয়েছে। প্রকল্পগুলো হলো ‘পূর্বাচল এসেন্ড টাউন’, ‘এসেন্ড টাউন’, ‘এসেন্ড ইস্টার্ন টাউন’ ও ‘এসেন্ড গ্রীন টাউন’। কুড়িল বিশ্বরোড হতে মাত্র ১০ মিনিটের দূরত্বে গড়ে তোলা হয়েছে ‘পূর্বাচল এসেন্ড টাউন’। পূর্বাচল নিউ টাউনের ২১ নং সেক্টরের সাথে রয়েছে ‘এসেন্ড ইস্টার্ন টাউন’। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন গড়ে তোলা হয়েছে এসেন্ড টাউন। ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিল থেকে ৩০ মিনিটের দূরত্বে গড়ে উঠেছে ‘এসেন্ড গ্রীন টাউন’।
>> আরও পড়ুন: রাজধানীর বারিধারায় একক আবাসন মেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার
মেলার বিশেষ আকর্ষণ সম্পর্কে আয়োজকরা জানান, মেলা উপলক্ষে প্লট কেনায় থাকছে বিশেষ আকর্ষণীয় মূল্য ছাড়। প্লট বুকিং দিলেই মিলবে স্মার্ট এলইডি টিভি ও ডিনার সেটের মতো আকর্ষণীয় পুরস্কার। বিনোদনের জন্য থাকছে মে
হেদী ও পিঠা উৎসব এবং কফি আড্ডা। সেসাথে ফ্রি এন্ট্রি কুপন লটারি ড্র-তে থাকছে ৫০টি আকর্ষণীয় পুরস্কার।
অন্যদিকে, আগ্রহী ক্রেতা প্লটের এককালীন মূল্য পরিশোধের সাথে সাথেই পেয়ে যাবেন সাব-কবলা রেজিস্ট্রেশন। এছাড়া থাকছে কিস্তিতে প্লট কেনার সুযোগ।
তাই, আগ্রহীরা চাইলে মেলায় অংশগ্রহণ করে এসেন্ড গ্রুপের স্টল পরিদর্শন করে প্রকল্পগুলো সমন্ধে বিস্তারিত জেনে ভবিষ্যতের বিনিয়োগ নিশ্চিত করতে পারবেন।
মেলার যেকোনো বিষয়ে জানা যাবে 018 94 933000 ও 01894933003 এই মোবাইল নম্বরে। ওয়েবসাইটেও বিস্তারিত দেখা যাবে এই ঠিকানায়। ফেসবুকে বিস্তারিত দেখতে ভিজিট করুন।