সারা দেশ থেকে চাকরির সুবাদে ঢাকায় এসে দীর্ঘ দিন ধরে বসবাস করছেন অসংখ্য মানুষ। ভাড়াটিয়া হিসেবে অন্যের বাসায় থেকে বাড়ির মালিককে বছরের পর বছর লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন। এমন চাকরিজীবীরা যারা রাজধানীর আশপাশে কোথাও তিন বা পাঁচ কাঠা জমি কিনে ঢাকায় স্থায়ীভাবে বসবাস করার স্বপ্ন দেখছেন তাদের জন্য দেশের স্বনামধন্য কোম্পানি ভাইয়া গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ভাইয়া হাউজিং লিমিটেড দিচ্ছে সুখবর।
যান্ত্রিক জীবনের কোলাহল থেকে একটু দূরে প্রকৃতির সৌন্দর্যের মাঝে স্নিগ্ধ ও নিরিবিলি, পরিবেশে গড়ে তোলা হয়েছে ভাইয়া হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্প ‘বীরতারা সিটি’। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সাথেই গড়ে উঠছে সুপরিকল্পিতভাবে অত্যাধুনিক নাগরিক সব ধরনের সুযোগ-সুবিধাসম্পন্ন সবুজে ঘেরা নিরাপদ আবাসন প্রকল্পটি।
>>আরও পড়ুন: পুরান ঢাকা আবাসন মেলায় তিন প্রকল্প নিয়ে ভাইয়া হাউজিং
প্রতিষ্ঠানটি ঢাকার অদূরে সফল বিনিয়োগের নির্ভরতায় গড়ে উঠা ‘বীরতারা সিটি’ প্রকল্পে সুলভ মূল্যে প্লট কিনে বাড়ি করার সুযোগ করে দিচ্ছে। যারা ঢাকায় বাড়ি করার কথা ভাবছেন তারা ‘বীরতারা সিটি’তে প্লট কিনে হতে পারেন উন্নত আধুনিক শহরের অংশীদার।
ভাইয়া গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন যাবৎ ভাইয়া গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ভাইয়া হাউজিং লিমিটেড সুনামের সাথে আবাসন খাতে ব্যাবসায়িক সেবা প্রদান করে আসছে। ভাইয়া হাউজিংয়ের তিনটি আবাসন প্রকল্প রয়েছে। এগুলো হলো, ‘পূর্বাচল টিউলিপ ভ্যালি’, ‘পূর্বাচল পাইন সিটি’ ও ‘বীরতারা সিটি’। রাজধানীতে বসবাসরত মানুষের ক্রয় ক্ষমতা, সাধ ও সাধ্যের কথা ভেবে এসব প্রকল্পে সুলভ মূল্যে স্বপ্নের প্লট পাওয়া যাচ্ছে।
>> আরও পড়ুন: ৬০ লাখ টাকার ফ্ল্যাট মাত্র ৪০ লাখ টাকায়
>> আরও পড়ুন: সানফাই ফার্নিচারে ১০% ছাড়
>> আরও পড়ুন: রাজধানীর বারিধারায় একক আবাসন মেলা শুরু
>> আরও পড়ুন: পূর্বাচল বিল্ডার্স অ্যান্ড হাউজিং এক্সপোতে এসেন্ড গ্রুপের চার প্রকল্পে বিশেষ ছাড়
>>আরও পড়ুন: তিন দিনের মিরপুর আবাসন মেলা শুরু
>>আরও পড়ুন: ঢাকায় বাড়ি করতে চান, পূর্বাচলে প্রিমিয়াম টাউনে মিলছে সুলভ মূল্যের জমি
>>আরও পড়ুন: প্রিমিয়াম ভ্যালিতে সুলভ মূল্যে জমি কেনার সুযোগ
>> আরও পড়ুন: কাতারে তিন দিনের ট্রেড ফেয়ার শুরু, প্রিমিয়াম হোল্ডিংসের প্রকল্পে বিশেষ ছাড়
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, রাজউক ঝিলমিল প্রকল্প থেকে ‘বীরতারা সিটি’র দুরত্ব ১০ মিনিটের এবং নিমতলা বাসস্ট্যান্ড থেকে মাত্র ৫ মিনিটের। প্রকল্পটি নিমতলাতে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে জংশন (ঢাকা – কলকাতা)-এর বিপরীত পাশে অবস্থিত। ঢাকা-মাওয়া হাইওয়ে সংলগ্ন রিভারভিউ এই স্মার্ট সিটিটিতে রয়েছে আধুনিক নাগরিক জীবনের সব ধরনের উপকরণ। চারদিকে রয়েছে মানুষের বসবাস। রয়েছে উন্নত ও অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা। প্রকল্পের উভয়দিকে রয়েছে সরকারি প্রশস্ত রাস্তা। আগ্রহী ক্রেতা জমি কিনে মূল্য পরিশোধের সাথে সাথে সাফ-কবলা দলিলসহ রেজিস্ট্রেশন করে দেওয়ার রয়েছে উন্নত ও মানসম্মত ব্যবস্থা। সাথে সাথে কোম্পানিটি দিচ্ছে সুলভ মূল্যে কিস্তিতে প্লট ক্রয়ের সুযোগ। কাঠা প্রতি মাসিক মাত্র ৩ হাজার ২৮৫ টাকা মাসিক কিস্তিতেও প্লট কেনা যাচ্ছে। ৩, ৫, ১০ ও ২০ কাঠা পরিমাণে প্লট পাওয়া যাচ্ছে।
‘বীরতারা সিটি’ প্রকল্প থেকে কেনো প্লট কিনবেন ক্রেতারা, জবাবে প্রতিষ্ঠানটি জানায়, স্বপ্নের পদ্মাসেতুকে কেন্দ্র করে ঢাকা মাওয়া রোড ফুটে উঠছে সরকারের বহুমুখী উন্নয়নের চিত্র। ইতিমধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগার স্থানান্তরিত হয়েছে কেরাণীগঞ্জ ঢাকা-মাওয়া রোডের পাশে। তার পাশেই গড়ে উঠবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েল দ্বিতীয় ক্যাম্পাস। যার জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। পদ্মাসেতু বাস্তবায়নের সাথে সাথেই দক্ষিণাঞ্চলকে ঘিরে সরকার সুদূর প্রসারী মহাপরিকল্পনা হাতে নিয়েছে। ইতিমধ্যে পায়রা সমুদ্র বন্দর উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। পদ্মার পাড়ে গড়ে উঠছে আন্তর্জাতিক ক্রীড়া কমপ্লেক্সসহ অলিম্পিক ভিলেজ। হংকং ও সিঙ্গাপুরের আদলে গড়ে উঠবে বঙ্গবন্ধু স্যাটেলাইট সিটি। মুন্সিগঞ্জে গড়ে উঠবে আধুনিক শিল্প পল্লী। উন্নত নাগরিক সুবিধা নিয়ে পবিবেশ ও গ্রাহকবান্ধব আবাসন হবে‘বীরতারা সিটি’ প্রকল্পটি।
> আরও পড়ুন: তিন প্রকল্প নিয়ে পূর্বাচল বিল্ডার্স অ্যান্ড হাউজিং এক্সপোতে ইউরো-বাংলা বিল্ডার্স অ্যান্ড টেকনোলজি
>> আরও পড়ুন: বিপুল ক্রেতা-দর্শনার্থীদের অংশগ্রহণে শেষ হলো তিন দিনের কাতার ট্রেড ফেয়ার
>>আরও পড়ুন: মধ্যবিত্তদের আবাসন চাহিদা মেটাতে কাজ করছে প্রিমিয়ার হোল্ডিংস : রওশন আল মাহমুদ
>> আরও পড়ুন: ‘রিয়েল স্টার প্রোপার্টিজকে একটা ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে চাই’
>> আরও পড়ুন: ‘সরকারের সুনজরে ফার্নিচার শিল্পখাতে অনেক মানুষের কর্মসংস্থান সম্ভব’
জানা গেছে, ভাইয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ১৯৭২ সাল থেকে বাংলাদেশের শিল্পোন্নয়নে অনবদ্য অবদান রেখে যাচ্ছে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে ভোগ্য পণ্য ব্যবসায় ভাইয়া গ্রুপ ছিল অগ্রদূত। তারই ধারাবাহিকতায় একের পর এক রপ্তানিমুখী শিল্প স্থাপন করে অসংখ্য বেকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে এই ব্যবসায়িক গ্রুপটি। দেশের স্বনাম ধন্য ভাইয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ কোম্পানিটির ১৭টি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এগুলোর মধ্যে আবাসনখাতে উল্লেখযোগ্য হলো, রিয়েল অ্যাস্টেট বিজনেসে ভাইয়া হাউজিং লিমিটেড, হোটেল, রিসোর্ট অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানী অন্যতম।
>> আরও পড়ুন: বিপুল ক্রেতা-দর্শনার্থীদের অংশগ্রহণে শেষ হলো তিন দিনের কাতার ট্রেড ফেয়ার
>>আরও পড়ুন: মধ্যবিত্তদের আবাসন চাহিদা মেটাতে কাজ করছে প্রিমিয়ার হোল্ডিংস : রওশন আল মাহমুদ
>> আরও পড়ুন: ‘রিয়েল স্টার প্রোপার্টিজকে একটা ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে চাই’
যারা ‘বীরতারা সিটি’ প্রকল্পের জমি কিনতে আগ্রহী তাদেরকে 01404-441802 মোবাইল নম্বরে যোগাযোগ করতে হবে। আরও বিস্তারিত জানা যাবে ভাইয়া হাউজিং লিমিটেডের অফিসিয়াল ফেসবুকের এই ঠিকানায়। ‘বীরতারা সিটি’র ওয়েবসাইটেও বিস্তারিত জানাবে এই লিংকে।