২০ হাজার ৩৭০ কোটি ডলারের সম্পদ নিয়ে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি জেফ বেজোস। সম্প্রতি ফ্লোরিডার ‘বিলিয়নেয়ার বাংকার’ নামের পরিচিতি ইন্ডিয়ান ক্রিক আইল্যান্ডে নতুন আবাসন নির্মাণের উদ্যোগ নিয়েছেন তিনি। ১৪ কোটি ৭০ লাখ ডলারে দুটি আবাসন কেনার মাধ্যমে অঞ্চলটিতে পা রাখেন জেফ বেজোস।
শোনা যাচ্ছে, ভবন দুটি ভেঙে নতুন করে গড়তে যান অ্যামাজনের প্রতিষ্ঠাতা। তবে এ পরিকল্পনার কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি এখনো। এমন গুঞ্জনের মাঝেই সম্প্রতি ৯ কোটি ডলারে আরো একটি বাড়ি কিনেছেন। ছয় শয়নকক্ষ ও নয় বাথরুম সমন্বিত বাড়িটি অফ-মার্কেট চুক্তির মাধ্যমে অধিগ্রহণ করেন জেফ বেজোস।
এর আগে শেষবার ১৯৯৮ সালে ব্যাংকার জাভিয়ের হোল্টজের কাছে বাড়িটি ২৫ লাখ ডলারে বিক্রি হয়েছিল। অবশ্য বিলাসবহুল বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও আবাসন কোম্পানি জিলোর মূল্যায়নে বাড়িটির দাম সর্বোচ্চ ৪ কোটি ১০ লাখ ডলার হওয়ার কথা। অর্থাৎ বাজারমূল্যের চেয়ে দ্বিগুণের বেশি দাম দিতে রাজি হয়েছেন জেফ বেজোস। সম্ভবত আবাসন নিয়ে বড় কোনো চিন্তা থেকে দাম নিয়ে চিন্তা করেননি তিনি।
বেজোসের বাড়িগুলো ইভাঙ্কা ট্রাম্প ও তার স্বামী জ্যারেড কুশনারের পাশাপাশি বিখ্যাত এনএফএল কোয়ার্টারব্যাক টম ব্র্যাডির বাড়ির পাশে অবস্থিত। যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল অঞ্চলগুলোর একটি ইন্ডিয়ান ক্রিকে মাত্র ৮০টি আবাসন রয়েছে। যার প্রতিটিই বিলাসবহুল প্রাসাদ। এসব এলাকার বাসিন্দারা ব্যক্তিগত গলফ কোর্স ও কান্ট্রি ক্লাবসহ বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা উপভোগ করেন।
বিলাসবহুল আবাসনের জন্য জেফ বেজোসের ফ্লোরিডায় স্থানান্তর ছিল কৌশলগত সিদ্ধান্ত, যা প্রায় ৮৫০ কোটি ডলার মূল্যের অ্যামাজনের শেয়ার বিক্রির সঙ্গে মিলে যায়। কারণ কর সুবিধার জন্য ফ্লোরিডা এখন মার্কিন ধনীদের কাছে কাঙ্ক্ষিত গন্তব্য। জেফ বেজোসও তার বাইরে নন। সূত্র: সিএনবিসি।